• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যি মাটির মানুষ! স্কুটিতে চেপে স্ত্রীকে নিয়ে ঠাকুর দেখলেন সবার প্রিয় অরিজিৎ, রইল সেই ভিডিও

Updated on:

Arijit Singh,Durga Puja,Pandal hopping,Bollywood,Singer,Bollywood singer,Music,Bollywood news,Scooty,অরিজিৎ সিং,দুর্গা পুজো,বলিউড,গায়ক,বলিউড গায়ক,সঙ্গীত,স্কুটি,বলিউডের খবর,Entertainment,Entertainment news,Bangla khobor,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

তারকা মানেই ইয়া বড় গাড়ি, তারকা মানেই ভিড় এড়িয়ে চলা- এসব কথা ভুলেও মাথায় আনেন না অরিজিৎ সিং (Arijit Singh)। দেশের অন্যতম জনপ্রিয় এবং সফল সঙ্গীতশিল্পী হলেও আর পাঁচজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পছন্দ করেন এই বঙ্গ তনয়। তারকাসুলভ আচরণ ছেড়ে মাটির কাছাকাছি থাকতে পছন্দ করেন তিনি।

মুর্শিদাবাদের এই ছেলে আজ নিজের গায়কীর মাধ্যমে কাঁপাচ্ছেন বলিউড (Bollywood)। তবুও যেন জিয়াগঞ্জে এলে তাঁকে চিনে নিতে ভীষণ কষ্ট হয়। কারণ এখানে অরিজিৎ কোনও তারকা নন, বরং সবার ঘরের ছেলে। স্কুটি চেপে অনায়াসে যাতায়াত করেন গায়ক। কখনও তাঁকে দেখা যায় ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছেন, কখনও আবার বেরিয়ে পড়েন ব্যাগ হাতে বাজার করতে।

Arijit Singh, Arijit Singh fees for wedding

সম্প্রতি যেমন দুর্গা পুজোর (Durga Puja) সময় স্কুটি (Scooty) চেপেই স্ত্রীকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলেন অরিজিৎ। এক ঝলক দেখলে কে বলবে ইনিই সেই গায়ক যার কণ্ঠে মুগ্ধ আসমুদ্র হিমাচল! যদিও এই প্রথম নয়, অতীতেও বহুবার স্কুটি নিয়ে অরিজিৎকে জিয়াগঞ্জে ঘুরতে দেখা গিয়েছে।

আরও পড়ুনঃ মিশকার সন্তানকে স্বীকার করে নিল লাবণ্য! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র তুলকালাম পর্ব

আসলে জিয়াগঞ্জ অরিজিতের মনের ভীষণ কাছের। কেরিয়ারে এত সফলতা লাভের পরেও তাই নিজের ভিটেমাটি ছেড়ে যেতে পারেননি তিনি। স্ত্রী, সন্তানদের নিয়ে এখানেই থাকেন গায়ক। পুজোর কয়েকটা দিনও তাই এখানেই কাটান তিনি। সকলের সঙ্গে মিলেমিশে দুর্গাপুজো উদযাপন করেন গায়ক।

আরও পড়ুনঃ অভিষেকের ছবি বুকে আগলে বাড়িতেই দুর্গাপুজো করলেন সংযুক্তা! ছবি প্রকাশ্যে আসতেই প্রশংসা নেটিজেনদের

Arijit Singh, Arijit Singh educational qualification

শুধু তাই নয়, অনেকেই হয়তো জানেন না, অরিজিৎ এমন একজন মানুষ যিনি বিশেষ দিনগুলোয় কোনও রকম কাজ রাখেন না। কারণ এই দিনগুলো শুধুমাত্র পরিবারের সঙ্গে কাটাতে চান তিনি। শোনা যায়, এই সময়টা অনেক ক্ষেত্রে অরিজিৎকে ফোন করেও পাওয়া যায় না। গায়কের সঙ্গে যোগাযোগ করতে হলে তাঁর ম্যানেজারের মাধ্যমে করতে হয়।


প্রসঙ্গত, অরিজিতের কেরিয়ারের নিরিখে বলা হলে, শীঘ্রই রিলিজ করছে সলমন খানের ‘টাইগার ৩’। দীর্ঘ মনোমালিন্য শেষে এই ছবির হাত ধরে ফের পর্দায় কামব্যাক করছে সলমন-অরিজিৎ জুটি। এবার দেখা যাক, তাঁদের এই গান দর্শকদের মন জয় করতে পারে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥