• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লেট নাইট শোয়ে আলিয়াকে দেখতে হাজির! ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ দেখে কী বললেন সৌরভ?

Published on:

Sourav Ganguly watched Bollywood movie Rocky Aur Rani Ki Prem Kahani

গত ২৮ জুলাই প্রেক্ষাগৃহে রিলিজ করেছে ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ (Rocky Aur Rani Ki Prem Kahani)। রণবীর সিং, আলিয়া ভাট অভিনীত এই ছবির হাত ধরে বহু বছর পর কামব্যাক করেছেন পরিচালক করণ জোহর। দর্শকদের দারুণ পছন্দ হয়েছে এই সিনেমা। ভালোবাসা, কমেডি এবং ড্রামায় ভরপুর রকি আর রানীর প্রেম কাহিনী দেখতে সিনেমাহল ভরিয়ে দিচ্ছেন দর্শকরা। সম্প্রতি ‘মহারাজ’ সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) পর্যন্ত নিজের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে এই ছবি দেখতে চলে গিয়েছিলেন।

রিলিজের পর থেকেই বক্স অফিসে রাজত্ব করছে ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’। একটা দীর্ঘ বিরতির পর পরিচালনায় ফিরেছেন করণ জোহর। সেই সঙ্গেই ফিরিয়ে এনেছেন বলিউডের (Bollywood) পুরনো স্মৃতি। আম দর্শকদের পাশাপাশি তারকারাও এই ছবির ভূয়সী প্রশংসা করেছেন। সেই তালিকায় এবার নাম লেখালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভও।

Sourav Ganguly watched Rocky Aur Rani Ki Prem Kahani

সম্প্রতি শহর কলকাতার একটি অভিজাত সিনেমা হলে নাইট শোয়ে ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ দেখতে গিয়েছিলেন সৌরভ। ‘মহারাজ’ অবশ্য একা ছিলেন না। তাঁর সঙ্গে ছিলেন মেয়ে সানাও। সিনেমা হলের মধ্যে আচমকা সৌরভকে দেখতে পেয়ে অবাক হয়ে যান তাঁর অনুরাগীরা।

তাঁদের মধ্যেই একজন সুযোগের সদ্ব্যবহার করে সিনেমা হলের মধ্যে সৌরভের সঙ্গে ছবি তুলে নেন। পরে সেই ছবিটি টুইটারে শেয়ার করেন। তার সঙ্গেই জুড়ে দেন ‘দাদা’র প্রতিক্রিয়াও। ওই অনুরাগী সৌরভকে জিজ্ঞেস করেছিলেন, ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ দেখে কেমন লাগলো তাঁর?

Sourav Ganguly watched Rocky Aur Rani Ki Prem Kahani

কেবলমাত্র একটি শব্দ ব্যয় করেই নিজের মনের ভাব বুঝিয়ে দেন ‘মহারাজ’। সৌরভ উত্তর দেন, ‘দারুণ!’ সেই টুইট এখন ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। আর যারা এখনও ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ দেখতে যাওয়া নিয়ে দোটানায় আছেন, তাঁরা সৌরভের থেকে সবুজ সংকেত পেয়ে টিকিট কেটে নিতেই পারেন! টিপিক্যাল করণ জোহর সিনেমার ফ্যান হলে এই ছবিও আপনার ভালোলাগবেই।

প্রসঙ্গত, করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’তে রণবীর-আলিয়া ছাড়াও আরও বহু তারকা অভিনয় করেছেন। ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমির পাশাপাশি রয়েছেন বাংলার টোটা রায় চৌধুরী এবং চূর্ণী গাঙ্গুলীও। আলিয়ার বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন এই দুই টলি তারকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥