• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মৃত্যুর মুখে দীপা, সূর্যকে সরিয়ে স্বামীর পরিচয়ে এগিয়ে এল অর্জুন! ফাঁস তোলপাড় করা প্রোমো

Published on:

Star Jalsha,Bengali serial,Anurager Chhowa,Serial,Anurager Chhowa promo,Arjun,Deepa,Surjya,Television,TV serial,Bengali television,Bangla television,স্টার জলসা,বাংলা সিরিয়াল,অনুরাগের ছোঁয়া,সিরিয়াল,অনুরাগের ছোঁয়া প্রোমো,অর্জুন,সূর্য,দীপা,টেলিভিশন,টিভি সিরিয়াল,বাংলা টেলিভিশন

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকের প্রত্যেকটা পর্ব এখন দারুণ জমজমাট হচ্ছে। একদিকে অর্জুনকে বাবা হিসেবে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে সোনা-রূপা। অন্যদিকে সূর্যকে এখনও নিজের মন থেকে মুছে ফেলতে পারেনি দীপা (Deepa)। পরিবারের থেকে দূরে থাকলেও সূর্যও এখনও শুধু দীপাকেই ভালোবাসে। এসবের মাঝেই চলে এল মোড়ঘোরানো পর্বের প্রোমো (Anurager Chhowa Promo)।

ধারাবাহিকের (Bengali Serial) গত পর্বে দেখা গিয়েছে, স্কুল থেকে বেরিয়ে একা একা অর্জুনের বাড়ি চলে এসেছে সোনা-রূপা। দীপা দুই মেয়েকে এই নিয়ে ভীষণ বকাবকি করে। তবে সোনা-রূপা নিজেদের জেদে অনড় থাকে। তাদের একটাই দাবি, দীপা অর্জুনকে (Arjun) বিয়ে করুক। আজকের পর্বে দেখা যাবে, নাতনিদের এই দাবির কথা শুনে পৃথাকে নিয়ে অর্জুনের বাড়ি এসেছে লাবণ্য সেনগুপ্ত (Labanya Sengupta)।

Anurager Chhowa Arjun and Deepa

তিনি নানানভাবে অর্জুনকে বোঝানোর চেষ্টা করে, দীপাকে বিয়ে করার চিন্তা সে যেন মাথা থেকে বের করে দেয়। অন্যদিকে সূর্য-ইরার (Surjya Ira) হোটেল স্ক্যান্ডেলের ভিডিও দেখে চিন্তায় পড়ে যায় জেলবন্দি মিশকা (Mishka)। সে ভাবে, এভাবে বন্দি হয়ে থাকলে হবে না। এরপর সে জেল থেকে পালানোর ফন্দি এঁটে ফেলে।

আরও পড়ুনঃ বৌকে সাপোর্টের মাশুল, শেষমেশ বাবুউউ’র গায়ে হাত তুলল মা! ফাঁস চোখ ধাঁধানো আগাম পর্ব

এবার স্টার জলসার তরফ থেকে শেয়ার করা হল ‘অনুরাগের ছোঁয়া’র আসন্ন পর্বের প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, আহত দীপাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। দীপাকে দেখতে পেয়ে চিৎকার করে সূর্য। সে বলে, তাড়াতাড়ি ওকে এমারজেন্সিতে নিয়ে এসো। এটা বলে সূর্য বেরিয়ে যায়। আর তখন এসে উপস্থিত হয় অর্জুন।

Anurager Chhowa Deepa accident promo

সে দীপাকে দেখে বলে, ভীষণ ক্রিটিক্যাল কেস। এক্ষুনি ওনাকে ভর্তি করুন। একথা শুনে হাসপাতালের নার্স বলে, এনাকে ভর্তি করা যাবে না। এটা পুলিশ কেস। অর্জুন তখন দৃঢ় গলায় বলে, ‘আমি বলছি করুন’। নার্স তখন জিজ্ঞেস করে, কে আপনি? ওনার স্বামী? দীপার প্রাণ বাঁচাতে অর্জুন তখন বলে, হ্যাঁ, আমি ওনার স্বামী।

আরও পড়ুনঃ পোড়া কপাল, আবারও পরাগকে খুনের দায়ে অভিযুক্ত শিমুল! আগাম পর্ব ফাঁস হতেই ঠিক হয়েছে বলছে নেটপাড়া

ঠিক তখনই সেখানে আসে সূর্য। পিছন থেকে দাঁড়িয়ে নার্সের সঙ্গে অর্জুনের কথোপকথন শুনে নেয়। দীপার স্বামী! একথা শুনে খানিকটা চমকে ওঠে সে। দীপার এই বিপদের দিনে কে ধরবে তার হাত? সূর্য নাকি অর্জুন? জানতে হলে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দা এবং বং ট্রেন্ডের প্রতিবেদনে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥