• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সোনার জন্মপরিচয় জেনে তাকেও অস্বীকার করবে সূর্য! চমকে দিচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’র পর্ব

Published on:

Anurager Chhowa serial Surjo will know Sona is also Deepa's Daughter upcoming track reveal

Anurager Chhowa Surja gets to know Sona’s Birth Identity : স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa) এখন পাতা মেয়ে রুপার মতোই প্রতিবাদী হয়ে উঠছে হিংসুকুটি রুপা। এখন এই ধারাবাহিকের মূল আকর্ষণ সূর্য-দীপার (Surjo-Deepa) যমজ মেয়ে সোনা-রুপা (Sona-Rupa)। এই বাচ্চা মেয়ে দুটোর জন্যই সবাই এখনও সিরিয়ালটি দেখছেন এমনও দাবি করে থাকেন দর্শকরা। বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে এই সিরিয়ালটি প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে।

তই ঘড়ি ধরে প্রতিদিন সবাই বসে পড়েন অনুরাগের ছোঁয়া দেখতে। সোশ্যাল মিডিয়া খুললেই বোঝা যায় দর্শকমহলে এই সিরিয়াল নিয়ে ক্রেজ রয়েছে কতখানি। তাই দর্শকমহলে যে দিনে দিনে এই সিরিয়ালের জনপ্রিয়তা বেড়েই চলেছে আলাদা করে সেকথা আর বলার প্রয়োজন পড়ে না। এক্ষেত্রে সাপ্তাহিক টি আর পি তালিকাই যে বড় প্রমাণ তা বলার আর অপেক্ষা রাখে না।

Anurager Chhowa serial Rupa will reveal the truth to Sona in upcoming episode

গত পর্বেই দর্শক দেখেছেন পাতা মেয়ে রুপা হিংসুকুটি সোনার কষ্ট সহ্য করতে না পেরে নিজেই তাকে সব সত্যি জানিয়ে দিয়েছে। এখন রুপার মতো সোনাও জানে যে তারা দুজনেই জমজ বোন এবং সূর্য-দীপাই (Surjo-Deepa) তাদের মা বাবা। সোনার সামনে সত্যি ফাঁস হওয়ার পরেই এসে গিয়েছে এই সিরিয়ালের আরও এক ধামাকা পর্ব।

দীপার জন্যই সেনগুপ্ত বাড়িতে ফিরে এসেছে সূর্য। আর বাড়ি এসেই নিজের বেস্ট ফ্রেন্ড মিশকার ব্যাপারে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে চলেছে সূর্য। এদিন সকলের সামনে সোনা তার বাবাকে জানিয়ে দেবে পচা আন্টি মিশকাই তাকে নকল বাবা-মার কাছে নিয়ে গিয়েছিল।

আরও পড়ুনঃ বাইরে দজ্জাল হলেও, ভিতরে রোম্যান্টিক! বরের মুখে প্রশংসা শুনে লজ্জায় লাল ‘বাবুউউ’র মা

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,পর্দা ফাঁস,Truth Reveal,সোনা,Sona,রুপা,Rupaআগামী পর্ব,Upcoming Episode,Anurager Chhowa Episode Today,TRP

আরও পড়ুনঃ ‘মহাভারত’-এ উত্তম কুমার-সুচিত্রা সেন! ভাইরাল স্বর্ণযুগের তারকাদের AI এর তৈরী ছবির অ্যালবাম

একথা জানতে পেরেই সূর্য তেড়ে যায় মিশকার দিকে। তবে মিশকাকে প্রথমে সূর্য ধমক দেবে ঠিকই কিন্তু এবারও সূর্য অন্ধের মতো মিশকাকেই বিশ্বাস করবে। আর এইভাবে আবারও ছলচাতুরি করে আবার সূর্যের সামনে ভালো সাজার নাটক করবে মিশকা।

এসবের মধ্যেই এবার সূর্য জেনে যাবে রুপার মতো সোনাও দীপারই মেয়ে। এদিন সূর্য সরাসরি দীপার কাছে জানতে চাইবে সোনা তার মেয়ে কিনা। সেইসাথে জানিয়ে দেবে সোনা যদি তার মেয়ে হয় তাহলে সে তার কাছ থেকে ‘মিথ্যে’ বাবা ডাক আর শুনতে চায় না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥