খবরবিনোদনসিরিয়াল

মা হলেন মানালি? বিয়ের দুবছর যেতেই নতুন অতিথি আসার সুখবর শেয়ার করলেন ‘শিমুল’ অভিনেত্রী

বিয়ের দু’বছরের মাথায় পরিবারে এল নতুন সদস্য! আচমকা ‘সুখবর’ দিয়ে চমকে দিলেন ‘শিমুল’ মানালি

Manali Dey shares good news : বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী হলেন মানালি দে (Manali Dey)। স্টার জলসা, জি বাংলার একাধিক সুপারহিট সিরিয়ালে (Bengali Serial) অভিনয় করেছেন তিনি। এই মুহূর্তে ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকে নায়িকা শিমুলের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। সিরিয়ালে স্বামী-শাশুড়ির অত্যাচারে রোজ চোখের জল ফেলতে দেখা যায় শিমুলকে। তবে বাস্তবে স্বামী অভিমন্যু মুখোপাধ্যায়ের (Abhimanyu Mukherjee) সঙ্গে বেশ সুখে সংসার করছেন মানালি।

বছর দুয়েক আগে লকডাউনের মধ্যেই গাঁটছড়া বেঁধেছিলেন অভিমন্যু-মানালি। অভিনেত্রীর স্বামী পেশায় একজন পরিচালক। বিয়ের পর থেকে চুটিয়ে সংসার করার পাশাপাশি কাজটাও করে যাচ্ছেন দু’জনে। এসবের মাঝেই টলিপাড়ার এই তারকাজুটির পরিবারে চলে এল নতুন সদস্য। সম্প্রতি এই সুখবর দিয়ে সবাইকে চমকে দেন পর্দার শিমুল।

Manali Dey and Abhimanyu Mukherjee

অভিমন্যুর সঙ্গে বিয়ের আগে গায়ক সপ্তকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন মানালি। তবে সেই বিয়ে বেশিদিন টেকেনি। বিচ্ছেদের পথে হাঁটেন দু’জনে। এরপর অভিমন্যুর সঙ্গে সম্পর্কে জড়ান এই টেলি নায়িকা। অভিমন্যুরও প্রথমও বিয়ে ভেঙে গিয়েছিল। বেশ কয়েক বছর প্রেম করার পর বিয়ে করে নেন এই দুই তারকা।

আরও পড়ুনঃ রাগ অভিমান মিটিয়ে অবশেষে ফুলশয্যা! রোহিতের গালে চুমু দিয়েই …, ফাঁস ‘ফুলকি’র স্পেশাল পর্ব

Manali Dey and Abhimanyu Mukherjee

গত ১৫ আগস্ট বিবাহবার্ষিকী ছিল অভিমন্যু-মানালির। সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি পোস্ট করে স্বামীকে শুভেচ্ছা জানিয়েছিলেন ‘কার কাছে কই মনের কথা’ নায়িকা। ক্যাপশনে লিখেছিলেন, ‘হাড় জ্বালাবো, প্রাণ ভোলাবো, ঝগড়া করবো, আবার ভাবও করবো। এইভাবে এগিয়ে চলুক তোমার পরাধীন জীবন। বিয়ের দিন বলে কথা, চাট্টিখানি কথা!! ভালোবাসি, ভালোবাসি’। বিবাহবার্ষিকীর সপ্তাহ পেরোতে না পেরোতেই এবার পরিবারে নতুন সদস্য আসার সুখবর দিলেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ নতুনের ভিড়ে কোণঠাসা অনুরাগের ছোঁয়া! ফুলকি না জগদ্ধাত্রী টপার হল কে? চমকে দিচ্ছে TRP তালিকা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্বামী এবং খুদে সদস্যের সঙ্গে ছবি শেয়ার করেছেন মানালি। আদতে সে একটি চারপেয়ে পোষ্য। মানালি-অভিমন্যু তার নাম রেখেছেন কই মুখোপাধ্যায় (Koi Mukherjee)। একসঙ্গে তিনজনের ছবি দেখে নেটিজেনরা বেশ প্রশংসা করেছেন। সেই সঙ্গেই ছোট্ট কইকেও আদরে ভরিয়ে দিয়েছেন তারা। তিন জনের ছোট্ট পরিবার এভাবেই আনন্দে-খুশিতে থাকুক সেই কামনাই করেছে প্রত্যেকে।

Back to top button