• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাহায্য করেনি পুলিশ, পরাগকে শাস্তি দিতে এবার চরম পদক্ষেপ নিল শিমুল! ফাঁস তুলকালাম পর্ব

Published on:

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Shimul goes to DM office

জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকটি এখন একেবারে জমে উঠেছে। বিয়ের পর থেকে স্বামীর অত্যচারা সহ্য করে আসলেও এবার রুখে দাঁড়িয়েছে শিমুল (Shimul)। বৈবাহিক ধর্ষণ, বৌ পেটানোর অভিযোগ নিয়ে ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছে সে। তবে পুলিশ পরাগকে কোনও শাস্তিই দেয়নি। সেই জন্য এবার চরম পদক্ষেপ গ্রহণ করলো শিমুল।

ধারাবাহিকের (Bengali Serial) সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, পুলিশ এসে কিছুটা পরাগের (Parag) পক্ষ নিয়েই কথা বলেন। তিনি যখন জানতে পারেন শিমুলের এক্স বয়ফ্রেন্ড আছে এবং সে শিমুলকে মাঝরাতে এসে বাড়ি ছেড়ে গিয়েছে, তখন নিজের মতামত বদলে ফেলেন তিনি। বৌ পেটানোর অভিযোগে পরাগকে শাস্তি দেওয়ার বদলে উল্টে শিমুলের ভুল ধরিয়ে দিতে শুরু করেন অফিসার।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Parag Shimul house

শুধু এটুকুই নয়, পুলিশ অফিসার বলেন শিমুলের কাজকর্মের জন্যই নাকি পরাগ বাধ্য হয়ে তার গায়ে হাত তুলেছে। সেকথা শুনে অবাক হয়ে যায় প্রত্যেকে। সুযোগ বুঝে পাল্টি মারেন মধুবালাও। সমস্ত সত্যিটা জানার পরেও কিছুটা ছেলের ঝোল টেনেই কথা বলেন শিমুলের শাশুড়ি।

এসব কিছু দেখেই শিমুলের বান্ধবীরা প্রতিবাদ করে। বিপাশা বলে, পুলিশ যখন ন্যায় বিচার করতে পারলো না, তখন শিমুল ডিএমের কাজে যাবে। আর তাতে পরাগের স্কুলের চাকরি চলে গেলে যাবে। সেকথা শুনেই কিছুটা ভয় পেয়ে যায় পরাগ।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Sucharita Bipasha and Sirsha

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, পুলিশের থেকে সাহায্য না পেয়ে ডিএমের কাছে ছুটে গিয়েছে শিমুল। সেখান গিয়েছে সে বলে, তার স্বামী তাকে নোংরা নোংরা কথা বলে, গায়ে হাত তোলে। শিমুলের দুর্দশার কথা শুনে ডিএম বলেন, স্ত্রীয়ের গায়ে হাত তোলার অধিকার কোনও স্বামীর নেই। এরপর পরাগকে ডেকে পাঠাবেন বলেও জানান তিনি।

https://youtu.be/vNVGZWzHkZE

তাহলে কি ডিএমের কাছেই নিজের অপরাধের শাস্তি পাবে পরাগ? এতদিন ধরে কষ্ট সহ্য করার পর এবার ন্যায় পাবে শিমুল? আপাতত এই প্রশ্নগুলিই ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে। উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের আগামী পর্বে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥