• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিগ বস জিতে বানালেন নতুন ইতিহাস, ট্রফির পাশাপাশি কত কোটি পেলেন এলভিশ যাদব?

Big Boss OTT Season 2 Winner & Prize : প্রায় দু’মাস ধরে দর্শকদের বিনোদনের রসদ জোগানোর পর স্বাধীনতা দিবসের প্রাক্কালে ১৪ আগস্ট পথচলা শেষ হল ‘বিগ বস ওটিটি ২’র (Bigg Boss OTT 2)। প্রায় ৮ সপ্তাহের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজয়ীর খেতাব জিতলেন জনপ্রিয় ইউটিউবার এলভিশ যাদব (Elvish Yadav)। সোশ্যাল মিডিয়া খুললেই এখন ট্রফি হাতে তাঁর ছবি চোখে পড়ছে। তবে সলমনের শো জিতে শুধু ট্রফি নয়, আরও বহু পুরস্কার (Prize) জিতেছেন এলভিশ। চলুন দেখে নেওয়া যাক, কী কী পুরস্কার এল তাঁর ঝুলিতে?

‘বিগ বস’র মঞ্চে ইতিহাস তৈরি করলেন এলভিশ

   

‘বিগ বস ওটিটি ২’ যারা দেখেছেন তাঁরা জানেন, সলমনের (Salman Khan) শোয়ে ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছিলেন এলভিশ। তিনি আসার পর থেকেই শোয়ের জনপ্রিয়তাও প্রচুর বেড়েছিল। অনেকে আগেই ভবিষ্যদ্বাণী করে দিয়েছিলেন, এলভিশের হাতেই ট্রফি (Trophy) উঠবে। আর ঠিক তেমনটাই হল। ‘বিগ বস’র ইতিহাসে এই প্রথম কোনও ওয়াইল্ড কার্ড প্রতিযোগী বিজেতা (Winner) হলেন।

Elvish Yadav, Bigg Boss OTT 2 winner, Bigg Boss OTT 2 winner prize

ট্রফি ছাড়া আর কী কী পেলেন এলভিশ?

‘বিগ বস’ বিজেতা হলে ট্রফি ছাড়াও মোটা টাকার ক্যাশ প্রাইজও (Prize Money) যে পাওয়া যায় সেকথা কমবেশি সকলেই জানেন। ওটিটির ‘বিগ বস’র ক্ষেত্রেও এর অন্যথা হয়নি। ট্রফি ছাড়াও পুরস্কার হিসেবে মোটা টাকা জিতেছেন এলভিশ। মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, ‘বিগ বস ওটিটি ২’ জিতে ২৫ লাখ টাকার ক্যাশ প্রাইজ পেয়েছেন তিনি। শুধু তাই নয়, শোনা যাচ্ছে, এলভিশ সারা জীবনের জন্য বিনামূল্যে খাবারও পাবেন!

আরও পড়ুনঃ বীর স্বাধীনতা সংগ্রামীদের সত্য ঘটনা নিয়ে তৈরী, রইল বলিউডের সেরা ৫ দেশপ্রেমমূলক ছবি

এলভিশ বিজেতা, দ্বিতীয়-তৃতীয় হল কে?

এলভিশের ‘বিগ বগ ওটিটি ২’ জেতার ভবিষ্যদ্বাণী অনেকেই করেছিলেন। সেই সঙ্গেই দ্বিতীয় এবং তৃতীয় স্থানে কারা থাকবেন তাও মোটামুটি পরিষ্কার ছিল। ফলাফল ঘোষণার পর দেখা গেল ঠিক তেমনটাই হয়েছে। জনপ্রিয় ইউটিউবার অভিষেক মলহান দ্বিতীয় স্থান অর্জন করেছেন। অপরদিকে মনীষা রানীকে তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

আরও পড়ুনঃ সাউথকে টেক্কা দিতে এবার টলিউডে ‘বাহুবলী’! দেবসেনা-বাহুবলীর চরিত্রে কারা? প্রকাশ্যে ফার্স্ট লুক

Elvish Yadav, Bigg Boss OTT 2 winner

‘বিগ বস ১৭’এ ‘বিগ বস ওটিটি’র কোন প্রতিযোগীরা থাকবেন?

‘বিগ বস ওটিটি’র প্রথম সিজনের বেশ কয়েকজন প্রতিযোগীকে ‘বিগ বস ১৫’এ দেখা গিয়েছিল। ওটিটি ‘বিগ বস’ থেকেই টেলিভিশনের ‘বিগ বস’এ গিয়েছিলেন শমিতা শেট্টি, প্রতীক সেহজপালরা। এই বছর অভিষেক বলেছিলেন, তিনি যদি ‘বিগ বস ওটিটি ২’ জেতেন তাহলে ‘বিগ বস ১৭’এ অংশগ্রহণ করবেন। তবে অভিষেক দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তাই তাঁকে শোয়ে অংশগ্রহণ করা নিয়ে সংশয় রয়েছে। তবে দর্শকদের অনুমান, অভিষেক না গেলেও, ‘বিগ বস ওটিটি ২’র কয়েকজন প্রতিযোগীকে নিশ্চিতভাবে ‘বিগ বস ১৭’এ দেখা যাবে। এবার দেখা যাক, শেষ পর্যন্ত তাঁদের অনুমান ঠিক হয় কিনা।