• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘গদর ২’ অতীত, এবার হবে লঙ্কা কান্ড! বলিউডের ‘রামায়ণে’ মুখ্য চরিত্রে এন্ট্রি নিলেন সানি দেওল

Published on:

Sunny Deol will be seen in role of Hanuman at Ranbir Kapoor starrer Ramayana

‘আদিপুরুষ’র ভরাডুবির পর ফের ‘রামায়ণ’ (Ramayana) নিয়ে সিনেমা আনছে বলিউড (Bollywood)। আগেই জানা গিয়েছিল, ওম রাউতের পর এবার বড়পর্দায় শ্রীরামের কাহিনী ফুটিয়ে তুলবেন নীতেশ তিওয়ারি (Nitesh Tiwari)। ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে ছবির মূল কাস্টিং। এবার শোনা গেল, নীতেশের ‘রামায়ণে’ যোগ দিয়েছেন সুপারস্টার সানি দেওল (Sunny Deol)

আগেই জানা গিয়েছে, নীতেশের ছবিতে শ্রীরামের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। মাতা সীতা হিসেবে হাজির হবেন দক্ষিণী সুন্দরী সাই পল্লবী (Sai Pallavi)। রাবণের চরিত্রেও কাস্ট করা হয়েছে এক দক্ষিণী অভিনেতাকে। ‘কেজিএফ’ খ্যাত যশকে (Yash) দেখা যাবে লঙ্কেশের ভূমিকায়। এই মাল্টিস্টারার সিনেমাতেই এবার নাম লেখালেন সানি।

Ranbir Kapoor Sai Pallavi and Yash in Ramayana movie

এবার প্রশ্ন হল কোন চরিত্রে দেখা যাবে ধর্মেন্দ্র-পুত্রকে? সেই খবরও সামনে এসে গিয়েছে। বলিউডের অন্দরে কান পাতলে কানাঘুষো শোনা যাচ্ছে, রণবীরের ‘রামায়ণে’ হনুমানের (Hanuman) চরিত্রে অভিনয় করবেন ‘গদর’ তারকা। ইতিমধ্যেই নাকি তাঁর কাছে অফার পাঠানো হয়েছে। সানির এই চরিত্রটি বেশ পছন্দ বলে খবর। তবে নির্মাতাদের সঙ্গে এখনও চূড়ান্ত কথাবার্তা বলেননি অভিনেতা।

আরও পড়ুনঃ গদর ২ অতীত, প্রীতিজিন্টার সাথে দেশ ভাগের গল্প নিয়ে বক্স অফিস কাঁপাতে তৈরী সানি দেওল!

প্রসঙ্গত, দীর্ঘদিন বড়পর্দা থেকে দূরে থাকার পর চলতি বছর ‘গদর ২’র হাত ধরে বড়পর্দায় কামব্যাক করেছেন সানি দেওল। তাঁর ধুঁকতে থাকা কেরিয়ারে নতুন করে প্রাণ সঞ্চার করেছে এই সিনেমা। প্রায় দু’দশক পর তারা সিং এবং সাকিনাকে পর্দায় দেখার জন্য সিনেমাহল ভরিয়ে দিয়েছিলেন সিনেপ্রেমী মানুষরা। সব মিলিয়ে প্রায় ৬৯০ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি।

Sunny Deol might seen in Nitesh Tiwari Ramayana

আরও পড়ুনঃ ক্লাস নাইনে প্রেগন্যান্ট থেকে MMS লিক! রইল করিনা কাপুর খানের কেচ্ছাময় জীবনের ৭ অজানা কাহিনী

‘গদর ২’র সাফল্যের পর থেকেই ফের পুরনো মেজাজে হাজির হয়েছেন সানি। একের পর এক মেগা বাজেট সিনেমার অফার আসছে অভিনেতার কাছে। ধর্মেন্দ্র-পুত্রকে নিজের সিনেমায় নিতে চাইছেন বলিউডের একাধিক নামী পরিচালক। এমতাবস্থায় সানি যদি নীতেশের ‘রামায়ণে’ অভিনয় করেন তাহলে তা তাঁর কেরিয়ারের জন্য দারুণ হবে বলেই মত সিনে বিশেষজ্ঞদের। কারণ হনুমানের চরিত্র নিয়ে পরিচালকের একটি স্পিন-অফ সিনেমা বানানোর ইচ্ছে আছে বলেও খবর পাওয়া গিয়েছে। এবার দেখা যাক, শেষ পর্যন্ত সানি রাজি হন কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥