• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এই বয়সেই থানার CCTV ফুটেজ হ্যাক! পুলিশ দেখেই মায়ের আঁচলের তলায় ছোট্ট বোধিসত্ত্ব

অবসর সময়ে সিরিয়াল দেখা এখন দর্শকদের রোজকারের অভ্যাস। তাই তো সারাদিনের ব্যস্ততা থেকে অবসর মিলতেই পছন্দের মেগা সিরিয়াল দেখতে টিভির সামনে বসে পড়েন বাড়ির সকলে। কিন্তু আজকের দিনে বেশিরভাগ সিরিয়াল মানেই হয় সাংসারিক কূটকচালি, নয় পরকীয়া। তবে বহুদিন হয়ে গেল বাংলায় কিন্তু বাচ্চাদের নিয়ে কোন সিরিয়ালই তৈরী হয়নি।

তাই এবার দর্শকদের সেই সাধ মেটাতে শিশু কেন্দ্রিক একটি  নতুন সিরিয়াল (New Serial) নিয়ে হাজির হয়েছে জি বাংলা। নতুন এই  সিরিয়াল ‘বোধিসত্ত্বের বোধ বুদ্ধি ’ (Bodhisatter Bodh budhi) পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় (Shubhankar Chatterjee)। সবেমাত্র একদিন হয়েছে টিভির পর্দায় আসবো আসবো করে এসেই গিয়েছে ‘বোধিসত্তের বোধ বুদ্ধি’।

   

বোধিসত্ত্বের বোধ বুদ্ধি,Bodhisatter Bodh budhi,New Promo,নতুন প্রমো,Bodhisatta,বোধিসত্ত্ব,Police,পুলিশ

 

এই সিরিয়ালে ইতিমধ্যে সবাই দেখে ফেলেছেন দারুন সুন্দর একান্নবর্তি বাঙালি পরিবারের বাঙালিয়ানা। তবে এই সিরিয়ালের মূল চরিত্র বোধিসত্ত্ব বয়সে বাচ্চা হলেও তার প্রশ্ন শুনে বাড়ির বড়রাও বাকরুদ্ধ হয়ে পড়েন। আসলে শৈশব থেকে কৈশরকালে পা রাখার সময় বাচ্চাদের মনের মধ্যে সে ধরনের কৌতূহল তৈরি হয় তা থেকেই তাদের মনের মধ্যে দেখা দেয় নানান প্রশ্ন।

বোধিসত্ত্বের বোধ বুদ্ধি,Bodhisatter Bodh budhi,New Promo,নতুন প্রমো,Bodhisatta,বোধিসত্ত্ব,Police,পুলিশ

এই সিরিয়ালের নায়ক ক্লাস ফোরের ছাত্র ছোট্টো বোধির সেই সব প্রশ্নের মুখে পড়েই কার্যত নাজেহাল তার বাড়ির লোক থেকে শুরু করে স্কুলের টিচার সকলেই। এরইমধ্যে সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের একটি নতুন প্রোমো (New Promo)। সেখানে দেখা যাচ্ছে বাড়িতে টিভির সিগন্যাল না আসায় মহা সমস্যায় পড়েছেন বোধির বাড়ির লোকজন। তাই সঙ্গে সঙ্গে মুশকিল আসান করতে বাড়ির ছাদে উঠে পড়ে বোধি। এরপর তার কারুকার্যে চ্যানেল আসে টিভিতে।

কিন্তু মজার বিষয় তা কোনও টিভি চ্যানেল নয়। টিভি অনুষ্ঠান করতেই পর্দায় ভেসে ওঠে সিসিটিভি ফুটেজ। তখন বোধি নিজের মনে ভাবতে শুরু করে সে বোধ হয় ভুল সিগন্যাল লাগিয়ে দিয়েছে। এই ঘটনার কিছুক্ষণ পরেই বাড়িতে পুলিশ (Police) আসতে দেখা যায়। এরপর তারা জানান এই বাড়িতে অপরাধী রয়েছেন। কারণ এই বাড়ি থেকে থানার সিসিটিভি ফুটেজ হ্যাক করা হয়েছে। একথা শুনে ঘাবড়ে যায় বোধিসত্ত্ব। যদিও এত ছোট বাচ্চার এমন কান্ড কারখানা দেখে নেটিজেনরা ব্যাপক ট্রোলিং শুরু করেছেন নেটপাড়ায়।