• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জামাইবাবুর সাথেই প্রেম করছে অনুরাগের ছোঁয়া’র উর্মি! দিব্যজ্যোতির সাথে ছবি ফাঁস হতেই শুরু জল্পনা

চুটিয়ে প্রেম করছেন ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) সূর্য আর ঊর্মি, টলিপাড়ার কান পাতলে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন। দিব্যজ্যোতি দত্ত এবং সৌমিলি চক্রবর্তীর (Soumily Chakraborty) অফস্ক্রিন সম্পর্ক নিয়ে এখন জোর আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও। এসবের মাঝেই আচমকা বধূ বেশে সামনে এলেন পর্দার ঊর্মি।

কনের সাজে বেশ দেখাচ্ছিল দীপার বোনকে। পরনে লাল রঙের বেনারসি, নীল রঙের ব্লাউজ। মাথায় দেওয়া সোনালি রঙের ওড়না। চুলের ডানদিকে গোঁজা বেশ কয়েকটি সাদা রঙের গোলাপ। সৌমিলির এই সাজের পিছনে রয়েছেন রূপটান শিল্পী দীপঙ্কর রায়। যিনি আবার সম্পর্কে ‘অনুরাগের ছোঁয়া’র মিশকা তথা অহনার প্রেমিক।

   

Soumily Chakraborty,Urmi,

সৌমিলি বধূবেশে ছবি শেয়ার করা মাত্রই তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায় নেটপাড়ায়। যদিও সিরিয়ালের খাতিরেই এই সাজে ধরা দিয়েছেন পর্দার ঊর্মি (Urmi)। ‘অনুরাগের ছোঁয়া’র আসন্ন পর্বে এই লুকে তাঁকে দেখতে পাবেন দর্শকরা।

আরও পড়ুনঃ বহু মানুষের সাথে সম্পর্কে ঠকেছি! স্বামীর পাশে বসেই পুরোনো প্রেম নিয়ে বিস্ফোরক ইমন চক্রবর্তী

সৌমিলির বধূবেশের এই সাজ সিরিয়ালের খাতিরে হলেও, দিব্যজ্যোতির (Dibyojyoti Dutta) সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন কিন্তু এখনও চলছে। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় দু’জনের একটি ছবি ভাইরাল হয়েছিল। সেটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল, শ্যুটিংয়ের ফাঁকে রোম্যান্টিক মুডে ধরা দিয়েছেন তাঁরা।

Anurager Chhowa Soumily Chakraborty opens up about her relation with Dibyojyoti Dutta

সাম্প্রতিক অতীতে অনস্ক্রিন শালির সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন পর্দার ‘সূর্য’ তথা দিব্যজ্যোতি। নিজেদের জুটির নাম রেখেছেন ‘সূর্মি’। এরপর থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন মাথাচাড়া দেয় নেটপাড়ায়।

আরও পড়ুনঃ কচি বয়সে বাবার চরিত্রে অভিনয়! বাংলা সিরিয়ালের এই ৫ নায়কের আসল বয়স কত জানেন?


দিব্যজ্যোতির লাভ লাইফ নিয়ে বহুল চর্চা হলেও, অভিনেতা এই বিষয়ে খুব একটা কথা বলেন না। অতীতে সৌমিতৃষা কুণ্ডু, স্বস্তিকা ঘোষের সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। সেই সময়ও বিষয়গুলিকে হাসিঠাট্টা করেই উড়িয়ে দিয়েছিলেন তিনি। সম্প্রতি আবার সোশ্যাল মিডিয়ায় নিজের লেখা একটি কবিতা শেয়ার করেছেন দিব্যজ্যোতি। সেই লেখার প্রতিটি লাইনে বিরহের সুর স্পষ্ট। তাহলে কি বিশেষ কাউকে কল্পনা করে এই কবিতা লিখেছেন ‘অনুরাগের ছোঁয়া’ নায়ক? মেলেনি সেই প্রশ্নের উত্তর।