• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গয়না চুরি যেতেই পাল্টি, শিমুলকে চোর অপবাদে তাড়াবে মধুবালা! টিভির আগেই ফাঁস তোলপাড় করা পর্ব

Published on:

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Madhubala became ungrateful to Shimul

‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache Koi Moner Kotha) শিমুলের জীবনে কষ্টের শেষ নেই। বিয়ের পর থেকে চোখের জল পড়ছে তার। প্রথমে স্বামী-শাশুড়ি-দেওর সবার অত্যাচার সহ্য করতে হতো তাকে। এরপর যদিও ভালো হয়ে যায় তার শাশুড়ি। কিন্তু এবার গয়না চুরি যেতেই ফের পুরনো ফর্মে ফিরবেন মধুবালা। সব কিছু ভুলে শিমুলকে ‘চোর’ অপবাদ দেবে পরাগের মা!

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, প্রিয়াঙ্কার বুদ্ধি মতো ভালোমানুষির নাটক শুরু করেছে পরাগ। শিমুলের সঙ্গে নতুন করে সংসার শুরু করার কথা বলে সে। স্বামীর এমন আচমকা ভোলবদল দেখে অবাক হয়ে যায় শিমুল (Shimul)। তবে ছেলের ভালোমানুষির নাটক দেখে গলে যায় মধুবালার (Madhubala) মন।

Kar Kache Koi Moner Kotha Shimul understands Parag is ready to do something

গত পর্বে দেখা যায়, মধুবালা তার ছোট ছেলেকে বলছে, শিমুল হল ঘরের লক্ষ্মী। তার যদি কিছু একটা হয়ে যায় তাহলে এই সংসারের দায়িত্ব নেবে বাড়ির বড় বউ। তাই শিমুলকে যেন কখনও অপমান না করে পলাশ। শুধু তাই নয়, বিয়ের পর প্রতীক্ষাকেও সম্মান এবং ভালোবাসা দেওয়ার কথা বলে মধুবালা।

আরও পড়ুনঃ ফাটিয়ে দিচ্ছে গীতা LLB-জগদ্ধাত্রী, প্রথম পাঁচেও নেই অনুরাগের ছোঁয়া! দেখুন ওলটপালট TRP তালিকা

Kar Kache Koi Moner Kotha Shimul dance in Palash's wedding

ছোট ছেলে পলাশকে (Parag) এত জ্ঞান-উপদেশ দিলেও এবার নিজে অকৃতজ্ঞের মতো আচরণ করতে চলেছে মধুবালা। এতদিন ধরে তার এবং পুতুলের জন্য শিমুল যা যা করেছে সব কিছু নিমেষের মধ্যে ভুলে যাবে সে। গয়না চুরি যেতেই শিমুলকে ভুল বুঝবে মধুবালা।

আরও পড়ুনঃ বাবা হওয়ার যোগ্যই নয়, সূর্যর সামনেই অর্জুনের সাথে চললো দীপা! টিভির আগেই ফাঁস ধুন্ধুমার পর্ব

Kar Kache Koi Moner Kotha Madhubala trusts Parag

‘কার কাছে কই মনের কথা’র প্রোমোতেই দেখা গিয়েছিল, পলাশের বিয়ের মধ্যেই শিমুলের ঘাড়ে গয়না চুরির অপবাদ দেবে পরাগ। প্রতিবাদ না করে, উল্টে শিমুলকেই দোষী ভাববে তার শাশুড়ি মা। শতদ্রুর সঙ্গে নতুন জীবন শুরু করবে বলে শিমুল গয়না চুরি করেছে, বলবে মধুবালা।

পরাগের মায়ের এই আচরণ দেখেই বেজায় রুষ্ট দর্শকরা। যে মেয়েটা পাঁচ লাখ টাকার লোভে না পড়ে অনায়াসে সেই অর্থ পুতুলের নামে রেখে দেয়, সেই মেয়েটাকে আজ কত সহজে দোষী ভাবছে মধুবালা! এটা দেখেই চটে গিয়েছেন অনেকে। এবার দেখা যাক, নিজের ভুল কবে বোঝে শিমুলের শাশুড়ি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥