• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিজের জন্য আলাদা করে আর সময় নেই! মেয়ে দেবীর প্রথম জন্মদিনের আগে এ কি বললেন বিপাশা?

Published on:

Bollywood actress Bipasha Basu practise yoga with daughter Devi

দেখতে দেখতে এক বছর হতে চললো। মা হয়েছেন বলিউড (Bollywood) অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu)। এখন তাঁর গোটা জীবন জুড়েই তাঁর একমাত্র মেয়ে দেবী (Devi)। নভেম্বর মাসেই এক বছর পূর্ণ হবে বিপাশার মেয়ের। এই মুহূর্তে অভিনয়ের ব্যস্ততা থেকে পুরোপুরি দূরে রয়েছেন বলিউড অভিনেত্রী। আপাতত মাতৃত্বের স্বাদটাই চেটেপুটে উপভোগ করছেন নায়িকা।

মেয়ের সাথে কাটানো বিভিন্ন মুহূর্তের টুকরো ছবি সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই শেয়ার করে থাকেন অভিনেত্রী। রবিবারের ছুটির দিনেও আরো একবার দেখা গেল এই মা মেয়ে জুটির একটি মিষ্টি ছবি। মেয়ের সাথে কাটানো মুহূর্তের এক টুকরো ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন বিপাশা। রবিবার সকালে যোগ ব্যায়াম করছিলে অভিনেত্রী।

Bipasha Basu gives benglai nick name to her daughter Devi

সেই যোগাসন করার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন বিপাশা। সেখানে দেখা যাচ্ছে তার সঙ্গেই তার মতন পোজ দিয়ে তার ঠিক পেটের নিচে যোগাসন করছেন ছোট্ট দেবী। মায়ের মতোই এদিন হাতের তালুতে ভর দিয়ে উপুর হয়ে  শরীরটাকে ব্যালেন্স করার চেষ্টা করেছে একরত্তি দেবী।

মেয়ের সাথে এই মিষ্টি ছবি পোস্ট করেই বিপাশা এদিন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ‘কেউ সবসময় আমার নিজস্ব সময় কাটানোর মধ্যেও ঢুকে পড়ে’! সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হার্ট এবং স্মাইলি ইমোজি। এরপরেই অভিনেত্রী মজা করে লিখেছেন ‘মেনে নিতে হয় যে নিজের জন্য আর আলাদা করে সময় নেই।’

বলিউড,Bollywood,বিপাশা বসু,Bipasha Basu,দেবী,Devi,সোশ্যাল মিডিয়া,Social Media,ভাইরাল ছবি,Viral Photo

এইটুকু বয়সেই বিপাশার মেয়ের যোগাসন করার ছবি দেখেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ লিখেছেন ‘এমন চমৎকার বাবা-মা পেয়ে দেবী খুবই লাকি !’ তো কেউ লিখেছেন, ‘আমি নিশ্চিত যে দেবী তার মায়ের মতোই সুন্দর হবে’। কারও মন্তব্য, ‘সে তার মায়ের মতো শক্তপোক্ত মানুষ হতে চায়!’

প্রসঙ্গত মেয়ের জন্মের পর একটা সময় কঠিন সময়ের মধ্যে দিয়ে কাটিয়েছেন বলিউডের মানকি কাপল করণ-বিপাশা। সেই কথা জানাতে গিয়ে চোখে জল এসে গিয়েছিল বিপাশার। নেহা ধুপিয়ার এক অনুষ্ঠানে অভিনেত্রী জানিয়েছিলেন, মেয়ের জন্মের পর তিনি জানতে পারেন তাঁর মেয়ের হার্টে দুটো ছিদ্র রয়েছে। বিপাশা জানান, মাত্র ৩ মাস বয়সে তাঁদের মেয়ের ওপেন হার্ট সার্জারি হয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥