• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভুরিভোজ ছাড়া অসম্পূর্ন উৎসবের মজা! রইল দুর্গাপুজোয় শহর কলকাতার সেরা ৮ রেস্তোরাঁর হদিশ

Updated on:

Best restaurants in Kolkata to visit during Durga Puja

দুর্গাপুজো (Durga Puja) মানে যেমন চুটিয়ে ঠাকুর দেখা, তেমনই জমিয়ে পেট পুজোও। বছরের এই কয়েকটা দিন বাড়িতে রান্নাবান্নার ঝামেলা রাখেন না অনেকেই। রেস্তোরাঁতে (Restaurant) খেয়েই পূরণ করেন রসনা তৃপ্তি। আজকের প্রতিবেদনে তাই শহর কলকাতার (Kolkata) ৮টি সেরা রেস্তোরাঁর খোঁজ দেওয়া হল যেখানে পুজোর সময় ঢুঁ মেরে দেখতে পারেন আপনি।

ভেনেতো বার অ্যান্ড কিচেন (Veneto Bar and Kitchen)- দক্ষিণ কলকাতার ঠাকুর দেখতে গেলে সাউথ সিটি মলের এই রেস্তোরাঁয় চলে যেতে পারেন। উড-ফায়ারড পিৎজা থেকে শুরু করে ভেনেতো ইটালিয়ান লাভা গ্রিল- এখানে গেলে চেখে দেখতে পারবেন একাধিক লোভনীয় পদ। পাশাপাশি মদ্যপানের ব্যবস্থাও রয়েছে। আপনি মদ্যপান না করলে দু’জনের পেটপুজোর খরচ হবে ১২০০ টাকা মতো।

Veneto Bar and Kitchen, Best restaurant in Kolkata

ওয়্যার হাউস ক্যাফে (Warehouse Café)- দুর্গাপুজোয় কয়েকটা দিন একাধিক স্পেশ্যাল পদ পাওয়া যাবে ওয়্যার হাউস ক্যাফেতে। আপনার যদি ফিউশন পদ পছন্দ হয়ে থাকে তাহলে ঘুরে দেখতে পারেন সাউথ সিটির রেস্তোরাঁ। মদ্যপান না করলে এখানেও দু’জনের খেতে প্রায় ১২০০ টাকা মতো খরচ হবে।

আরও পড়ুনঃ

Warehouse Cafe, Best restaurant in Kolkata

আরও পড়ুনঃ মহাষষ্ঠীর শুরু হোক স্বাদের বাহারে, পেঁয়াজ রসুন ছাড়া এই নিরামিষ রান্না চেটেপুটে খাবে সবাই

পটবয়লার কফি (Potboiler Coffee)- পুজোর সময় ঘুরে দেখতে পারেন কেয়াতলার এই ক্যাফেতে। আপনি যদি কফি-প্রেমী মানুষ হন তাহলে এই স্থানটি আপনার জন্য একেবারে পারফেক্ট। ৮৫০ টাকা মতো খরচ করলেই এই সুস্বাদু রেস্তোরাঁয় দু’জন খাওয়াদাওয়া করতে পারবেন।

আরও পড়ুনঃ গন্ধেই জিভে জল আসবে! রবিবারে একবার বানান চেট্টিনাড চিকেন, আঙ্গুল চেটেও মন ভরবে না গ্যারেন্টি

Potboiler Coffee, Best restaurant in Kolkata

আমিনিয়া (Aminia)- দুর্গাপুজোয় আর বিরিয়ানি- দুই-ই হল বাঙালির আবেগ। তাই পুজোর কোনও একদিন যদি বিরিয়ানি খেতে চান তাহলে চলে যেতে পারেন আমিনিয়া। এখানে দু’জনের পেটপুজোর খরচ পড়তে পারে ৮০০ টাকা মতো।

Aminia

লর্ড অফ দ্য ড্রিঙ্কস (Lord of The Drinks)- পুজোয় একটু অন্যরকমের খাবার চেখে দেখতে চাইলে ঘুরে দেখতে পারেন সাউথ সিটির লর্ড অফ দ্য ড্রিঙ্কসে। পাশাপাশি মদ্যপানের ব্যবস্থাও রয়েছে এখানে। সুস্বাদু এই রেস্তোরাঁয় দু’জনের খাবার জন্য খরচ হতে পারে ১২০০ টাকা মতো।

Lord of The Drinks, Best restaurant in Kolkata

দ্য গার্ডেন লাউঞ্জ (The Garden Lounge)- বিরিয়ানি থেকে শুরু করে কাবাব, সিজলার- সেক্টর-৫’র এই রেস্তোরাঁয় গেলে আপনি পেয়ে যাবেন একাধিক পদ। ৮০০ টাকা মধ্যেই এখানে জমিয়ে ভুরিভোজ করে ফেলতে পারবেন আপনি।

The Garden Lounge Kolkata

চাউম্যান (Chowman)- পুজোয় যদি টেস্টি চাইনিজ খাবার খেতে চান তাহলে ঢুঁ মেরে দেখতে পারেন চাউম্যানে। এখানে পুজোয় ২৫০ টাকায় বিশেষ চাইনিজ কম্বো পেয়ে যাবেন। পাশাপাশি যদি রেস্তোরাঁর অ্যাপ দিয়ে বুক করেন তাহলে পেয়ে যাবেন ২৫০ টাকা ছাড়।

Chowman, Best restaurant in Kolkata

বাবু কালচার (Babu Culture)- এবার পুজোয় যদি কব্জি ডুবিয়ে বাঙালি খাবার খেতে চান তাহলে চলে যেতে পারেন বাবু কালচারে। দুর্গাপুজো উপলক্ষ্যে এখানে বিশেষ নিরামিষ এবং আমিষ থালির আয়োজন করা হয়েছে।

Babu Culture restaurant

বাবু কালচারে ১৩৯৯ এবং ১০৪৯ টাকার নন ভেজ থালি পাওয়া যাচ্ছে। অপরদিকে ভেজ থালি খেতে চাইলে খরচ পড়বে ৬৯৯ টাকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥