• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চাঁদ সওদাগর থেকে কমলার বাবা! প্রতিটা চরিত্রেই দর্শকদের মন জিতে নিয়েছেন কৌশিক চক্রবর্তী

Published on:

Audience praise Kaushik Chakraborty's excellent acting in Komola O Sreeman Prithwiraj serial

বাংলা বিনোদন জগতের অত্যন্ত দাপুটে একজন অভিনেতা হলেন কৌশিক চক্রবর্তী (Kaushik Chakraborty)। কিছুদিন আগেও যাকে ছোট পর্দার দর্শকরা দেখেছেন জি বাংলার মিঠাই সিরিয়ালের নায়িকা মিঠাইয়ের শ্বশুর সমরেশ মোদকের চরিত্রে। আর বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Komola O Sreeman Prithwiraj) সিরিয়ালে নায়িকা কমলার বাবা রুদ্রপ্রতাপ রায়ের (Rudraprotap Roy) চরিত্রে।

এই ধারাবাহিকে তাঁর অনবদ্য অভিনয় প্রতিনিয়ত মুগ্ধ করছে দর্শকদের। প্রসঙ্গত কৌশিক চক্রবর্তী এই সিরিয়ালটিতে এমন এক ধরনের চরিত্রে অভিনয় করছেন যা ইতিপুর্বে তিনি আগে কখনও করেননি। হাসিমুখেই রসিকতা করে সত্যি কথা বলে ফেলেন তিনি। যা আবার মাঝেমধ্যেই গায়ে লেগে যায় অনেক মুখোশধারী মানুষদের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,কৌশিক চক্রবর্তী,Kaushik Chakraborty,কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ,Komola O Sreeman Prithwiraj,রুদ্রপ্রতাপ রায়,Rudraprotap Roy,দর্শক,Audience,প্রশংসা,Praise

এককথায় এই সিরিয়ালে কৌশিক চক্রবর্তীর অভিনীত চরিত্রটি হল ট্রাজিক কমেডি চরিত্র। প্রসঙ্গত কেরিয়ারের শুরুর দিকে তাঁকে বেশিরভাগ সিরিয়ালেই রাশভারী সব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। অভিনয় করেছেন খলনায়কের চরিত্রেও। দীর্ঘদিনের অভিনয় জীবনে একাধিক সিরিয়ালে তিনি অভিনয় করে প্রশংসাকুড়িয়েছেন দর্শকদের।

আরও পড়ুনঃ কোনও টলি নায়িকার সাথে প্রেম করছি না! রণিতার সাথে বিচ্ছেদ গুঞ্জন নিয়ে সরব সৌপ্তিক

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,কৌশিক চক্রবর্তী,Kaushik Chakraborty,কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ,Komola O Sreeman Prithwiraj,রুদ্রপ্রতাপ রায়,Rudraprotap Roy,দর্শক,Audience,প্রশংসা,Praise

তাঁর উপহার দেওয়া হিট সিরিয়ালের তালিকায় যেমন রয়েছে স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘বেহুলা’র চাঁদ সওদাগরের চরিত্র তেমনি রয়েছে জি বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবার স্নেহপরায়ণ বাবার চরিত্র।  এছাড়া মিঠাই সিরিয়ালের তাঁর অভিনীত সমরেশের চরিত্রটিও দারুন জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে। রয়েছে স্টার জলসার ‘গাঁটছড়া’ সিরিয়ালের ‘মিস্টার ডি’-এর মতো দুঁদে খলনায়কের চরিত্রও।

আরও পড়ুনঃ কৌশাম্বীর জন্মদিনেই শেষ লুকোচুরি! মনের কথা জানালেন মিঠাইয়ের ‘উচ্ছেবাবু’ আদৃত

আর বর্তমানে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ সিরিয়ালে তাঁর অভিনয়ে মুগ্ধ হয়ে একজন অনুরাগী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ‘আমি যত কৌশিক চক্রবর্তীর অভিনয় দেখি ততই মুগ্ধ হই। যেই মানুষটি চন্দ্রধর বনিক চরিত্রে নিজেকে রাগী আবার সুভাষ বসুর বাবার চরিত্রে আদর্শ বাবা হিসাবে নিজেকে প্রমাণ করেছেন, সেই মানুষটিই আবার ট্র্যাজেকমেডি করছেন, যা সত্যিই কল্পনার বাইরে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥