Rupa Ganguly agains talks about Meyebela Serial: প্রায় এক মাস হয়ে গেল ‘মেয়েবেলা’ (Meyebela) শেষ হয়েছে। জনপ্রিয় অভিনেত্রী রূপা গাঙ্গুলী (Roopa Ganguly) সেই সিরিয়াল (Bengali Serial) ছেড়ে বেরিয়ে এসেছেন তারও বেশ কিছু সময় আগে। কিন্তু বিতর্ক এখনও চলছে। প্রায় সাত বছর পর এই ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরেছিলেন রূপা। ‘বীথি মাসি’র (Bithi Masi) চরিত্রে অভিনয় করে দর্শকদের নজরও কেড়েছিলেন তিনি। কিন্তু কয়েক মাস কাজ করতে না করেই আচমকা সিরিয়াল ছেড়ে বেরিয়ে যান রূপা।
হঠাৎ করে রূপার সিরিয়াল ছাড়ার খবর শুনে অবাক হয়ে গিয়েছিলেন প্রত্যেকে। বিষয়টি নিয়ে সেই সময় ব্যাপক জলঘোলাও হয়েছিল। রূপা কিছু অভিযোগ এনেছিলেন নির্মাতাদের বিরুদ্ধে। পাল্টা নির্মাতারাও অভিনেত্রীর বিরুদ্ধে ‘তুঘলকি আচরণ’র অভিযোগ এনেছিলেন। তবে সেই ঘটনা ঘটেছে বেশ অনেকটা সময় হয়ে গিয়েছে। কিন্তু রূপা এখনও যেন বিতর্কেই আটকে আছে।
এর আগে রূপা অভিযোগ করেছিলেন, তাঁকে যেমনটা বলা হয়েছিল পর্দায় সেভাবে তাঁর চরিত্রটি ফুটিয়ে তোলা হয়নি। অভিনেত্রী বলেছিলেন, বীথি মাসি হয়ে দিনের পর দিন পর্দায় ‘নোংরামি’ করতে তাঁর রুচিতে বাঁধছিল। সেই জন্যই সিরিয়াল ছেড়ে বেরিয়ে আসেন তিনি। সম্প্রতি ফের সিরিয়াল নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
সংবাদমাধ্যমকে ‘পুরনো বীথি মাসি’ বলেন, নির্মাতাদের কাছে তিনি শর্ত দিয়েছিলেন অন্তত ৭টি পর্বের আগাম চিত্রনাট্য তাঁকে বলতে হবে। তাহলে সেই বুঝে তাঁর প্রস্তুতি নিতে সুবিধা হবে। কিন্তু ৭টা এপিসোড তো দূরে থাক, দিনের দিন শ্যুটিংয়ের সময় তাঁকে বলা হতো পাশ থেকে সংলাপ বলা হবে। তাঁকে সেটা শুনে শুনে বলতে হবে।
আরও পড়ুনঃ সোনার জন্মপরিচয় জেনে তাকেও অস্বীকার করবে সূর্য! চমকে দিচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’র পর্ব
রূপার সংযোজন, বীথিকা মিত্র চরিত্রটির শুরু-শেষ সম্বন্ধে তাঁকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ৮ ঘণ্টা কাজ করানো হবে বলে ১১-১২ ঘণ্টা কাজ করানো হয়েছে। কোনও কথাই রাখেনি নির্মাতারা। যদিও এখানেই থামেননি রূপা। তিনি আরও দাবি করেন, শুরু থেকেই তাঁকে তাড়ানোর প্ল্যান ছিল। তাঁর নাম ব্যবহার করে টিআরপি তুলে এমন একটি পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা ছিল যাতে তিনি নিজেই শো ছেড়ে দেন।
এই বিষয় একটি উদাহরণ দিয়ে রূপা বলেন, সিরিয়ালের শ্যুটিংয়ের সুবিধার জন্য একটি ফ্রিজ এনেছিলেন তিনি। কিন্তু প্রথমে কেউ সেই ফ্রিজ নিতে চাইছিল না। এরপর তাঁকে বলা হয়, তিনি নিজে ঠাণ্ডা জল খাবেন বলে সেই ফ্রিজ এনেছেন। রূপা আগেও বলেছেন, তাঁকে বলা হয়েছিল এখনকার তথাকথিত বাংলা সিরিয়ালের থেকে আলাদা হবে ‘মেয়েবেলা’। কিন্তু তেমনটা হয়নি।
আরও পড়ুনঃ বাইরে দজ্জাল হলেও, ভিতরে রোম্যান্টিক! বরের মুখে প্রশংসা শুনে লজ্জায় লাল ‘বাবুউউ’র মা
এই প্রসঙ্গে একটি ঘটনার কথা শেয়ার করেন পর্দার বীথি মাসি। একবার রাস্তায় একজন মহিলা এবং তাঁর দুই ছোট সন্তানের সঙ্গে দেখা হয়েছিল অভিনেত্রীর। ছোট শিশুটি রূপাকে ‘বীথি মাসি’ হিসেবে চিনতে পেরেছিল। এরপর সে বলে ওঠে, ‘তুমি মেয়েটাকে ভালোবাসো না। তুমি শুধু তোমার ছেলেকে ভালোবাসো’। এইটুকু বাচ্চার মনে নেতিবাচকতা কীভাবে প্রভাব ফেলছে তা দেখে অবাক হয়ে গিয়েছিলেন রূপা। অভিনেত্রী বলেন, নেতিবাচক চরিত্রে তিনি অভিনয় করেছেন, ভবিষ্যতে করতেও সমস্যা নেই। কিন্তু বীথি এমন একটি চরিত্র ছিল যা মানুষের মনে ঘৃণা ছড়াচ্ছিল। সেই জন্য এই চরিত্রটি ছেড়ে মাঝপথে বেরিয়ে আসেন তিনি।