• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোনও টলি নায়িকার সাথে প্রেম করছি না! রণিতার সাথে বিচ্ছেদ গুঞ্জন নিয়ে সরব সৌপ্তিক

Published on:

Souptik Chakraborty opens up about his break up rumour with actress Ranita Das

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়াল ‘ধন্যি মেয়ে’ খ্যাত ঋজুকে মনে আছে নিশ্চয়ই। এই ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেতা সৌপ্তিক চক্রবর্তী (Souptik Chakraborty)। বিগত বেশ কিছুদিন ধরেই ব্যক্তিগত সম্পর্কের জেরে শিরোন শিরোনামে রয়েছেন এই অভিনেতা। প্রসঙ্গত এই ধন্যি মেয়ে  সিরিয়ালেই সৌপ্তিকর নায়িকা হয়েছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী রণিতা দাস (Ranita Das)

এই সিরিয়ালে একসাথে অভিনয়ের সূত্রেই একে অপরের প্রেমে পড়েছিলেন সৌপ্তিক-রণিতা। সেই থেকে তাঁদের সম্পর্কের বয়স এখন ১৩ বছর। কিন্তু ইদানিং টেলিপাড়ায় জোর গুঞ্জন ফাটল ধরেছে টেলি জগতের এই মিষ্টি জুটির মধ্যে। চারপাশে চলতে থাকা তাঁদের এই বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই সম্প্রতি এই সময় ডিজিটালের সাথে এক খোলামেলা আড্ডায় বসে ছিলেন অভিনেতা।

Dhanni Meye actor Souptik Chakraborty opens up about his break up rumour with actress Ranita Das

সেখানেই তিনি মুখ খুলেছিলেন রণিতার সাথে ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে অভিনয় জীবনের মতো একাধিক বিষয় নিয়ে। প্রসঙ্গত একটা সময় বাংলা সিরিয়ালে টানা ১০ থেকে ১২ বছর দাপিয়ে অভিনয় করেছিলেন সৌপ্তিক। কিন্তু বর্তমানে দীর্ঘদিন হয়ে গেল ছোট পর্দা থেকে দূরেই রয়েছেন অভিনেতা। বর্তমানে তিনি মন দিয়েছেন প্রযোজনা এবং পরিচালনার কাজে।

তবে এদিনের সাক্ষাৎকারে ছোটপর্দার দর্শকদের প্রিয় ঋজু জানিয়েছেন যদি ভবিষ্যতে তিনি কোনো চ্যানেলের  তরফ থেকে ভালো কোনো প্রজেক্টে কাজ করার সুযোগ পান এবং তাদের সাথে যদি তার সময় মিলে যায় তাহলে তিনি অবশ্যই কামব্যাক করবেন ছোট পর্দায়। অন্যদিকে রণিতার সাথে বিচ্ছেদ জল্পনা প্রসঙ্গে অভিনেতা বলেছেন ‘ও কোনও বিরূপ মন্তব্য করেনি। বলেছে, “আমরা খুব ভালো বন্ধু। এখন রিলেশনশিপ নিয়ে কথা বলতে চাইছি না।’

বাংলা সিরিয়াল,Bengali Serial,ধন্যি মেয়ে,Dhanni Meye,সৌপ্তিক চক্রবর্তী,Souptik Chakraborty,রণিতা দাস,Ranita Das,বিচ্ছেদ,Break Up,জল্পনা,Rumour,প্রতিক্রিয়া,Reaction,টলিউড অভিনেত্রী,Tollywood Actress
সেইসাথে অভিনেতার সংযোজন ‘আমাদের বিয়ে হয়ে গিয়েছে, বাচ্চা হয়ে গিয়েছে,আমাদের ব্রেক আপ হয়ে গিয়েছে, আমার সঙ্গে একজন টলি নায়িকার প্রেম চলছে এই ধরনের প্রচুর জল্পনা শুনতে পাই।’ এরপর অভিনেতার কাছে জানতে চাওয়া হয় তিনি সত্যিই কোন টলিউড অভিনেত্রীর সাথে প্রেমে করছেন কিনা।

এ প্রসঙ্গেও অভিনেতার স্পষ্ট জবাব ‘আমি কোনও টলি নায়িকার সঙ্গে সম্পর্কে নেই। আমি যাঁদের সঙ্গে কাজ করেছি তাঁরা সকলেই বন্ধুু। বন্ধুত্ব মানে প্রেম, এমন কোনও বিষয় নয়। আমি এবং রণিতা এখনো ভালো বন্ধু। একসঙ্গে কাজ করছি। একটা হাউস চালাচ্ছি।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥