• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বন্ধ হচ্ছে ফ্রি আনলিমিটেড 5g, উল্টে বাড়ছে সমস্ত রিচার্জের দাম! গ্রাহকদের বড় ধাক্কা দিল Bharti Airtel

বছরের শুরুতেই 5G ইন্টারনেট (Free 5G Internet) পরিষেবা নিয়ে বড় আপডেট পাওয়া গিয়েছিল। ২০২৪ সালেই নাকি শেষ হচ্ছে Bharti Airtel 5GReliance Jio এর ফ্রি ফাইভজি ব্যবহারের মেয়াদ। বদলে এবার থেকে 5G ব্যবহার করতে হলে দিতে হবে চার্জ। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই চিন্তায় পড়ে গিয়েছিলেন গ্রাহকদের একাংশ। তবে এবার স্বস্থির খবর মিলল Bharti Airtel এর পক্ষ থেকে।

Airtel Unlimited 5G Last Date

এয়ারটেলের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে 5G ইন্টারনেট পরিষেবার জন্য অতিরিক্ত চার্জ নেওয়া হবে না। তবে সামগ্রিকভাবে শুল্ক বৃদ্ধি পেতে পারে শীঘ্রই। Bharti Airtel এর চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল এই প্রসঙ্গে ইকোনোমিক টাইমসকে জানিয়েছে, বর্তমানে 5G এর জন্য আলাদা করে মাশুল বৃদ্ধি অপ্রয়োজনীয়। বদলে সার্বিকভাবে দাম বাড়ানো নিয়ে আলোচনা চলছে।

   

Bharti Airtel Recharge Plans will Increase

এর আগে গতবছরেই এয়ারটেলের গ্রাহক পিছু আয় ২০৩ টাকা বলে জানা গিয়েছিল। যেটা কোম্পানির আনুমানিক ২০০ টাকা প্রতি ইউজারের থেকেই বেশিই হয়েছিল। কিন্তু এবার এই অঙ্কটা ৩০০তে তুলতে চাইছে Bharti Airtel। সেই হিসেবে অনুযায়ীই শুক্ল বৃদ্ধি হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ Apple Watch অতীত! অবাক করা দামে হেব্বি ফিচার্স, ২০ দিনের ব্যাটারির স্মার্ট ওয়াচ আনল Redmi

যারা বর্তমান Airtel এর গ্রাহক তাদের নূন্যতম ১৫৫ টাকার রিচার্জ করতে হয়। এর আগে ৯৯ টাকার একটি প্ল্যান ছিল, কিন্তু সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এই অল্প দাম বাড়ালে হবে না, যতদ্রুত সম্ভব ইউজার প্রতি আয় (ARPU) অন্তত ২৫০-৩০০ টাকায় নিয়ে যেতে হবে। এটা নিরবিচ্ছিন্ন উন্নত পরিষেবা পাওয়া যাবে ও ডিজিটাল ইন্ডিয়া গড়ে উঠবে।

আরও পড়ুনঃ বিনিপয়সার 5G এর দিন শেষ! রিচার্জ প্ল্যান আসার আগেই গোপন ফাঁস গোপন আনলিমিটেড 5G এর ট্রিক

Airtel এর মতে, গ্রাহকদেরও বুঝতে হবে, বিশ্বের অন্যান্য জায়গার তুলনায় অনেক কম টাকায় বিশ্বমানের পরিষেবা পাওয়া যাচ্ছে। এটা আগামী দিনে ব্যবহার করতে চাইলে অতিরিক্ত কিছু খরচ করতেই হবে। তবে, এখানে একটা সমস্যা থেকেই যাচ্ছে। শুধুমাত্র এয়ারটেল যদি রিচার্জের দাম বৃদ্ধি করে আর বাকি টেলিকম সংস্থারা বৃদ্ধি না করে সেক্ষেত্রে বাজারে চরম কম্পিটিশন তৈরী হবে। তখন হয়তো আবারও রিচার্জের দাম কমাতে হতে পারে!