• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়াল থেকে সোজা সিনেমায়! এই হ্যান্ডসাম নায়কের সঙ্গে জুটি বাঁধছেন ‘গুনগুন’ তৃণা

Published on:

Bengali serial actress Trina Saha will be seen in Tollywood movie

Trina Saha will pair with famous actor in Upcoming Movie: বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী হলেন তৃণা সাহা (Trina Saha)। ‘খোকাবাবু’ থেকে শুরু করে ‘খড়কুটো’ হয়ে ‘বালিঝড়’- একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালে (Bengali Serial Actress) অভিনয় করেছেন তিনি। এবার এই জনপ্রিয় টেলি নায়িকাই বড়পর্দার নায়িকা হতে চলেছেন। শীঘ্রই একটি নায়িকা হিসেবে টলিউডে (Tollywood) পা রাখতে চলেছেন তিনি। বিপরীতে থাকছেন এক জনপ্রিয় নায়ক।

তৃণাকে শেষ দেখা গিয়েছিল স্টার জলসার ‘বালিঝড়’ ধারাবাহিকে। সেখানে নায়িকা ঝোড়ার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। মাত্র ২ মাসের মাথায় সেই সিরিয়াল শেষ হয়ে গেলেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল তৃণার চরিত্রটি। এরপর থেকেই ফের তাঁর কামব্যাকের অপেক্ষায় ছিলেন দর্শকরা। অবশেষে সেই অপেক্ষা পূরণ হতে চলেছে।

Trina Saha, Trina Saha Tollywood movie

ছোটপর্দা কাঁপিয়ে এবার সোজা বড়পর্দার নায়িকা হতে চলেছেন তৃণা। তাঁর সঙ্গে একই ছবিতে থাকবেন তৃণার রিয়েল লাইফ স্বামী নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। মুখ্য চরিত্রে অভিনয় করবে ‘তৃণীল’ জুটি। তবে শোনা যাচ্ছে, এখানে নায়ক-নায়িকা হিসেবে দেখা যাবে না তাঁদের।

জানা গিয়েছে, নীল এবং তৃণা এক সিনেমায় কাজ করলেও তাঁরা জুটি হিসেবে কাজ করবেন না। বরং সম্পূর্ণ আলাদা চরিত্রে থাকবেন দু’জনে। নীলকে ব্যান্ডের গায়কের চরিত্রে দেখা যাবে। অপরদিকে তৃণা অভিনয় করবেন একজন সিঙ্গেল মাদারের চরিত্রে। ‘বালিঝড়’ সিরিয়ালের ঝোড়া জানিয়েছেন, সম্পূর্ণ সিনেমায় নীলের সঙ্গে তাঁর মাত্র একটি দৃশ্য রয়েছে।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! রাতারাতি স্টার জলসার সিরিয়াল থেকে বাদ পড়লেন এই খলনায়িকা, মাথায় বাজ দর্শকদের

Neel Bhattacharya and Trina Saha, Neel Bhattacharya and Trina Saha movie

আরও পড়ুনঃ একফ্রেমে পটলকুমার আর ভুতু, ৮ বছর পর নতুন কাজে ফিরছেন? তুঙ্গে জল্পনা

নীল-তৃণার এই ছবিটি পরিচালনা করছেন সৌম্যজিৎ আদক। ‘তৃণীল’ ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায় এবং নবাগতা অভিনেত্রী রাই দাস। ইন্ডাস্ট্রির গুঞ্জন, মাল্টিস্টারার এই ছবির নাম ‘তিলোত্তমা’ (Tilottama)।

ছবির কাহিনী অনুযায়ী, নীল, তৃণা, ঋতব্রত, পরাণ সবার আলাদা আলাদা জীবন রয়েছে। তিলোত্তমা নামে একটি অনাথ আশ্রম রয়েছে। সেটি পরাণ চালান। অপরদিকে ঋতব্রত পেশায় অ্যাকাউন্ট্যান্ট। সে নিজের চাকরি জীবন নিয়ে বীতশ্রদ্ধ। তাঁর প্রেমিকার চরিত্রে দেখা যাবে নবাগতা রাইকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥