• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আমকে নিতে বেশি বাজেট লাগে’, নতুন সিরিয়ালে কামব্যাক প্রসঙ্গে বিস্ফোরক ‘লক্ষ্মী কাকিমা’ অপরাজিতা

Published on:

Aparajita Adhya opens up about comeback and Recent Trend in Bengali Serials

Aparajita Auddy opens up about comeback : বাংলা বিনোদন জগতের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)।ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অবাধ যাতায়াত এই অভিনেত্রীর।  এই মুহূর্তে সিনেমাহলে চলছে অপরাজিতা আঢ্য অভিনীত সিনেমা ‘চিনি ২’। তবে ছোট পর্দায় তাঁকে শেষবার দেখা গিয়েছিল জি বাংলার (Zee Bangla) ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ (Lokhi Kakima Supertar) সিরিয়ালে। টেলিভিশনের পর্দায় এই সিরিয়াল শেষ হয়েছে ডিসেম্বরে।

তারপর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় আট মাস। লক্ষ্মীকাকিমা শেষ হওয়ার পর এখনও পর্যন্ত ছোট পর্দায় ফেরার নাম নেই অভিনেত্রীর। তবে বর্তমানে তিনি বাংলা সিরিয়ালের জগৎ থেকে দূরে থাকলেও ছোট পর্দায় এখনও কিন্তু প্রায়  রোজদিনই দেখা যায় অভিনেত্রীকে। আসলে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ঘরে ঘরে জি বাংলার হাত ধরে বিভিন্ন জেলার বিভিন্ন শহরে হাজির হচ্ছেন অভিনেত্রী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,টলিউড,Tollywood,অপরাজিতা আঢ্য,Aparajita Adhya,কামব্যাক,Comeback,মন্তব্য,Comment,বড় বাজেট,Big Budget

অল্পদিনেই অপরাজিতা সঞ্চালিত এই শো বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে। তবে একসময় কিন্তু বাংলা সিরিয়ালের হাত ধরেই আজকের এইজায়গায় পঞ্চান্নতে পেরেছেন অভিনেত্রী,পেয়েছেন সাফল্যের স্বাদ। তাই স্বাভাবিকভাবেই দর্শকদের মনে কৌতূহল আবার কবে সিরিয়ালে দেখা যাবে পর্দার এই ‘হাসিখুশি’ লক্ষ্মীকাকিমাকে?

আরও পড়ুনঃ গুরুতর অসুস্থ, বিছানায় বর্ষীয়ান অভিনেত্রী অপর্ণা সেন! কি জানাচ্ছেন চিকিৎসকরা?

বড় বাজেট লাগবে!

সম্প্রতি এপ্রসঙ্গে সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন খোদ অভিনেত্রী নিজেই। সেখানে অভিনেত্রীর স্পষ্ট জানিয়েছেন তাকে নিত গেলে বড় বাজেট লাগে। অভিনেত্রীর কথায় ‘যেহেতু আমাকে নিয়ে সিরিয়াল করা আর্থিক ভাবেও অনেকটা বড় জায়গা রাখে। আমাকে নিতে গেলে মানুষকে ভাবনা-চিন্তা করতে হয়। কারণ অর্থের একটা বড় জায়গা  আছে।’

বাংলা সিরিয়াল,Bengali Serial,টলিউড,Tollywood,অপরাজিতা আঢ্য,Aparajita Adhya,কামব্যাক,Comeback,মন্তব্য,Comment,বড় বাজেট,Big Budget

সিরিয়ালে ফেরার জন্য কি শর্ত দিয়েছেন অপরাজিতা ?

সেই সাথে এখনকার বাংলা সিরিয়ালের গল্প নিয়ে খানিক অভিযোগে সুরেই অভিনেত্রী বলেছেন ‘টেলিভিশনে এখন একটা ট্রেন্ড চলছে একরকমের গল্প। একটা সিরিয়ালের একরকমের গল্প হিট করে যাচ্ছে মানে সেরকমই। আমাকে নিয়ে অন্যরকম কিছু না ভাবলে এই মুহূর্তে আমি করার কথা ভাবছি না। করব অবশ্যই। চরিত্রটা আমার পছন্দের হতে হবে’।

আরও পড়ুনঃ আর বিয়ে করতে চাই না, তিনবার বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক শ্রাবন্তী

বিষয়টা আরও স্পষ্ট করে দিয়ে অভিনেত্রী বলেছেন কথা দিতে হবে তাঁর অভিনীত চরিত্রের মোড় ঘোরানো যাবে না। তাঁকে জবাবে গল্প শোনানো হবে সেই ভাবেই এগোতে হবে। অভিনেত্রীর সংযোজন  ‘টেলিভিশন আমার খুব পছন্দের জায়গা। আমি অপরাজিতা আঢ্য হয়েইছি টেলিভিশনের জন্য। সুতরাং আমি টেলিভিশনে ফিরবই। তবে সেটা শর্তসাপেক্ষ।’ পর্দার লক্ষ্মী কাকিকমার এই মন্তব্য শোনার পর দর্শকদের অনেকেই  ছোট পর্দার বীথিবাসী অভিনেত্রী রূপা গাঙ্গুলী কিংবা সহচরী অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের মিল পেয়েছেন তাঁর সাথে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥