• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চুপিসারে মিটল বিয়ে! টলিপাড়ায় জোড়া খুশির খবর, লুকিয়েই বিয়ে সারলেন দুই অভিনেতা

বাংলা সিরিয়াল নিয়ে বাঙালি দর্শকের মাতামাতির শেষ নেই। নানা চ্যানেলে নানান সিরিয়ালের মধ্যে বেশ কিছু সিরিয়ালের কাহিনী মনে ধরে যায়। আর সিরিয়ালের চরিত্রগুলির অভিনয়ও সিরিয়ালের পাশাপাশি দারুন জনপ্রিয় করে তোলে অভিনেতা অভিনেত্রীদেরকেও। এমনই জনপ্রিয় বাংলা সিরিয়াল হল ‘কে আপন কে পর’ ও ‘এই পথ যদি না শেষ হয়’। সেই সিরিয়ালের অভিনেতা হলেন অভ্রজিত চক্রবর্তী (avrajit chakraborty) ও অরিন্দ বন্দ্যোপাধ্যায় (arinda bandhopadhyay)। সম্প্রতি জানা যাচ্ছে চুপি সাড়ে বিয়ে করে ফেলেছেন অভিনেতা।

কে আপন কে পর সিরিয়ালে মূল চরিত্র জবা। জবার ভাসুরের চরিত্রে অভিনয় করছেন অভ্রজিৎ। এবার রিল লাইফ নয় সত্যি সত্যিই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা। আসলে গত বছর থেকে শুরু করে এবছরের শুরুর দিকে টলিপাড়ায় একেরপর এক  বিয়ের ফুল ফুটেছে। এবার আবারো জোড়া বিয়ের ফুল ফুটল টলিপাড়ায় তাও আবার চুপি চুপি।

   

অভ্রজিৎ চক্রবর্তী Avrajit Chakraborty wedding

অভ্রজিৎ চক্রবর্তী বিয়ে করলেন টলিউডের এক পরিচালক রিনিকা সাহার সাথে। আর অন্যদিকে অরিন্দ বন্দ্যোপাধ্যায় বিয়ে করলেন দীর্ঘদিনের বান্ধবী সায়ন্তনী দাসের সাথে। এবার আসা যাক এদের বিয়ের গল্পে। শুটিংয়ের মাধ্যমেই প্রথম আলাপ  হয়েছিল অভ্রজিৎ ও রিনিকার। এরপর ধীরে ধীরে বন্ধুত্ব যেটা প্রেমে বদলে যায় আর এখন বিয়েতে।

আংশিক লকডাউন চললেও বিধি মেনে অল্পকিছু অতিথি নিয়েই সামাজিক রীতিমত বানিয়ে আর আইনি বিয়ে দুটোই সেরে ফেলেছেন অভ্রজিৎ ও রিনিকা। সোশ্যাল মিডিয়াতে আইনি বিয়ের ছবি ও সামাজিক বিয়ের ছবি শেয়ার করেছেন অভিনেতা। যা ভাইরাল হয়ে পড়েছে। সাথে অনেক  শুভ কামনা পেয়েছেন আগামী জীবনের জন্য।

অরিন্দ বন্দ্যোপাধ্যায় Arinda Bandhopadhyay wedding

অন্যদিকে অরিন্দ কিন্তু একবার  নয় দ্বিতীয়বার বিটের পিঁড়িতে বসলেন। তাও আবার একই পাত্রীর সাথে। কি শুনে চমকে গেলেন নাকি? আসলে একবছর আগে থেকেই দীঘদিনের বান্ধবী সায়ন্তনীর সাথে সামাজিক মতে বিয়ে সেরে ফেলেছিলেন অরিন্দ। কিন্তু বিয়ে হলেও সেই সময় রেজিস্ট্রি হয়নি। এবার সেই কাজটাই সম্পূর্ণ করেন অরিন্দ ও সায়ন্তনী।