• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মোটেই মানাচ্ছে না! বিদেশে শাড়ি ছেড়ে বরের সাথে ড্রাকুলা সাজতেই রুশাকে কটাক্ষ নেটিজেনদের

Updated on:

Roosha Chatterjee trolled on Social Media after Sharing Halloween Look with Husband

বিয়ের পর শুধু অভিনয় নয়, দেশটাকেও ছেড়েছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায় (Roosha Chatterjee)। ‘তোমায় আমায় মিলে’র উষসী এখন হয়ে উঠেছেন প্রবাসী বাঙালি। বিয়ের পর প্রথম পুজোটাও বিদেশেই কেটেছে নায়িকার। স্বাভাবিকভাবেই কলকাতার পুজো বেশ মিস করেছেন তিনি। তবে এবার স্বামীর সঙ্গে হ্যালোইন পার্টিতে (Halloween Party) চুটিয়ে মজা করলেন অভিনেত্রী।

ভারতে খুব বেশি চল না থাকলেও বিদেশে বেশ ধুমধাম করে হ্যালোইন পার্টি সেলিব্রেট করা হয়। কেউ ভূত-পেত্নী-শাকচুন্নি, কেউ আবার নিজের পছন্দের সিনেমা কিংবা বইয়ের চরিত্রের মতো সেজে এই পার্টিতে যান। রুশা যেমন হ্যালোইন পার্টির জন্য সেজে উঠেছিলেন ড্রাকুলা (Dracula) রূপে। পরনে কালো পোশাক, মাথায় লাল টুপি, ঠোঁটে লাল লিপস্টিক- সব মিলিয়ে বেশ অন্যরকম দেখাচ্ছিল অভিনেত্রীকে।

Roosha Chatterjee and Anuranan Roy Chowdhury, Roosha Chatterjee marriage, Roosha Chatterjee husband

‘লেডি ড্রাকুলা’ সাজে স্বামীর সঙ্গে ছবিও তুলেছেন রুশা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘হ্যালোইন পার্টি’। সঙ্গে যোগ করেছেন দু’টি ভূতের ইমোজিও। শাড়ি ছেড়ে ড্রাকুলা বেশে রুশাকে দেখে বেশ চমকে গিয়েছেন নেটিজেনরাও।

আরও পড়ুনঃ হাত-মুখ বেঁধে গিনিকে মারধর রূপের, বেগতিক দেখে পাল্টি শালিনীর! চরম টুইস্ট ‘ইচ্ছে পুতুল’ সিরিয়ালে

অনেকেই বং বিউটির এই হ্যালোইন স্পেশ্যাল লুক দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। একজন যেমন লিখেছেন, ‘ড্রাকুলাও যে এত সুন্দরী হয়’। তবে কারোর কারোর আবার রুশার এই সাজ একেবারেই ভালোলাগেনি। অভিনেত্রীর পোস্টেই অনেকে কমেন্ট করে জানিয়েছেন, ড্রাকুলা রূপে মোটেই মানাচ্ছে না তাঁকে।

আরও পড়ুনঃ ‘অসুর’ পরাগকে শায়েস্তা করতে মহিষাসুরমর্দিনী শিমুল! ‘কার কাছে কই মনের কথা’ দেখে দিলখুশ দর্শকদের

Bengali serial actress Roosha Chatterjee will celebrate Durga Puja in abroad with husband

একজন সোশ্যাল মিডিয়া ইউজার আবার মজার সুরে রুশার পোস্টের নীচে লিখেছেন, ‘আমি তো শুনেছি এটা ভূতদের পার্টি। তোমায় দেখেই তো আমার গা ছমছম করছে’। সব মিলিয়ে, বঙ্গ তনয়ার হ্যালোইন স্পেশ্যাল এই লুক যে সোশ্যাল মিডিয়ায় হিট তা আর বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, বিয়ের পর অভিনয় জগত থেকে দূরত্ব তৈরি করলেও বিয়ের আগে একাধিক হিট সিরিয়ালে অভিনয় করেছেন রুশা। ‘ওগো বধূ সুন্দরী’, ‘তোমায় আমায় মিলে’ থেকে শুরু করে ‘শ্রীময়ী’- একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তাঁকে দেখেছেন দর্শকরা। তবে বিয়ের পর প্রবাসে স্বামী-সংসার নিয়েই ব্যস্ত তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥