• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পর থেকে ‘নাচিয়ে’ যাচ্ছে! স্ত্রী তৃণাকে নিয়ে বিস্ফোরক নীল

Published on:

Bengali serial couple Neel Bhattacharya opens up about Trina Saha

Neel Bhattacharya talks about Trina Saha : বাংলা টেলি দুনিয়ার (TV Industry) ‘পাওয়ার কাপল’ বলা হয় নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহাকে (Trina Saha)। স্বামী-স্ত্রী দু’জনেই বাংলা টেলিভিশনের প্রথম সারির শিল্পী। দীর্ঘ সময় চুটিয়ে প্রেম করার পর রাজকীয়ভাবে গাঁটছড়া বাঁধেন ‘তৃণীল’। আংটি বদল থেকে শুরু করে বৌভাত- সব কিছু ছিল একেবারেই স্বপ্নের মতো। তাঁদের দুষ্টুমিষ্টি খুনসুটিগুলি ভীষণ পছন্দ দর্শকদের।

সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এসবের মাঝেই হঠাৎ নীল-তৃণার সংসার ভাঙার গুঞ্জন শোনা যেতে থাকে। কয়েকমাস আগে অবধি তাঁদের ডিভোর্সের খবর ছিল টেলিপাড়ার গসিপের হট টপিক। শোনা গিয়েছিল, এত বছর সম্পর্কে থাকার পরেও বিবাহিত জীবনে এসে তারকাজুটির মধ্যে মনোমালিন্য দেখা দিয়েছে। সমস্যা এতটাই বেড়েছে যে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা!

Trina Saha opens up about divorce rumour with Neel Bhattacharya on Valentine’s Day

‘তৃণীল’র সংসারে ভাঙন!

নীল-তৃণার ডিভোর্সের খবর শোনার পর অনুরাগীরা প্রচণ্ড দুঃখ পেয়েছিলেন। যদিও পরবর্তীকালে দু’জনেই এই খবর ‘ভুয়ো’ বলে উড়িয়ে দেন। আস্তে আস্তে তাঁদের ডিভোর্সের গুঞ্জনও কমতে শুরু করে। সম্প্রতি নিজের ট্যানট্রামসের কারণে একাধিক ওয়েব সিরিজ থেকে বাদ পড়ে আবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন তৃণা। সেই সঙ্গেই ‘তৃণীল’কে নিয়েও আলোচনা শুরু হয়েছে। এসবের মাঝেই স্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন ‘বাংলা মিডিয়াম’ নায়ক।

আরও পড়ুনঃ দীপার দিন শেষ! ষ্টার জলসায় আসছে গর্ভবতী মায়ের সংগ্রামের কাহিনী, প্রকাশ্যে নতুন সিরিয়ালের ট্রেলার

বিয়ের পর থেকে ‘নাচাচ্ছে’ তৃণা!

সম্প্রতি এক অনুষ্ঠানে একসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নীল-তৃণা। একসময় তাঁদের রিল ভিডিও রাজত্ব করতো সোশ্যাল মিডিয়ায়। এখন সেই পরিবর্তনটা সবার চোখেই স্পষ্ট। এদিন অবশ্য পাশাপাশি দাঁড়িয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হন দু’জনে। ‘তৃণীল’কে জিজ্ঞেস করা হয়, তাঁরা যখন একসঙ্গে কোনও নাচের ভিডিও বানান, তখন কোরিওগ্রাফি কে করেন? সঙ্গে সঙ্গে নীল বলে ওঠেন, তৃণা। অভিনেত্রী আবার স্বামীকে দেখিয়ে দেন। এরপ্রে মজার সুরে নীল বলে ওঠেন, ‘জীবনের নিয়ম কী সেটা জানো তো? বর-রা বৌকে নাচায় নাকি বৌ-রা বরকে নাচায়?’

আরও পড়ুনঃ মাত্রাতিরিক্ত নোংরামি, শিমুলের ওপর হাত তুলল পরাগ! ‘কার কাছে কই মনের কথা’ দেখে ক্ষুদ্ধ নেটপাড়া

Trina Saha Neel Bhattacharya, Trina Saha Neel Bhattacharya pet

বিচ্ছেদের গুঞ্জনের মাঝে স্ত্রীয়ের প্রশংসায় পঞ্চমুখ নীল

এরপরেই স্ত্রীয়ের তারিফ করে নীল বলেন, তৃণা একজন প্রশিক্ষণ প্রাপ্ত নৃত্যশিল্পী। আর তিনি হলেন ভাসান ডান্সার। সেই জন্য নাচের বিষয়ে তিনি তৃণার ওপরেই ভরসা করেন। এদিন পাশাপাশি দাঁড়িয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দিলেও, নেটিজেনদের একাংশের মতে, ‘তৃণীল’র মধ্যে আগের মতো উষ্ণতা নেই। তারকাজুটির সংসারে আদৌ সবকিছু ঠিক আছে কিনা আপাতত সেই প্রশ্নই ভাবাচ্ছেন ভক্তদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥