• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেবের নায়িকা হতেই বেড়েছে অহংকার! সৌমিতৃষাকে নিয়ে এবার মুখ খুললেন ‘পিপি’ অর্পিতা

Published on:

Arpita Mukherjee,Soumitrisha Kundu,Pradhan,Tollywood,Mithai,Actor,Tollywood actor,Tollywood news,অর্পিতা মুখার্জি,সৌমিতৃষা কুণ্ডু,টলিউড,প্রধান,মিঠাই,অভিনেত্রী,টলিউড অভিনেত্রী,টলিউডের খবর,Arpita Mukherjee Soumitrisha Kundu,Entertainment,Entertainment news,Bangla khobor,অর্পিতা মুখার্জি সৌমিতৃষা কুণ্ডু,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

ছোটপর্দায় কাজ করা বহু তারকাই একদিন টলিউডে কাজ করার স্বপ্ন দেখে। খুব কম সময়ের মধ্যেই সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundu) সেই স্বপ্ন পূরণ হয়েছে। শীঘ্রই টলি সুপারস্টার দেবের হাত ধরে বড়পর্দায় পা রাখতে চলেছেন তিনি। ‘প্রধান’ ছবিতে নায়িকার ভূমিকায় দেখা যাবে তাঁকে। এই মুহূর্তে জোরকদমে নিজের ডেবিউ ছবির প্রচার করছেন সৌমিতৃষা।

তবে ছোটপর্দা থেকে বড়পর্দার এই সফর কিন্তু ‘মিঠাই’ (Mithai) নায়িকার জন্য একেবারেই সহজ ছিল না। ‘প্রধান’এ (Pradhan) সুযোগ পাওয়ার পর কেউ বলেছিলেন, দেবের পাশে ‘বেঁটে’ সৌমিতৃষাকে একেবারে মানাবে না। কারোর আবার বক্তব্য ছিল, দেবের পা চেটে কাজ পেয়েছেন তিনি। এখন আবার অভিনেত্রীর একটি সাক্ষাৎকারে নিয়ে জোর চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

Soumitrisha Kundu interview ahead of Pradhan release

সম্প্রতি জনপ্রিয় এক সংবাদমাধ্যমের তরফ থেকে সৌমিতৃষাকে জিজ্ঞেস করা হয়, টেলিভিশনের নায়িকা হিসেবে তিনি যতখানি সাফল্য পেয়েছেন, বড়পর্দায় (Tollywood) যদি ততটা না পান? জবাবে অভিনেত্রী বলেন, ছোটপর্দায় আমার কেউ স্টার হতে পারবে কিনা সন্দেহ আছে। পাশাপাশি এও জানান, ‘মিঠাই’র যাবতীয় স্টারডম ছেড়ে তিনি ‘প্রধান’র রুমি হয়ে উঠেছেন।

আরও পড়ুনঃ পর্ণাকে বিয়ে করে বাড়ি থেকে পালালো সৃজন, কেঁদে ভাসাচ্ছে বাবুউউর মা! টিভির আগেই ফাঁস ধামাকা পর্ব

তবে সৌমিতৃষার বক্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই তাঁকে ‘অহংকারী’ বলতে শুরু করেন। বিতর্কের এই আবহে সৌমিতৃষার পাশে এসে দাঁড়ালেন তাঁর অনস্ক্রিন ‘পিপি’ অর্পিতা মুখার্জি (Arpita Mukherjee)।

Mithai serial Pipi actress Arpita Mukherjee is making a comeback with Tomar Khola Hawa

‘মিঠাই’ নায়িকা কি সত্যিই অহংকারী? জবাবে অর্পিতা বলেন, ‘সুপারস্টার অথবা তারকা হওয়া একেবারেই সোজা কথা নয়। তারকা হতে গেলে যথেষ্ট পরিশ্রম করতে হয়। সেটা ও করে দেখিয়েছে। সৌমির এটা নতুন শুরু। ও ভালো অভিনেত্রী। একদম ঠিক পথে হাঁটছে ও। যত বড় হবে, ওকে নিয়ে ততই আলোচনা হবে। এটা নিয়ে আমার কোনও মতামত নেই’।

আরও পড়ুনঃ তিন ডিভোর্স নিয়ে জেরবার! মোট কত টাকার মালকিন শ্রাবন্তী? অঙ্কটা শুনলে মাথা বনবন ঘুরবে আমজনতার

সৌমিতৃষার মতো অর্পিতাও কি তাহলে নিজেকে একজন সুপারস্টার মনে করেন? জবাবে অভিনেত্রী বলেন, ‘এটা একেবারেই নিজস্ব ব্যাপার। আমি নিজেকে যদি স্টার বলে মনে করি, তাহলে আমি স্টার। আর আমি যদি মনে না করি তাহলে আমি স্টার নই। তবে আমি এটুকু বলতে পারি, সুপারস্টার তাঁরাই যারা ব্যবসা দিতে পারেন। অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতো তারকাদের সুপারস্টার বলা হয়’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥