• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলায় Bigg Boss? স্যান্ডি-নন্দিনী দিদি থেকে বং গাই, চমকে দিচ্ছে প্রতিযোগীদের তালিকা!

Big Boss Bangla Viral Participants List : হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একটি শো হল ‘বিগ বস’ (Bigg Boss)। যদিও শুধু হিন্দিই নয়, আঞ্চলিক বহু ভাষাতেও ‘বিগ বস’ হয়। বাংলাতেও এর আগে ‘বিগ বস’ (Bigg Boss Bangla) হয়েছে। সেই দুই সিজনে বিজেতা হয়েছিলেন গায়ক অনীক ধর এবং অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। এবার গুঞ্জন শোনা যাচ্ছে, শীঘ্রই নাকি বাংলা ‘বিগ বস’ সিজন ৩ (Bigg Boss Bangla Season 3) শুরু হতে চলেছে।

বেশ কয়েকদিন ধরেই সমাজমাধ্যমে বাংলা ‘বিগ বস’ নিয়ে চর্চা শোনা যাচ্ছে। খুব শীঘ্রই নাকি ‘বিগ বস বাংলা’র সিজন ৩ শুরু হবে। এই খবর শুনে স্বাভাবিকভাবেই অনেকে বেশ খুশি হয়ে গিয়েছিলেন। সেই সঙ্গেই চর্চা শুরু হয়েছিল, সম্ভাব্য প্রতিযোগীদের নিয়ে। ইতিমধ্যেই ‘বিগ বস বাংলা’ সিজন ৩-র প্রতিযোগীদের একটা লম্বা লিস্টও বানিয়ে ফেলেছেন দর্শকরা। সেই তালিকায় কাদের নাম আছে চলুন দেখে নেওয়া যাক।

   

The Bong Guy, Kiran Dutta, The Bong Guy post on Bigg Boss Bangla

দিন কয়েক আগে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত (Kiran Dutta) ওরফে ‘দ্য বং গাই’ (The Bong Guy) ‘বিগ বস বাংলা’ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘বাংলায় আবার বিগ বস ব্যাক করলে মানে থার্ড সিজন হলে কাকে কাকে দেখতে চাও? দশ জন সাজেস্ট করো দেখি। শুধু ইউটিউবারদের নাম বললে হবে না। মিলিয়ে মিশিয়ে বলো’।

আরও পড়ুনঃ উত্তমকুমারের পর সেরা অভিনেতা, নতুন ‘ব্যোমকেশ’ দেব-র প্রশংসায় পঞ্চমুখ ‘অজিত’ অম্বরীশ

The Bong Guy, Kiran Dutta, The Bong Guy post on Bigg Boss Bangla

নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় বং গাইয়ের এই পোস্ট। এরপর থেকে একের পর এক নাম বাছাই করতে শুরু করে দেন নেটিজেনরা। ইতিমধ্যেই ১৬জন তারকাকে বেছে নিয়েছেন তাঁরা। ১৬ জন প্রতিযোগীর এই লিস্টে নাম রয়েছে ‘বাদাম কাকু’ ওরফে ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar)। ‘কাঁচা বাদাম’ গানের স্রষ্টার পাশাপাশি ‘বিগ বস বাংলা’য় পাইস হোটেলের নন্দিনী দিদি (Nandini Didi) তথা নন্দিনী গাঙ্গুলীকেও দেখতে চেয়েছেন নেটিজেনরা।

তালিকায় থেকে বাদ যাননি, সায়নী ঘোষ (Sayoni Ghosh), কাঞ্চন মল্লিক (Kanchan Mullick), রোদ্দুর রায়ও (Roddur Roy)। সেই সঙ্গেই রয়েছে রাজনীতির দুনিয়ার পরিচিত মুখ দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। ‘মহানায়িকা’ নুসরত জাহানকেও (Nusrat Jahan) অনেকে এই শোয়ে দেখতে চেয়েছেন। এছাড়াও ইউটিউবার স্যান্ডি সাহা (Sandy Saha), ‘রান্নাঘর’ সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের (Sudipa Chatterjee) নামও রয়েছে তালিকায়।

আরও পড়ুনঃ ৪ মাসের মাথায় ভেঙেছিল সংসার! মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী এখন কোথায় রয়েছে জানেন?

Bigg Boss Bangla, Bigg Boss Bangla season 3, Bigg Boss Bangla season 3 contestant list

নেটপাড়ায় ‘বিগ বস বাংলা’র সিজন ৩ নিয়ে জোর চর্চা হলেও এখনও পর্যন্ত নির্মাতারা এই নিয়ে কোনও প্রকার অফিশিয়াল ঘোষণা করেননি। ফলে আদৌ ‘বিগ বস বাংলা’ সিজন ৩ আসছে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। তবে যদি দর্শকদের চাহিদা মেনে ‘বিগ বস বাংলা’র সিজন থাকে তাহলে সেটা যে সুপারহিট হবে তা বেশ বোঝাই যাচ্ছে।