• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা ছেলের ফুলশয্যা থেকে বিয়ের আগেই বিছানায়! ২০২৩ সালে চরম বিতর্কে জড়িয়েছে এই ৩ মেগা সিরিয়াল

Published on:

বিতর্কিত বাংলা সিরিয়াল : Bengali Serials which made Most Controversy in 2023

বাঙালির সান্ধ্য বিনোদন মানেই জি বাংলা (Zee Bangla) বা ষ্টার জলসার (Star Jalsha) পর্দায় একাধিক সিরিয়াল (Bengali Serial)। কোথাও সাংসারিক কূট কাচালি তো কোথাও প্রেমকাহিনী। এছাড়া নাগিন থেকে ভুতুড়ে কাহিনীরও অভাব নেই। তবে TRP তোলার জন্য মাঝে মধ্যেই অদ্ভুত সমস্ত ট্র্যাক দেখিয়ে সংবাদ মাধ্যমের শিরোনামে চলে আসে এই ধারাবাহিকগুলি। আজকের প্রতিবেদনে দেখে নেব ২০২৩ সালের সবথেকে বেশি ভাইরাল হওয়া সিরিয়ালের বিতর্কিত ট্র্যাকগুলি।

অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) : শুরুর পর থেকে দর্শকদের মনে নিজের জায়গা পাকা করে নিয়েছিল সূর্য-দীপার কাহিনী অনুরাগের ছোঁয়া। এরপর সোনা-রুপা আসতেই হু হু করে বাড়ে TRP। প্রায় এক বছর ধরে একটানা সর্বোচ্চ টিআরপি পেয়ে বেঙ্গল টপারের তকমাও পেয়েছিল। কিন্তু সূর্য-দীপার মিলন হওয়ার পরেও সূর্যের স্পার্ম নিয়ে মিশকা মা হয়ে যায়। এরপর কিছুদিনের মধ্যেই আবারও আলাদা হয় দুজন, শুরু হয়ে মেয়েদের নিয়ে কাড়াকাড়ি। গল্পের এই ট্র্যাক মোটেই পছন্দ করছেন না লোকে, যে কারণে দিন দিন পড়ছে TRP।

Anurager Chhowa Surja Deepa will get divorced because of Mishka

কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Kotha) : এবছরে সমস্ত সিরিয়ালের মাত্রা ছাড়িয়ে সর্বোচ্চ বিতর্ক করেছে কার কাছে কই মনের কথা। ফুলশয্যার রাতে একসাথে শোয়নি স্বামী-স্ত্রী। নতুন বৌকে চেয়ারে বসিয়ে, মা ও ছেলে ঘুমিয়ে পড়েছিল। ধারাবাহিকের এই ট্র্যাক নিয়ে রীতিমত তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া।

আরও পড়ুনঃ কারোর হাজার তো কেউ পায় লাখে, বাংলা সিরিয়ালে সর্বোচ্চ বেতন পায় কোন নায়িকা জানান?

Audience praise Kar Kache Koi Moner Kotha serial Madhubala actress Rita Dutta Chakraborty

পর্দার শ্বাশুড়ির সাথে বাস্তবের মিল ধরিয়ে নেটিজেনদের অনেকেই সরব হয়েছিলেন। গল্পে শাশুড়ির চরিত্রে দেখা যাচ্ছে রীতা দত্ত চৌধুরীকে। বৌমা শিমুলের চরিত্রে অভিনয় করছেন মানালি দে ও তার স্বামী পরাগের চরিত্রে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে।

Star Jalsha Tomader Rani Durjoy Rani Romance

তোমাদের রাণী (Tomader Rani) :  সেপ্টেম্বর মাস থেকে ষ্টার জলসার পর্দায় শুরু হয়েছে তোমাদের রাণী। সিরিয়ালের প্রথম প্রোমো আসার পরেই হইচই পরে গিয়েছিল। প্রোমোতে দেখা গিয়েছিল প্রেগনেন্ট অবস্থায় ডাক্তারি পড়বে রাণী। সেই অনুযায়ীই এগিয়েছে গল্পের ট্র্যাক। বিয়ের আগেই ঘনিষ্ট হয়েছিল দুর্জয় ও রাণী। টিভির পর্দায় এমন জিনিস দেখতে থাকলে ছেলেমেয়েদের ওপর কুপ্রভাব পড়তে পারে, এটাই ধারণা দর্শকদের একটা বড় অংশের।

আরও পড়ুনঃ হুবহু জেরক্স কপি! বাংলা সিরিয়ালের এই দুই অভিনেত্রী বাস্তবেই জমজ বোন

প্রসঙ্গত, সিরিয়াল শুরু হলেই নায়ক নায়িকাদের বিয়ে হয়ে যায় কোনো না কোনো প্রকারে। কখনো উরংশ সিঁদুর তো কখনো আবার ঘাড়ের ওপর পড়ে গিয়ে বিয়ে হয়ে যায়। কিছুদিন আগে ষ্টার জলসায় শুরু হওয়া ‘তুমি আশেপাশে থাকলে’ সিরিয়ালে ভুতুড়ে বিয়ে দেখানো হয়েছে। যেখানে পারো মারা যাওয়ার পর ভুত হয়ে গিয়েছে। এরপর দেব না চাইলেও বিয়ের পিঁড়িতে বসলে জোর করে অন্য এক মেয়ের মাথায় দেবকে দিয়ে সিঁদুর পরিয়ে দেয় পারো।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥