• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভগবানের ছবিতেও অশ্লীলতা, ‘OMG 2’ থেকে একাধিক দৃশ্য ব্যাড! রিলিজের আগেই মাথায় হাত নির্মাতাদের

Published on:

OMG 2,Akshay Kumar,Censor board,Bollywood,Movie,Bollywood movie,Entertainment,Entertainment news,ওহ মাই গড ২,ওএমজি ২,সেন্সর বোর্ড,অক্ষয় কুমার,সিনেমা,বলিউড,বলিউড সিনেমা,বিনোদন,বিনোদনের খবর,OMG 2 censor board,ওহ মাই গড ২ সেন্সর বোর্ড,ওএমজি ২ সেন্সর বোর্ড

Akshay Kumar ‘OMG 2’ Scenes cut by Censor Board : রিলিজের আগেই বিরাট বিপাকে পড়েছে অক্ষয় কুমারের (Akshay Kumar) আসন্ন সিনেমা ‘ওহ মাই গড ২’ (OMG 2)। ব্যাক টু ব্যাক ফ্লপের পর এই ছবির হাত ধরে ফের ঘুরে দাঁড়ানোর আশা করেছিলেন বলিউডের ‘খিলাড়ি’। কিন্তু এখন এই ছবির জন্যই নির্মাতাদের কার্যত ঘুম উড়েছে! ইতিমধ্যেই নাকি ‘ওহ মাই গড ২’ (Oh My God 2) থেকে ২৫টি ‘বিতর্কিত’ দৃশ্য বাদ দিয়েছে সেন্সর বোর্ড (Censor Board)। কোন কোন দৃশ্যের ওপর কাঁচি চালানো হল? প্রকাশ্যে এসেছে সেই তালিকা।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই অক্ষয়ের এই সিনেমাকে ‘A’ সার্টিফিকেট দিয়েছে সেন্সর বোর্ড। অর্থাৎ শুধুমাত্র প্রাপ্তবয়স্করা এই ছবি দেখতে পারবেন। অক্ষয়ের কেরিয়ারের প্রথম ‘A’ ক্যাটাগরির ছবি হতে চলেছে এটি। তবে শুধু এটুকুই নয়, ছবি থেকে প্রায় ২৫টি দৃশ্য ছেঁটে ফেলেছে সেন্সর বোর্ড। এর মধ্যে কোনও দৃশ্যে ছিল ফ্রন্টাল ন্যুডিটি, কোথাও আবার ছিল ঈশ্বরকে মদ উৎসর্গ করার মতো সংলাপ।

OMG 2, OMG 2 censor board

শোনা যাচ্ছে, ইঁদুরের বিষ লেখা বোতল থেকে ইঁদুর কথাটিও নাকি মুছে ফেলা হয়েছে। এছাড়াও কোর্টরুমে বসে বিচারকদের সেলফি নেওয়ার দৃশ্য থেকে শুরু করে সিনেমায় উজ্জয়িনী শহরের উল্লেখ করা- সবকিছুতে কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড। সিনেমা থেকে এতগুলি দৃশ্য বাদ পড়ায় রিলিজের আগেই চিন্তায় পড়েছেন ‘ওহ মাই গড ২’র নির্মাতারা। পূর্বনির্ধারিত ১১ আগস্টে ছবি আদৌ রিলিজ হবে কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

তবে বিপাকের শেষ এখানেই নয়। ‘ওহ মাই গড ২’র বেশ কিছু দৃশ্য মহাকালেশ্বর মন্দিরে শ্যুট করা হয়েছিল। সেই দৃশ্যগুলিও মুছে ফেলার দাবি জানিয়েছেন সেই মন্দিরের পুরোহিত মহেশ শর্মা। এক নামী সংবাদ সংস্থার কাছে তিনি বলেন, ‘’ওহ মাই গড’ ছবিটিকে সেন্সর বোর্ড একটি শংসাপত্র দিয়েছে। সেই শংসাপত্র প্রাপ্তবয়স্কদের বিষয়বস্তু রয়েছে এমন ছবির জন্য সংরক্ষিত। আমরা দাবি জানাচ্ছি, মহাকাল মন্দিরে যে দৃশ্যগুলি শ্যুট করা হয়েছিল তা সরানো হোক। কারণ এটি দর্শকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। আমাদের এই দাবি মানা না হলে আমরা সারা দেশে বিক্ষোভ করব’।

আরও পড়ুনঃ উত্তমকুমারের পর সেরা অভিনেতা, নতুন ‘ব্যোমকেশ’ দেব-র প্রশংসায় পঞ্চমুখ ‘অজিত’ অম্বরীশ

OMG 2, OMG 2 censor board

আরও পড়ুনঃ লেট নাইট শোয়ে আলিয়াকে দেখতে হাজির! ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ দেখে কী বললেন সৌরভ?

এদিকে সিনে বিশেষজ্ঞদের মত, ‘ওহ মাই গড ২’র ২৫টি দৃশ্যে যদি কাঁচি চালানো হয় তাহলে ছবিতে দেখার মতো আর কিছুই হয়তো থাকবে না। সেই ঘাটতি আদৌ পূরণ হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। ছবির কাহিনীই যদি দর্শকরা ঠিকঠাক বুঝতে না পারেন তাহলে তাহলে বক্স অফিস কালেকশনেও তার প্রভাব পড়বে মত অনেকের।

প্রসঙ্গত, ‘ওহ মাই গড’র মতো ‘ওহ মাই গড ২’তেও ঈশ্বরের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়। আগের সিনেমায় ভগবান কৃষ্ণের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। সিক্যুয়েলে মহাদেবের চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রথম ছবিতে এক নাস্তিকের পাশে দাঁড়িয়েছিলেন ‘কৃষ্ণ’ অক্ষয়। এই ছবিতে এক আস্তিক পরিবারের পাশে দাঁড়াতে দেখা যাবে তাঁকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥