• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন ‘ফুলকি’র নায়ক! ‘সুখবর’ দিয়ে দিনক্ষণ জানালেন অভিষেক

Updated on:

Bengali serial Phulki actor Abhishek Bose is soon going to get married Surabhi Mallick

Fulki Actor Abhishek Bose Marriage : বাংলা টেলি দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় এক অভিনেতা হলেন অভিষেক বসু (Abhishek Bose)। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে (Bengali Serial) নায়কের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তুখোড় অভিনয়ের মাধ্যমে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিষেক। এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Fulki) ধারাবাহিকে রোহিতের চরিত্রে অভিনয় করছেন তিনি।

ইতিমধ্যেই সিরিয়ালে সাত পাকে বাঁধা (Marriage) পড়ে গিয়েছে রোহিত এবং ফুলকি। আস্তে আস্তে কাছাকাছি আসছেন তাঁরা। তবে এ তো নাহয় গেল রিল লাইফ বিয়ের কথা। রিয়েল লাইফে কবে বিয়ে করছেন অভিষেক? সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় এই নিয়ে মুখ খোলেন অভিনেতা।

Abhishek Bose and Surabhi Mallick, Abhishek Bose marriage

কবে বিয়ে করছেন অভিষেক?

কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে নিজের প্রেম জীবন এবং বিয়ের প্ল্যানিং নিয়ে মুখ খোলেন অভিষেক। বাস্তবের বিয়ে নিয়ে অভিনেতাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ, শীঘ্রই বিয়ে করবো। ইচ্ছে আছে এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে করার। তবে শীতকাল ছাড়া বিয়ে করার ইচ্ছা নেই। তারিখ এখনও চূড়ান্ত হয়নি। ঠিক হলে তো সবাই জানতে পেরে যাবেন’।

আরও পড়ুনঃ পারি পাগলিকে নকল করছে পুতুল, শ্রীতমাকে নিয়ে মুখ খুললেন ‘লক্ষী কাকিমা’ অপরাজিতা

কাকে বিয়ে করছেন অভিষেক?

অভিষেক এমন একজন অভিনেতা যিনি নিজের ব্যক্তিগত জীবনের সৌজন্যে একাধিকবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। একসময় ‘মিঠাই’ খ্যাত দিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। বেশ কয়েক বছর পর একসঙ্গে থাকার পর বিচ্ছেদের পথে হাঁটেন দু’জনে। এখন টেলি অভিনেত্রী সুরভী মল্লিকের সঙ্গে প্রেম করছেন তিনি। সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরের শেষে বা আগামী বছরে সাত পাকে বাঁধা পড়বেন দু’জনে।

আরও পড়ুনঃ পার্শ্বচরিত্র থেকে নায়ক-নায়িকা, ষ্টার জলসার তারকারা কত মাইনে পায় জানেন?

Abhishek Bose and Surabhi Mallick, Abhishek Bose marriage

অভিষেকের কেরিয়ার

২০১৩ সালে ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের হাত ধরে টেলি দুনিয়ায় পদার্পণ অভিষেকের। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। ‘গঙ্গারাম’, ‘আলতা ফড়িং’, ‘নেতাজি’ সহ একাধিক সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই মুহূর্তে ‘ফুলকি’তে নায়ক রোহিতের চরিত্রে অভিনয় করছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥