• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়ালেই সম্ভব! দাহ সংস্কার হয়েও বেঁচে ফিরেছে জবা থেকে মিতুল, বাংলা সিরিয়ালের এই চরিত্ররা

এখনকার দিনে বাংলা সিরিয়াল (Benagali Serial) মানেই টিআরপির (TRP) খেলা। তাই বেশি বেশি দর্শক টানতে এবং টিআরপি তালিকায় ভালো স্কোর করতে অনেক সময় গল্পের গরুও গাছে ওঠে। দেখানো হয় নানান ধরনের অবাস্তব ঘটনা। যার ফলে এখনকার বাংলা সিরিয়াল গুলিতে মৃত মানুষের জীবিত হয়ে ওঠা কোন ব্যাপারই না।  বাংলা সিরিয়ালে এমন উদাহরণ রয়েছে অনেক।

যেখানে দেখা গেছে জনপ্রিয় চরিত্ররা গল্পের প্রয়োজনে চীতায়পর্যন্ত উঠেছেন। আবার কয়েক মুহূর্তের মধ্যেই চরম অবাস্তবিকভাবে নাটকীয় মোড় নিয়ে বেঁচেও ফিরে এসেছেন তাঁরা। আজকের প্রতিবেদনে থাকছে বাংলা সিরিয়ালের এমনই চারটি জনপ্রিয় চরিত্রের তালিকা।

   

স্বয়ম্ভু (Swambhu): এই তালিকায় প্রথমেই রয়েছে জি বাংলার জগধাত্রী সিরিয়ালের নায়ক স্বয়ম্ভু অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায়। সিরিয়ালটি যারা নিয়মিত দেখছেন তারা জানেন এই মুহূর্তে সবাই জানে দিব্যা সেনের চক্রান্তেই গুলি লেগেছে স্বয়ম্ভুর। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের এক ধামাকা প্রোমো। সেখানে দেখা আছে গুন্ডারা জগদ্ধাত্রীকে বন্দুক দিয়ে ঘিরে ধরতেই শ্মশানের চিতা থেকে বেঁচে উঠছে স্বয়ম্ভু।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জবা,Joba,অনুজ,Anuj,মিতুল,Mitul,স্বয়ম্ভু,Swambhu,চরিত্র,Charector,মৃত্যু,Death,জীবিত,Alive

মিতুল (Mitul): এরপরেই এই তালিকায় রয়েছেন জি বাংলার ‘লেডি রঞ্জিত মল্লিক’ তথা ‘বেল্ট কাকি’ মিতুল পাল। যে সিরিয়ালে লাহিড়ী পরিবারের দাপুটে বৌমা। কিছুদিন আগে এই ধারাবাহিকেও দেখা গিয়েছিল দেওর রণজিৎ লাহিড়ীর চক্রান্তের বিষক্রিয়ার ফলে মৃত্যুর মুখে ঢলে পড়েছিল মিতুল। এমনকি চিতায় পর্যন্ত তোলা হয়েছিল তাকে। কিন্তু শেষমেষ মিরাকেল ঘটে যায়। সিরিয়ালের প্লট অনুযায়ী বাবা ভোলেনাথের আশীর্বাদে বেঁচে ওঠে মিতুল।

আরও পড়ুনঃ চাঁদ সওদাগর থেকে কমলার বাবা! প্রতিটা চরিত্রেই দর্শকদের মন জিতে নিয়েছেন কৌশিক চক্রবর্তী

Khelnabari serial Mitul actress Aratrika Maity's reaction on social media trolling

 অনুজ (Anuj): এরপরেই এই তালিকায় রয়েছে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত অত্যন্ত চর্চিত সিরিয়াল ‘গুড্ডি’র নায়ক অনুজ। কিছুদিন আগেই লেখিকার কলমের এক আঁচড়ে মৃত্যু দেখানো হয়েছিল তার। চিতাতেও দেখা গিয়েছিল অনুজকে। কিন্তু এখন আবার দেখা যাচ্ছে নিজের ছেলে পুবলুর চরিত্র হয়ে ফিরে এসেছে অনুজ অভিনেতা রণজয়। এছাড়া এখন আবার দেখা যাচ্ছে গুড্ডির নতুন নায়ক হয়ে ফিরেছেন হুবহু অনুজের মতো দেখতে আরও একটি চরিত্র।

আরও পড়ুনঃ কৌশাম্বীর জন্মদিনেই শেষ লুকোচুরি! মনের কথা জানালেন মিঠাইয়ের ‘উচ্ছেবাবু’ আদৃত

Guddi Anuj actor Ranojoy Bishnu shares special messege on social media

 

জবা (Joba): এছাড়াও এই তালিকায় রয়েছে স্টার জলসার এককালের জনপ্রিয় মেগা সিরিয়াল ‘কে আপন কে পর’ খ্যাত জবা। বাংলা সিরিয়ালের দর্শকরা জানেন ছোট পর্দার এই জবা এমন কোন কাজ নেই না পারে না।  সিরিয়ালটির শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় অসাধ্য সাধন করে দেখিয়েছিল সে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জবা,Joba,অনুজ,Anuj,মিতুল,Mitul,স্বয়ম্ভু,Swambhu,চরিত্র,Charector,মৃত্যু,Death,জীবিত,Alive

যার জেরে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়তেন জবা অভিনেত্রী পল্লবী শর্মা । তাই কখনও আগুনের উপর দিয়ে হেঁটে গিয়েছেন তো কখনও  সেলোটেপ দিয়ে জোড়া লাগিয়েছিল কাটা গলা।  আবার মৃত্যুর মুখে ঢলে পড়েও বেঁচে ফিরেছে চিতা থেকে।