• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিরাট দুঃসংবাদ! রাতারাতি স্টার জলসার সিরিয়াল থেকে বাদ পড়লেন এই খলনায়িকা, মাথায় বাজ দর্শকদের

Published on:

Popular Bengali serial actress removed from Star Jalsha’s serial suddenly

যে কোনও সিরিয়াল (Bengali Serial) হিট হতে গেলে ভালো নায়ক-নায়িকার পাশাপাশি দাপুটে খলনায়িকারও প্রয়োজন হয়। খলনায়িকা (Bengali Serial Actress) যত বেশি দাপুটে হয়, সিরিয়াল দেখতেও তত বেশি ভালোলাগে দর্শকদের। স্টার জলসা (Star Jalsha), জি বাংলার সকল সিরিয়ালের ক্ষেত্রে সেই জন্য ভালো নায়ক-নায়িকার পাশাপাশি খলনায়িকা নির্বাচনেও বিশেষ জোর দেওয় হয়। কারণ তাঁদের ওপরই নির্ভর করে সিরিয়ালের সাফল্য।

সম্প্রতি জানা গিয়েছে, স্টার জলসার এমনই এক দাপুটে খলনায়িকা রাতারাতি সিরিয়াল থেকে বাদ পড়েছেন। তাঁর নাম-পরিচয় জানার পর বেশ অবাক হয়ে গিয়েছেন দর্শকরা। হঠাৎ কী এমন হল যে স্টার জলসার সব সিরিয়াল থেকে বাদ পড়লেন তিনি? সবার মনে ঘুরপাক খাচ্ছে এই একটি প্রশ্ন। রাতারাতি স্টার জলসার সিরিয়াল থেকে বাদ পড়া সেই টেলি অভিনেত্রী কে জানেন?

Bengali serial actress, Suchismita Chowdhury

তিনি আর কেউ নন, বরং জনপ্রিয় টেলি অভিনেত্রী সুচিস্মিতা চৌধুরী (Suchismita Chowdhury)। একাধিক বাংলা জনপ্রিয় ধারাবাহিকে তাঁকে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। কখনও খলনায়িকা, কখনও আবার ইতিবাচক চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। এই মুহূর্তে স্টার জলসার ৩টি ধারাবাহিকে তাঁকে দেখা যাচ্ছে। সেই দুই সিরিয়াল হল, ‘গাঁটছড়া’ (Gaatchora), ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Komola O Sreeman Prithviraj)। এছাড়া কালার্স বাংলার ‘তুমি যে আমার মা’ ধারাবাহিকেও দেখা যাচ্ছে তাঁকে।

কিন্তু এখন শোনা যাচ্ছে, এই ৩ সিরিয়াল থেকেই নাকি বাদ পড়েছেন সুচিস্মিতা। এত ভালো অভিনেত্রীকে নাকি প্রোডাকশন হাউস বাদ দিয়ে দিয়েছে। জানা গিয়েছে, সুচিস্মিতা এই মুহূর্তে অ্যাক্রোপলিসের ৩টি সিরিয়ালে অভিনয় করছেন। ৩টি ধারাবাহিকেই তাঁর অভিনয় ভালো লাগছে দর্শকদের। এখন প্রশ্ন আসতেই পারে, তাহলে কেন হঠাৎ সুচিস্মিতাকে সরিয়ে দিল প্রযোজনা সংস্থা?

Bengali serial actress, Suchismita Chowdhury

আসলে শোনা যাচ্ছে, সুচিস্মিতা নাকি আর একটি নামী প্রোডাকশন হাউসের সঙ্গে এখন যুক্ত হয়েছেন। আর অ্যাক্রোপলিসের নিয়মানুযায়ী, তাঁদের প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করলে কোনও অভিনেতা-অভিনেত্রী অন্য কোনও প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে পারবেন না। আর এই কারণেই নাকি অ্যাক্রোপলিস সুচিস্মিতাকে তাদের সব সিরিয়াল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত, সুচিস্মিতা এই মুহূর্তে যে ৩ ধারাবাহিকে অভিনয় করছেন, সেখানে তাঁর চরিত্রগুলি তেমন গুরুত্ব পাচ্ছে না। কিন্তু তিনি নতুন যে সিরিয়ালে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন সেখানে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ পাচ্ছেন। ‘দুর্গা’, ‘খড়কুটো’, ‘মিলন তিথি’ সহ একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয় করা এই গুণী অভিনেত্রীকে আগামী দিনেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে চান তাঁর অনুরাগীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥