• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রলয় না শিকারপুর, ২০২৩ এর সেরা হল কে? রইল সেরা ৫ বাংলা ওয়েব সিরিজের তালিকা

একটা সময় ছিল যখন বাংলা ছবি (Bengali Cinema) রিলিজের দিন সিনেমা হলের সামনে বিশাল লাইন, উৎসবের মত আয়োজন হত। বর্তমানেও সেটা হয়, তবে আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে। সারাবছরে কিছু বাংলা ছবিই ধুমধাম করে রিলিজ হয় ও সুপারহিট হয়। তবে নতুন যুগের বিনোদন মাধ্যম হিসাবে দর্শকদের মন কেড়েছে বাংলা ওয়েব সিরিজ (Bengali Web Series)। ২০২৩ সালেও একাধিক ওয়েব সিরিজ এসেছে নানান ওটিটি প্লাটফর্মে। আজ আপনাদের জন্য রইল কিছু সেরা ওয়েব সিরিজের তালিকা (Best Bengali Web Series of 2023), যেগুলো সত্যিই দেখার মত।

ইন্দুবালা ভাতের হোটেল (Indubala Bhater Hotel) : শুভশ্রী গাঙ্গুলির প্রথম ওয়েব সিরিজ ইন্দুবালা ভাতের হোটেল। কল্লোল লাহিড়ীর কাহিনী অবলম্বনেই তৈরী হয়েছে ওয়েব সিরিজটি। সিরিজে কমার্শিয়াল ছবির নায়িকার বেশ ছেড়ে নিজের দুর্দান্ত অভিনয়ের দক্ষতার প্রমাণ দিয়েছেন অভিনেত্রী। শুভশ্রীর প্রথম ‘ইন্দুবালা’ লুক রীতিমত অবাক হয়ে গিয়েছিলেন নেটিজেনরাও। তবে গল্পে স্নেহা চট্টপাধ্যায় ও সুহোত্রের মুখোপাধ্যায়দের অভিনয়ও ব্যাপক প্রশংসিত হয়েছে।

   

Subhashree Ganguly Indubala Bhater Hotel

ডাকঘর (Dakghor) : ‘করুণাময়ী রানী রাসমণি’ খ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে দেখা গিয়েছে ডাকঘর ওয়েব সিরিজে। দিতিপ্রিয়ার পাশাপাশি গল্পে কাঞ্চন মল্লিক, সুহোত্র মুখোপাধ্যায়ের মত তারকাদেরও দেখা গিয়েছে ওয়েব সিরিজটিতে। অভ্রজিৎ সেন পরিচালিত গ্রামের পোস্ট মাস্টারকে নিয়ে তৈরী কাহিনী বেশ ভালো লেগেছে দর্শকদের।

আরও পড়ুনঃ বলিউডের সর্বনাশ, OTT প্ল্যাটফর্মের পৌষমাস! বছর শেষে রইল ২০২৩ সালের সেরা ওয়েব সিরিজের তালিকা

Ritwick Chakraborty Gora Season 2

গোরা সিজেন ২ (Gora Season 2) : বাঙলীদের গোয়েন্দা গল্পের প্রতি টান চিরকালের। চেনা গোয়েন্দাদের ভিড়ে ২০২২ সালে আসে নতুন গোয়েন্দা গোরা। প্রথম সিজেনের জনপ্রিয়তার পর এবছর ‘গোরা সিজেন ২’ রিলিজ করেছে। গল্পে গোয়েন্দা ‘গোরা’ চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী। এছাড়াও ঊষসী রায়, মানালি দে, ঈশা সাহা ও অনন্যা সেনের মত তারকাদের দেখা গিয়েছে।

আরও পড়ুনঃ কচি বয়সে বাবার চরিত্রে অভিনয়! বাংলা সিরিয়ালের এই ৫ নায়কের আসল বয়স কত জানেন?

আবার প্রলয় ওয়েব সৰিয়জ : Abar Proloy Web Series

আবার প্রলয় (Abar Proloy) : ২০২৩ সালের বাংলা ব্লকবাস্টার ওয়েব সিরিজের তালিকা বানাতে গেলে যাকে রাখতেই হবে সেটা হল আবার প্রলয়। রাজ্ চক্রবর্তীর পরিচালনায় জনপ্রিয় ক্রাইম থ্রিলার ‘প্রলয়’ সিরিজের দ্বিতীয় পর্ব ‘আবার প্রলয়’। যেখানে মূল চরিত্রে দেখা গিয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়কে। এছাড়াও পরাণ বন্দ্যোপাধ্যায় থেকে গৌরব চট্টোপাধ্যায়ের মত তারকাদের দেখা গিয়েছে।

শিকারপুর (Shikarpur) : জি ফাইভে রিলিজ হওয়া ‘শিকারপুর’ এর হাত ধরে ওটিটি দুনিয়ায় পা রাখলেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। একটু অন্য ধারার গোয়েন্দা গিরিতে অঙ্কুশের অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এবং ২০২৩ সালের সেরা বাংলা ওয়েব সিরিজের মধ্যে শিকারপুর অন্যতম একটি।

ছোটলোক (Chotolok) : ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত ‘ছোটলোক’ বেবিসিরিজ বছরের শেষদিকে এসে বেশ জনপ্রিয়তা পেয়েছে। শ্রীময়ী খ্যাত ইন্দ্রানী হালদার থেকে শুরু করে গৌরব চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার ঊষসী রায়, ও দামিনী বেণী বসুর দুর্দান্ত অভিনয় সব মিলিয়ে এটিও সুপারহিট।

site