• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীপার জীবনে দ্বিতীয় পুরুষ আসায় বিরক্ত? সাক্ষাৎকারে বিস্ফোরক ‘সূর্য’ অভিনেতা দিব্যজ্যোতি

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) জনপ্রিয়তার অন্যতম কারণ হল সূর্য-দীপার চোখধাঁধানো কেমিস্ট্রি। এতদিন তাদের দেখেই মুগ্ধ ছিল দর্শকরা। তবে আচমকাই সিরিয়ালের গল্পে এসেছে বিরাট পরিবর্তন। সূর্য-দীপার ডিভোর্স দেখিয়ে এন্ট্রি হয়েছে নতুন নায়ক অর্জুনের। আর এখন তাকে নিয়েই মাতামাতি করছেন দর্শকরা।

অতীতেও বহু বাংলা সিরিয়ালে (Bengali Serial) মাঝপথে নতুন নায়কের এন্ট্রি দেখেছেন দর্শকরা। আর বেশিরভাগ ক্ষেত্রেই তাতে প্রধান নায়কের গুরুত্ব কমে গিয়েছে। তা সে ‘এক্কা দোক্কা’ হোক বা ‘ইচ্ছে পুতুল’- সর্বত্রই দেখা গিয়েছে এক জিনিস। ‘এক্কা দোক্কা’য় যেমন নায়িকা রাধিকার নায়ক হিসেবে দেখানো হয়েছিল নতুন হিরো অনির্বাণকে। ‘ইচ্ছে পুতুল’র ক্ষেত্রেও দর্শকরা চাইছেন, নীলকে ছেড়ে জিষ্ণুর সঙ্গে সংসার পাতুক মেঘ।

   

Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa and Arjun meet at the school reunion

এখন ‘অনুরাগের ছোঁয়া’র ক্ষেত্রেও খানিকটা এক চিত্র দেখা যাচ্ছে। দীপার (Deepa) প্রতি অর্জুনের ভালোবাসা দেখে ইতিমধ্যেই মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা। তাঁদের দাবি, সূর্যকে ছেড়ে অর্জুনের (Arjun Chakraborty) সঙ্গে নতুন করে জীবন শুরু করুক দীপা। সূর্য থাকুক মিশকা আর তার ছেলেকে নিয়ে। দর্শকদের এমন প্রতিক্রিয়ায় কতটা খারাপ লাগছে ‘সূর্য’ অভিনেতা দিব্যজ্যোতির (Dibyojyoti Dutta)?

আরও পড়ুনঃমরে গেলেও এই বাড়িতে ফিরবো না! ঠাম্মিকে জানিয়ে দিল মেঘ, টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল ‘অনুরাগের ছোঁয়া’ অভিনেতার সঙ্গে। পর্দার সূর্যকে (Surjya) নতুন নায়কের এন্ট্রি প্রসঙ্গে জিজ্ঞেস করা হতেই তিনি বলেন, ‘আমার মধ্যে কোনও রকম ইগো নেই। আর ইগো নেই বলেই আমার মধ্যে হিংসা নামের অনুভূতিটা জায়গা পায় না’।

Dibyojyoti Dutta on Anurager Chhowa decreasing TRP

দিব্যজ্যোতি আরও বলেন, ‘অর্জুনদাকে আমি ভীষণ ভালোবাসি। উনি যখন ‘গানের ওপারে’ ধারাবাহিকে অভিনয় করতেন, আমি তখন স্কুলে পড়তাম। ওই ধারাবাহিকটি বাংলা টেলিভিশনের সম্পদ। আর অর্জুনদা হল আমার অনুপ্রেরণা। বড়দের দেখেই তো ছোটরা শেখে। আমার মা বলে, কখনও হিংসা করবি না। যদি হিংসা করিস বড় হতে পারবি না। আমি আমার জায়গায় আর অর্জুনদা অর্জুনদার জায়গায়। দু’জনে দারুণ অভিনয় করলে সিরিয়াল আবার আগের জায়গায় ফিরে যাবে’।

আরও পড়ুনঃ বিয়ের কথা দিয়ে সর্বনাশ করেছে নীল, ময়ূরী নোংরা অপবাদ দিতেই ফর্মে ফিরল মেঘ! ফাঁস দুর্ধর্ষ পর্ব

প্রসঙ্গত, ‘অনুরাগের ছোঁয়া’য় সদ্য এন্ট্রি হয়েছে অর্জুন নামের চরিত্রটির। দীপাকে মনে মনে ভীষণ ভালোবাসে সে। বহু বছর পর স্কুলের রিইউনিয়নে দেখা হয় দু’জনের। এবার দীপা-অর্জুনের সম্পর্কের সমীকরণ কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।