• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিশ্বকাপের মাঝেই খুশির খবর, দ্বিতীয় বার মা হচ্ছেন বিরাট পত্নী অনুষ্কা! না চাইতেও ফাঁস বেবিবাম্পের ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। তবে আরও একটা কারণে তাঁর জনপ্রিয়তা রয়েছে, হ্যাঁ ঠিকই ধরেছেন বর্তমানে ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী (Virat Kohli Wife) অনুষ্কা। সকলেই জানেন সেলেব্রিটিদের অন্দরমহলের খবর জানার জন্য উৎসুক থাকে জনতা। এক্ষেত্রে ব্যতিক্রম নন অনুষ্কাও, আর সম্প্রতি অনুষ্কা শর্মার দ্বিতীয় বার মা হওয়ার জল্পনা নিয়ে সরগরম হয়েছে নেটপাড়া।

বিগত বেশ কিছুদিন পাপ্পারাৎজিদের একটু এড়িয়ে চলছেন অনুষ্কা। এরপর থেকেই অনেকের মনে সন্দেহ নিশ্চই দ্বিতীয়বার মা হতে চলছেন অভিনেত্রী! এমনকি অনেকের ধারণে বিশ্বকাপ শেষ হলেই নাকি নিজের প্রেগনেন্সির কথা ঘোষণা করবেন তিনি। কিন্তু তার আগেই রীতিমত হইচই কান্ড, ফাঁস হল অনুষ্কা শর্মার বেবিবাম্প (Anushka Sharma Baby Bump)!

   

Anushka Sharma Babybump spotted

রবিবার বিশ্বকাপের গ্রূপ লীগের শেষ ম্যাচের আগে জন্মদিনেই শতরান হাঁকিয়েছেন বিরাট কোহলি। এরপর অনুষ্কাকে নিয়ে টিমের হোটেলে প্রবেশ করছিলেন বিরাট। সেই সময়েই পাপ্পারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ল বেবিবাম্প? মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ভাইরাল নেটপাড়ায়।

আরও পড়ুনঃ ১৫ লক্ষের প্রতারণা! সৌরভ সঞ্চালিত ‘দাদাগিরি’ বিরুদ্ধে বিস্ফোরক ‘সিজেন ৯’ বিজেতা মইনুদ্দিন

যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে সেখানে অনুষ্কাকে কালো রঙের একটি ড্রেসে দেখা যাচ্ছে। তবে ড্রেসের থেকেও বেশি নজর কেড়েছে অভিনেত্রীর পেটের অংশ যেটা দেখে বেবিবাম্প বলেই মনে করছেন নেটিজেনদের একাংশ। তবে সেটা আদৌ সত্যি কি না তা জানা যায়নি।

আরও পড়ুনঃ নজরুলগীতি নিয়ে ছিনিমিনি! ‘কারার ওই লৌহ কপাট’ বিতর্কে এ আর রহমানকে ধুয়ে দিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী

 

View this post on Instagram

 

A post shared by Melika ??‍♀️ (@anushkalogy)

প্রসঙ্গত,অনুষ্কাকে নিয়ে কখনোই প্রশংসার কমতি রাখেন না বিরাট কোহলি। এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘অনুষ্কা আমায় শিখিয়েছে, কিভাবে খারাপ সময়ে পাশে থাকতে হয়। ওই সময়টা সৎ থাকা কতটা প্রয়োজন। খারাপ সময় থেকে ঠিক বেরিয়ে আসা যায়’।