• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক ইন্ডাস্ট্রিতে থেকেও কেন তিক্ততায় ভরা সম্পর্ক? ৩০ বছর পর বোমা ফাটালেন নানা পাটেকর

Published on:

Nana Patekar talks about his relation with Shah Rukh Khan

আজ থেকে প্রায় তিন দশক আগের কথা। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Bollywood) তখন সবে পা রেখেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। সেই সময় বলিউডে নাম করে ফেলেছেন নানা পাটেকর (Nana Patekar)। তখন দু’জনের প্রথম আলাপ। ‘কিং খান’র প্রথম সিনেমা ‘রাজু বন গয়া জেন্টলম্যান’এ একসঙ্গে অভিনয় করেছিলেন দু’জনে। এরপর আরও একটি ছবিতে কাজ করেন তাঁরা।

তবে শুনলে অবাক হবেন, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির এই দুই তারকার সম্পর্ক নাকি একেবারেই বন্ধুত্বপূর্ণ নয়। না, এমনটা আমরা বলছি না। বরং একথা প্রথম শোনা গিয়েছিল নানা পাটেকরের মুখেই। সম্প্রতি ফের একবার এই নিয়ে মুখ খোলেন অভিনেতা। নিজের আগামী ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’র (The Vaccine War) প্রচারে এসে এই বিষয়ে কথা বলেন তিনি।

Nana Patekar and Shah Rukh Khan, Nana Patekar on Shah Rukh Khan

কীভাবে নষ্ট হয় শাহরুখ-নানার সম্পর্ক?

নানা পাটেকর বলেন, ‘শাহরুখ খুব ভালো একজন শিল্পী। ওঁর প্রথম সিনেমা, ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ আমার সঙ্গে ছিল। পরে আরও একটি সিনেমা রিলিজ করেছিল। তবে ওঁর প্রথম ছবি কিন্তু আমার সঙ্গেই ছিল। আপনি ওঁকে জিজ্ঞেস করে দেখতে পারেন, আমি তখনই ওঁকে বলেছিলাম, ও একদিন অনেক বড় তারকা হবে’।

আরও পড়ুনঃ মা হওয়ার জন্য ফিগার নষ্ট নয়! গর্ভ ‘ভাড়া’ নিয়ে সন্তান জন্ম দিয়েছেন এই ৫ নায়িকারা

শাহরুখকে নিয়ে বড় বয়ান দিলেন নানা

এরপর নানাকে জিজ্ঞেস করা হয়, তিনি কখনও শাহরুখের সঙ্গে মুখোমুখি বসেছেন কিনা? জবাবে অভিনেতা বলেন, ‘যখনই আমার ওঁর সঙ্গে দেখা হয়, ও ভীষণ সম্মান করে। আমার সঙ্গে ওঁর কোনও সমস্যা নেই। ও আমার আপন, আমার থেকে বয়সে ছোট। তাহলে কেন ওঁর সঙ্গে আমার সমস্যা থাকবে?’

আরও পড়ুনঃ ‘এক্কা দোক্কা’ শেষ হতেই সুখবর! নতুন নায়কের সাথে কামব্যাক করছেন সোনামণি, উচ্ছসিত ভক্তরা

Nana Patekar and Shah Rukh Khan, Nana Patekar on Shah Rukh Khan

প্রসঙ্গত, ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ শাহরুখের কেরিয়ারের প্রথম ছবি হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই রিলিজ করে যায় ‘দিওয়ানা’। অপরদিকে দীর্ঘ সময় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকার পর শীঘ্রই ‘দ্য ভ্যাকসিন ওয়ার’র হাত ধরে বড়পর্দায় কামব্যাক করতে চলেছেন নানা। আগামী ২৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে রিলিজ করবে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই সিনেমা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥