• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেঁদো না আমরা যমজ বোন, সব সত্যি ফাঁস করল রুপা! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা পর্ব

Published on:

Anurager Chhowa Rupa reveal the truth to sona new promo on air

অনুরাগের ছোঁয়ার (Anurager Chhowa) প্রতিটি পর্ব জুড়ে এখন থাকছে একের পর এক ধামাকা। একদিকে সূর্য-দীপার (Surjo-Deepa) একঘেয়ে ঝগড়া আর মিশকার শয়তানি রেখে যেমন বিরক্ত হয়ে পড়েছেন দর্শক।  তেমনি ছোট্ট সোনা-রুপার (Sona-Rupa) তুখোর অভিনয় দেখে চোখও ফিরিয়ে রাখতে পারছে না কেউ। এই মুহূর্তে ধারাবাহিকে চলছে সোনার ট্র্যাক।

তার মনের অবস্থা এবং বাবার প্রতি তার রাগ অভিমান নিয়েই এগোচ্ছে সিরিয়ালের গল্প। এরইমধ্যে উর্মির মা রত্নার কথায় মিশকা আবারও মরিয়া হয়ে উঠেছে সূর্য-দীপার জীবনে বড়সড়ো সর্বনাশ ডেকে আনতে।  সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন শ্বাশুড়ি লাবণ্য সেনগুপ্তের কথায় সোনা রুপার কথা ভেবেই দীপা এখন সেনগুপ্ত বাড়িতেই থাকছে। যার ফলে একদিকে সূর্য যেমন দীপার ভালো গুণ গুলো দেখছে আর আরও একবার মুগ্ধ হয়ে যাচ্ছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,আসন্ন পর্ব,Upcoming Episode,সত্যি ফাঁস,Truth Reveal,নতুন প্রোমো,New Promo

তেমনি আবার পরক্ষণেই মিশকার উস্কানিতে যাচ্ছে তাই ভাবে অপমান করছে দীপাকে। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে অনুরাগের ছোঁয়ার এটি নতুন প্রমো (New Promo)। সেখানে দেখা আছে বাড়ির বাইরে দৌড়ে দৌড়ে বেরিয়ে আসছে সোনা। আর কাঁদতে কাঁদতে বলছে ‘কেউ নেই আমার কেউ নেই,কেউ আমায় ভালোবাসে না।’

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,আসন্ন পর্ব,Upcoming Episode,সত্যি ফাঁস,Truth Reveal,নতুন প্রোমো,New Promo

তখন সোনাকে আটকাতে তার পিছন পিছন ছুটে আসে রুপাও।  এরপর রুপা সোনাকে বলতে শুরু করে ‘হিংসুকুটি দাঁড়াও আজ তোমাকে আমি সব সত্যি বলে দেব। রুপার বাবা-মাই তোমার বাবা-মা।  আমরা জমজ বোন। তাইতো আমাদের জন্মদিন একই দিনে।’

আরও পড়ুনঃ সোহাগ জল শেষ হতেই নতুন প্রজেক্ট, কামব্যাক নিয়ে মুখ খুললেন ‘বেণী বৌদি’র দেওর হানি বাফানা

আরও পড়ুনঃ লাবণ্য থেকে ঝিলমিল, শাড়ি ছেড়ে বোল্ড লুকে নেটপাড়া কাঁপাচ্ছেন সিরিয়ালের এই ৭ শ্বাশুড়ি

এরপর দেখা রুপা সোনাকে সব সত্যি বলে দেওয়ার পর সেখানে হাজির হয় তাঁদের মা দীপাও। দীপার রুপাকে সত্যি বলায় চিৎকার করে আবার রুপাকে থামিয়ে দেয় দীপা। যা দেখার পর দর্শকদের চোখে এবার সূর্যের মতোই ভিলেন হয়ে যাচ্ছে দীপাও।

প্রসঙ্গত, গত পর্বেই সূর্যকে জড়িয়ে ধরায় মিশকাকে ঠাসিয়ে চড় মারে দীপা। চড় মেরে প্রশ্ন ছুঁড়ে দেয়, ‘অন্যের বরকে জড়িয়ে ধরতে লজ্জা করে না?’ দীপার এই প্রতিবাদী রূপ দেখে রীতিমত উচ্ছসিত দর্শকেরা। কিন্তু এতকিছু সত্ত্বেও সত্যিটা সামনে আসছে না। তাই কতদিনে হবে সূর্য-দীপার মিলন সেই দিকেই তাকিয়ে দর্শকেরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥