• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডে রবীন্দ্রনাথ ঠাকুর! হুবহু ‘কবিগুরু’র সাজে চমকে দিলেন অভিনেতা, দেখুন ভাইরাল ছবি

Published on:

Famous Bollywood actor will play Rabindranath Tagore's character in upcoming Bollywood Movie

Famous Bollywood actor will play Rabindranath Tagore’s character in upcoming Bollywood Movie: বাংলা তথা গোটা ভারতের গর্ব হলেন রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)। কবিতা, সাহিত্য হোক বা গান- সব ক্ষেত্রেই ছিল তাঁর অগাধ পাণ্ডিত্য। নিজের সৃষ্টির মাধ্যমে কোটি কোটি মানুষকে মুগ্ধ করেছেন তিনি। ভারতের তো বটেই, বিশ্বের অন্যান্য অনেক দেশের বহু কিংবদন্তির আদর্শ হলেন ‘কবিগুরু’। এবার সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই সিনেমা আসছে বলিউডে (Bollywood)

‘কবিগুরু’র বায়োপিক আসছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে সম্প্রতি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির এক নামী অভিনেতা (Bollywood Actor) রবীন্দ্রনাথ ঠাকুর রূপে নিজের প্রথম ছবি শেয়ার করেছেন। আর তা রীতিমতো ঝড় তুলেছে নেটপাড়ায়। নেটিজেনদের একটি বৃহৎ অংশ দাবি করেছেন, হুবহু ‘কবিগুরু’র মতোই দেখতে লাগছে বলি অভিনেতাকে। অনেকে তো তাঁকে চিনতেও পারেননি।

Anupam Kher as Rabindranath Tagore, Rabindranath Tagore Bollywood

কয়েকদিন আগে ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’র বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করার অভিযোগ উঠেছিল। সেই সঙ্গে অনেকে নিশানা করেছিলেন বলিউডকেও। তবে এবার সেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকেই প্রশংসায় ভরিয়ে দিলেন দর্শকরা। সকলে একটাই কথা বলছেন, এ তো একেবারে রবীন্দ্রনাথ ঠাকুর!

‘কবিগুরু’র বেশে ছবি শেয়ার করা অভিনেতাকে চিনতে পারলেন আপনি? একটু খুঁটিয়ে দেখলে অসুবিধা হওয়ার কথা কিন্তু নয়। যদি চিনতে পেরে গিয়ে থাকেন তাহলে তো কোনও কথাই নেই। আর যদি এখনও না চিনে থাকেন তাহলে জানিয়ে দিই, এই অভিনেতা আর কেউ নন, বরং বি টাউনের বর্ষীয়ান তারকা অনুপম খের (Anupam Kher)।

আরও পড়ুনঃ ১৩ বছরেই অভিনয়ে হাতেখড়ি! জনপ্রিয়তা না পেয়ে কোথায় হারিয়ে গেলেন প্রসেনজিতের সৎ বোন?

Anupam Kher as Rabindranath Tagore, Rabindranath Tagore Bollywood

আরও পড়ুনঃ পর্দায় সাপে-নেউলে হলেও বাস্তবে দুই বোন! জন্মদিনে ভাইরাল ‘ইচ্ছে পুতুল’র মেঘ-ময়ূরীর ভিডিও

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছেন অনুপম। ‘দ্য কাশ্মীর ফাইলস’ থেকে শুরু করে ‘উঁচাই’ একাধিক ছবিতে অনুপমের অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকরা। এবার সেই অভিনেতাই রবীন্দ্রনাথ ঠাকুরের বেশে হাজির হয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন। যদিও কোন সিনেমায় তাঁকে এই লুকে দেখা যাবে তা খোলসা করেননি অভিনেতা।

 

View this post on Instagram

 

A post shared by Anupam Kher (@anupampkher)


সম্প্রতি ‘কবিগুরু’র বেশে ছবি শেয়ার করে বর্ষীয়ান অভিনেতা লেখেন, ‘আমার ৫৩৮তম প্রোজেক্টে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে পেরে আমি আপ্লুত। খুব শীঘ্রই এই সিনেমার বিষয়ে বাকি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥