• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিতর্ক অতীত! লাক্সারি গাড়ি থেকে মোটা টাকা, ‘বিগ বস’ জিতে মুনাওয়ার কী কী পুরস্কার পেলেন দেখুন

Published on:

বিগ বস ১৭ বিজেতা মুনাওয়ার ফারুকির পুরস্কারের তালিকা : Bigg Boss 17 winner Munawar Faruqui beats Abhishek Kumar to win trophy

সাড়ে তিন মাসের হাড্ডাহাড্ডি লড়াই শেষে রবিবার ঘোষিত হল ‘বিগ বস ১৭’র বিজেতার (Bigg Boss 17 Winner) নাম। গতবারের মতো এবারও টেলিভিশনের কোনও তারকার হাতে ট্রফি উঠল না। বরং প্রত্যাশা মতো বাজিমাত করলেন জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি (Munawar Faruqui)। জন্মদিনের দিনই ‘বিগ বসে’র ট্রফি উঠল তাঁর হাতে।

‘বিগ বস ১৭’র (Bigg Boss 17) পাঁচ ফাইনালিস্ট ছিলেন মুনাওয়ার ফারুকি, মানারা চোপড়া, অভিষেক কুমার, অঙ্কিতা লোখান্ডে এবং অরুণ মহাশেট্টি। অরুণ, অঙ্কিতা এবং মানারা যথাক্রমে পঞ্চম, চতুর্থ এবং তৃতীয় স্থান অর্জন করেন। টপ টু-তে পৌঁছেছিলেন মুনাওয়ার এবং অভিষেক (Abhishek Kumar)। জোর টক্কর শেষে বিজেতার মুকুট ওঠে মুনাওয়ারের মাথায়। কঙ্গনা রানাউতের ‘লক আপে’র পর এবার সলমন খানের ‘বিগ বসে’র (Bigg Boss) বিজেতা হলেন তিনি।

বিগ বস ১৭ বিজেতা মুনাওয়ার ফারুকি এবং সলমন খান : Bigg Boss 17 winner Munawar Faruqui with Salman Khan

সদ্য সমাপ্ত ‘বিগ বস ১৭’র অন্যতম চর্চিত প্রতিযোগী ছিলেন মুনাওয়ার। শুরু থেকেই অন্যতম ফাইনালিস্ট হিসেবে উঠে এসেছিল তাঁর নাম। প্রত্যাশা মতো রবিবার বাজিমাত করলেন এই স্ট্যান্ড আপ কমেডিয়ান। সোনালি ট্রফির পাশাপাশি পুরস্কার হিসেবে পেলেন ৫০ লাখ টাকার ক্যাশ প্রাইজ এবং হুন্ডাই ক্রেটা গাড়ি।

আরও পড়ুনঃ ‘গদর ২’ অতীত, এবার হবে লঙ্কা কান্ড! বলিউডের ‘রামায়ণে’ মুখ্য চরিত্রে এন্ট্রি নিলেন সানি দেওল

‘বিগ বস ১৭’র ঘরে মুনাওয়ারের ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তর চর্চা হয়েছে। শোয়ের শুরুতে প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোন মানারার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নজর কাড়ে দর্শকদের। তবে ওয়াইল্ড কার্ড আয়েশা খান আসার পর ওলটপালট হয়ে যায় এই স্ট্যান্ড আপ কমেডিয়ানের ‘বিগ বস’ সফর। আয়েশা দাবি করেন, প্রেমিকা থাকা সত্ত্বেও তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মুনাওয়ার।

বিগ বস ১৭ বিজেতা মুনাওয়ার ফারুকি : Bigg Boss 17 winner Munawar Faruqui

প্রসঙ্গত, ‘বিগ বস’র শুরু থেকেই মুনাওয়ার দাবি করতেন তাঁর প্রেমিকা আছে। নাজিলা সিতাইশির সঙ্গে পাবলিক রিলেশনশিপে ছিলেন তিনি। তবে আয়েশার এন্ট্রির পর মুনাওয়ার স্বীকার করেন, সেই সকল দাবি আদতে মিথ্যে। বরং শো শুরুর বেশ কয়েকমাস আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছিল তাঁদের। তবে যত বিতর্কই হোক না কেন, রবিবার সব কিছু পিছনে ফেলে বিজেতার ট্রফি জিতে নেন তিনি।

আরও পড়ুনঃ জাতীয় মঞ্চে আবারও বাংলার জয়গান! পদ্মসম্মানে সম্মানিত মিঠুন চক্রবর্তী সহ বহু বাঙালি, রইল তালিকা

অন্যদিকে রানার আপ অভিষেক কুমারের ‘বিগ বস’ সফরও খুব একটা সহজ ছিল না। সহ-প্রতিযোগী সামর্থ জুরেলকে থাপ্পড় মেরে শো থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিনি। এরপর ফের তাঁকে ফিরিয়ে আনা হয়। দর্শকদের ভালোবাসায় টপ টু অবধি পৌঁছেছিলেন ‘উডারিয়া’ খ্যাত এই অভিনেতা। হাড্ডাহাড্ডি লড়াই শেষ রানার আপ হন অভিষেক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥