• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিটল ৯ বছরের ভুল বোঝাবুঝি? মাঝরাতে সালমানের বাড়িতে অরিজিৎ, সুখবরের অপেক্ষায় নেটিজেনরা

Updated on:

Arijit Singh spotted leaving Salman Khan's house video goes viral

দীর্ঘ প্রায় এক দশক পর অবশেষে বরফ গলল সালমান খান (Salman Khan) এবং অরিজিৎ সিং (Arijit Singh) এর সম্পর্কের। বুধবার রাতেই মুম্বাইয়ে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে বেরোতে দেখা গেল দেশের টপ সিঙ্গার অরিজিৎ সিংকে। ভিডিও ভাইরাল হতেই সালমান এবং অরিজিৎ ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন তা হল ‘৯ বছর পর সালমান কি সত্যিই  ক্ষমা করে দিলেন অরিজিৎ সিংকে?

তাছাড়া সামনে মুক্তি পেতে চলেছে সালমান খান অভিনীত সিনেমা ‘টাইগার ৩’। আর তার আগেই সালমানের বাড়ি থেকে অরিজিতকে বের হতে দেখে অনেকেই মনে করছেন সম্ভবত অরিজিতের সৌভাগ্য ফিরলো। অবশেষে সালমান খানের সিনেমায় গান গাওয়ার সুযোগ পেয়ে গিয়েছেন অরিজিৎ। প্রসঙ্গত তাঁদের সম্পর্কের তিক্ততার সূত্রপাত হয়েছিল ২০১৪ সালের এটি অ্যাওয়ার্ড ফাংশনকে ঘিরে।

Arijit Singh spotted leaving Salman Khan's house video goes viral

সেই অনুষ্ঠানে খুবই সাধারণ পোশাক আর পায়ে চপ্পল পরে এসেছিলেন অরিজিৎ। সেইসাথে তাঁর চোখেমুখেও ছিল ক্লান্তির ছাপ। সেবার ওই অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন স্বয়ং বলিউডের ভাইজান সালমান খান। অরিজিতকে ওইভাবে দেখে রসিকতা করে সালমান এদিন প্রশ্ন করেছিলেন ঘুমিয়ে পড়েছিলে নাকি? জবাবের অরিজিৎ বলেছিলেন ‘কী করব? আপনারা ঘুম পাড়িয়ে দিলেন?’।

আরও পড়ুনঃ বলিউডে কাজ করে বেড়েছে অহংকার! পরমব্রতকে নিয়ে বিস্ফোরক পর্দার ‘শিমুল’ মানালি

উত্তরে সালমান বলেছিলেন ‘এইরকম গান গাইলে লোকে ঘুমিয়েই যাবে’। যদিও সালমান অডিজিতের এই দ্বৈরথ এখানেই থেমে থাকিনি। অরিজিতের মন্তব্যকে ভালো চোখে দেখেননি সালমান। তাই এই ঘটনার পর থেকে সালমান খানের ‘বাজরাঙ্গি ভাইজান’, ‘কিক’ কিম্বা ‘সুলতান’ সিনেমা থেকে পরপর অরিজিৎ সিং এর গান বাদ দেওয়া বাদ দেওয়া শুরু হয়।

আরও পড়ুনঃ পর্দায় অত্যাচারী, বাস্তবে কেমন ইচ্ছে পুতুলের রূপ? স্ত্রী শালীর সাথে আড্ডায় সিক্রেট ফাঁস ফাহিমের

বলিউড,Bollywood,সালমান খান,Salman Khan,অরিজিৎ সিং,Arijit Singh,গান,Music,ভাইরাল ভিডিও,Viral Video,সোশ্যাল মিডিয়া,Social Media,টাইগার ৩,Tiger 3

বারবার চেষ্টা করেও সালমান অরিজিতের ফোন কিংবা মেসেজের কোন উত্তর না দেওয়ায় ২০১৬ সালে ফেসবুকে একটি পোস্ট-এর মাধ্যমে সালমান খানের কাছে ক্ষমা চেয়ে খোলা চিঠি লিখেছিলেন অরিজিৎ।সেই পোস্টটিতে গায়ক লিখেছিলেন ‘আপনাকে কোনওভাবেই আমি অপমান করিনি। আমি অনেক গান করেছি। কিন্তু, আপনার লিপে একটি গান গেয়ে আমি অবসর নিতে চাই। সেই সুযোগ ছিনিয়ে নেবেন না প্লিজ।’ এই ঘটনার পর কেটে গিয়েছে ৯ বছর।

কিন্তু অরিজিতকে ক্ষমা করেননি সালমান। এই ঘটনার পর থেকে সালমান আর অরিজিতকে কখনও  একসাথে দেখা যায়নি। অরিজিৎ চাইলেও সালমান বারবার এড়িয়ে গিয়েছেন তাঁকে। অন্যদিকে ইতিমধ্যেই একের পর এক হিট গান দিয়ে আসমুদ্র  হিমাচল গোটা দেশবাসীর নয়নের মনি হয়ে উঠেছেন অরিজিৎ। তাছাড়া অরিজিতের গান বেশ পছন্দ করেন খোদ বলিউড বাদশা শাহরুখ খান।

শাহরুখ খানের দু’দুটি কামব্যাক সিনেমা ‘পাঠান’ থেকে ‘জাওয়ান’ সবেতেই সুপারহিট অরিজিতের গাওয়া গান। এবার সালমানও কি ক্ষমা করে দিলেন অরিজিৎকে? বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও থেকে এমনটাই আঁচ  করছেন সালমান-অরিজিৎ ভক্তরা। অনেকেই আশা করছেন সালমান খানের আসন্ন সিনেমা টাইগার ৩-তেও শোনা যেতে পারে অরিজিৎ সিং এর গাওয়া গান।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥