• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কচি বয়সে বাবার চরিত্রে অভিনয়! বাংলা সিরিয়ালের এই ৫ নায়কের আসল বয়স কত জানেন?

Published on:

Top 5 Bengali serial actors real age

বাংলা সিরিয়ালের নায়ক (Bengali Serial Actor) মানেই দর্শকদের ভীষণ প্রিয়। রোজ টিভির পর্দায় তাঁদের দেখতে দেখতে বাড়ির ছেলের মতোই ভালোবেসে ফেলেন দর্শকরা। সিরিয়ালের চরিত্রের নামেই হয় তাঁদের জনপ্রিয়তা। তবে আপনি কি জানেন, ধারাবাহিকে স্বামী কিংবা বাবার চরিত্রে অভিনয় করা এই নায়কদের আসল বয়স (Real Age) কিন্তু অনেকটাই কম। আজকের প্রতিবেদনে বাংলা টেলিভিশনের এমনই ৫ জনপ্রিয় নায়কের আসল বয়স তুলে ধরা হল।

৫. নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) : ‘বাংলা মিডিয়াম’র বিক্রম ওরফে ভিকি অভিনেতা নীল ভট্টাচার্যের নাম রয়েছে তৃতীয় স্থানে। এর আগে ‘ঠিক যেন লাভ স্টোরি’, ‘কৃষ্ণকলি’, ‘উমা’র মতো সিরিয়ালে তাঁকে দেখেছেন দর্শকরা। ২০২৩ সালে নীলের বয়স ৩৩ বছর।

Neel Bhattacharya real age

৪. রাহুল মজুমদার (Rahul Mazumdar) : ‘হরগৌরী পাইস হোটেল’র শঙ্কর অভিনেতা রাহুল মজুমদারের নাম রয়েছে পঞ্চম স্থানে। পর্দায় আদর্শ স্বামীর চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। পর্দা শঙ্কর তথা রাহুলের বর্তমান বয়স ৩৩ বয়স।

Rahul Mazumdar real age

৩. অভিষেক বসু (Abhishek Bose) : ‘ফুলকি’ ধারাবাহিকের রোহিত তথা অভিনেতা অভিষেক বসুর নাম তালিকায় ষষ্ট স্থানে রয়েছে। এর আগে ‘সীমারেখা’, ‘গঙ্গারাম’, ‘আলতা ফড়িং’ সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তাঁকে দেখেছেন দর্শকরা। এই মুহূর্তে অভিষেকের বয়স ৩১ বছর।

Abhishek Bose real age

২. সৌম্যদীপ মুখার্জি (Soumyadeep Mukherjee) : ‘’জগদ্ধাত্রী’ ধারাবাহিকের স্বয়ম্ভূ অভিনেতা সৌম্যদীপ মুখার্জির নাম রয়েছে দ্বিতীয় স্থানে। বাংলা টেলিভিশনের কনিষ্ঠ অভিনেতাদের মধ্যে একজন তিনি। এই মুহূর্তে সৌম্যদীপের বয়স ২৫ বছর।

Jagaddhatri serial Swayambhu, Soumyadeep Mukherjee injured

১. দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) : বাংলা টেলিভিশনের নায়কদের নিয়ে কোনও তালিকা হবে, আর ‘অনুরাগের ছোঁয়া’র সূর্যর নাম সেখানে থাকবে না তা কি হয়!

Dibyojyoti Dutta, Dibyojyoti Dutta interview, Dibyojyoti Dutta parents

অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে এর আগে ‘চুনী পান্না’, ‘জয়ী’র মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখেছেন দর্শকরা। পর্দায় তিন বাচ্চার বাবার চরিত্রে অভিনয় করা দিব্যজ্যোতির বর্তমান বয়স মাত্র ২৪ বছর। বাংলা সিরিয়ালের কনিষ্ঠতম অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন ‘অনুরাগের ছোঁয়া’র সূর্য।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥