ষ্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। একসময় লাগাতার টিআরপি (TRP) তালিকায় প্রথম স্থানে থাকলেও বর্তমানে নিজের জায়গা ধরে রাখতে বেশ কষ্টের মুখে পড়ছে ধারাবাহিকটিকে। তবে আজও সূর্য-দীপার কাহিনী দেখার জন্য টিভির সামনে অপেক্ষায় বসে থাকেন অজস্র ভক্তরা। বিশেষ করে এখন প্রতিটা পর্বই যেন নতুন চমক নিয়ে হাজির হচ্ছে।
রুপাকে মারতে গিয়ে দীপার কাছে হাতেনাতে ধরে পরে মিশকা। এরপর কোর্টে রুপার বয়ান অনুযায়ী ১০ বছরের জন্য জেলে যেতে হয়েছে তাকে। এরপর সব ঠিক হওয়ার কথা থাকলেও তেমনটা হয়নি। দীপা এখনও রুপার চিকিৎসা নিয়ে চিন্তিত অন্যদিকে সূর্য সমস্ত কিছু ছেড়ে নিরুদ্দেশের পথে পারি দিয়েছে।

এরই মাঝে শোনা যাচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’র গল্প নাকি ১০ বছর লিপ নিতে চলেছে। অর্থাৎ সোনা-রুপা দুজনেই বড় হয়ে যাবে। সেক্ষেত্রে নতুন অভিনেত্রীদের দেখা যাবে দুই বোনের চরিত্রে। করা এন্ট্রি নেবেন সিরিয়ালে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। তবে অফিসিয়াল কোনো ঘোষণায় শোনা যায়নি এই বিষয়ে।
আরও পড়ুনঃ মায়ের মন রাখতে পৌরষত্ত্ব ফলানোই কাল হবে! পর্ণাকে অগ্রাহ্য করে বিপদে সৃজন, ফাঁস মহাধমকা পর্ব
তবে অনেকেরই মনে প্রশ্ন জাগছে হটাৎ কি করে সকলে বলছে লিপ নেবে ধারাবাহিক? এর উত্তর হল তেলেগু সিরিয়াল ‘কার্তিকা দীপম’ এর গল্প অনেকটাই একই রকম। তাই দর্শকদের অনেকে অনুমান করছেন ঐ সিরিয়ালের মত এটিতেও লিপ আসবে। তবে আদৌ সেটা হবে কি না সেটা আগামী দিনের পর্ব দেখলে তবেই জানা যাবে।

আরও পড়ুনঃ পর্দায় বিচ্ছেদ হলেও বাস্তবে পার্টি মুডে দীপা-সূর্য, ফাঁস টীম ‘অনুরাগের ছোঁয়া’র পিকনিকের ভিডিও
প্রসঙ্গত, সিরিয়ালে বিচ্ছেদের পর্ব চললেও বাস্তবে কিন্তু বেশ খোশ মেজাজে রয়েছেন সকলেই। সম্প্রতি পিকনিকে মেতে উঠেছিল সূর্য-দীপা, সোনা-রুপা থেকে লাবণ্য সহ গোটা অনুরাগের ছোঁয়ার টিম। সেখানে সূর্যকে গান গাইতে ও দীপাকে নাচতেও দেখা গিয়েছে।














