• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একফ্রেমে পটলকুমার আর ভুতু, ৮ বছর পর নতুন কাজে ফিরছেন? তুঙ্গে জল্পনা

Updated on:

Potol Kumar actress Hiia Dey and Bhootu actress Arshiya Mukherjee's reunion after 8 year

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে বরাবরই শিশু শিল্পীদের (Child Artist) জয়জয়কার। টেলিভিশনের পর্দায় শিশুশিল্পীর চরিত্রে অভিনয় করে একসময় বাংলা জোড়া খ্যাতি পেয়েছিলেন এমনই দুই জনপ্রিয় অভিনেত্রী হলেন ‘পটলকুমার গানওয়ালা’ (Potolkumar Gaanwala) খ্যাত হিয়া দে (Hiia Dey) এবং ‘ভুতু’ (Bhootu) সিরিয়াল খ্যাত অভিনেত্রী আর্শিয়া মুখোপাধ্যায় (Arshiya Mukherjee)। তবে সে সময় তারা দুজনেই ছিলেন একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী।

একদিকে পটলকুমার সম্প্রচারিত হতো স্টার জলসার পর্দায় অন্যদিকে সেই সময়েই জি বাংলার পর্দায় সম্প্রচারিত হতো ভুতু। দুটি সিরিয়ালেই এই  দুই খুদে শিল্পী মন জয় করে নিয়েছিলেন দর্শকদের। তবে দুজনে দুই প্রতিপক্ষ চ্যানেলে অভিনয় করলেও তাদের মধ্যে সেই সময় থেকেই তৈরি হয়েছিল এক অভিন্ন হৃদয় বন্ধুত্ব। যা আজ ২০২৩ সালে এসেও রয়েছে অটুট।

Potol Kumar Gaanwala Potol, Hiya Dey

প্রসঙ্গত পর্দার সেই পটল আর ভুতু দুজনেই এখনও কিন্তু স্কুলের গণ্ডি পেরোননি। কিন্তু দুজনেরই সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়িং রয়েছে চোখে পড়ার মতো। প্রসঙ্গত একদিকে হিয়া যেমন ছোট পর্দার পটল হয়ে রয়ে গিয়েছেন অন্যদিকে আর্শিয়া তেমনি বাংলার পাশাপাশি হিন্দি টেলিভিশনের জগতেও ভুতু নামেই পরিচিত। সম্প্রতি দীর্ঘ আট বছর পর দেখা হয়েছিল এই দুই পুরনো বন্ধুর।

কলকাতার একটি ক্যাফে তে দেখা করেছিলেন তাঁরা। সেখান থেকেই একটি সেলফি তোলার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী হিয়া দে। প্রসঙ্গত সেই সাথে এই ছবির পাশেই দেখা গিয়েছে পুরনো দিনের সেই পটল আর হিয়ার ছোটবেলার ছবিও। আট বছর আগে এবং পরে এই দুই সময়ের ছবি একই রকম পোজে শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘সেলফি কুইন সেই ২০১৫ সাল থেকে’।

বাংলা সিরিয়াল,Bengali Serial,শিশু শিল্পী,Child Artist,পটলকুমার গানওয়ালা,Potolkumar Ganwala,ভুতু,হিয়া দে,Hiia Dey,আর্শিয়া মুখার্জী,Arshiya Mukherjee,পুনর্মিলন,Reunion,ভাইরাল ছবি,Viral Picture,নতুন প্রজেক্ট,New Project,জল্পনা,Rumour,Bhootu

এদিন পর্দার দুই খুদে অভিনেত্রীকে একসাথে দেখে দর্শকরাও যেন ফিরে পেয়েছিলেন পুরনো দিনের সেই পোটলকিমার আর ভুতুকে। তাই হিয়া আর আর্শিয়ার ছবি দেখে কেউ লিখেছেন ‘আরে গানওয়ালা আর ভুতু কতো বড় হয়ে গেছে’। তো কারও মন্তব্য ‘ভূতু আর পটল বড় হয়ে গেল।’

বাংলা সিরিয়াল,Bengali Serial,শিশু শিল্পী,Child Artist,পটলকুমার গানওয়ালা,Potolkumar Ganwala,ভুতু,হিয়া দে,Hiia Dey,আর্শিয়া মুখার্জী,Arshiya Mukherjee,পুনর্মিলন,Reunion,ভাইরাল ছবি,Viral Picture,নতুন প্রজেক্ট,New Project,জল্পনা,Rumour,Bhootuপ্রসঙ্গত ভুতু এবং পটল একসময় দুজনেই টেলিভিশনের পর্দায় দাপিয়ে বেড়ালেও বর্তমানে তারা দুজনেই অভিনয় থেকে দূরে রয়েছেন। বর্তমানে তাঁরামন দিয়েছেন পড়াশোনায়। তবে পটল কুমার অভিনেত্রী হিয়ার স্বপ্ন বড় হয়ে সে প্রযোজক হবে। এছাড়া অভিনয়ের পাশাপাশি ব্যবসাতেও আগ্রহ রয়েছে তার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥