• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মায়ের মন রাখতে পৌরষত্ত্ব ফলানোই কাল হবে! পর্ণাকে অগ্রাহ্য করে বিপদে সৃজন, ফাঁস মহাধমকা পর্ব

Published on:

Neem Phooler Madhu Parna warns Srijan about Godown Opening but No One Cares

জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phooler Madhu) দেখেন না এমন বাঙালি দর্শক খুব কমই রয়েছে। যৌথ পরিবারে সংসার করতে এসে অদ্ভুত দোটানায় পড়েছে পর্ণা। একদিকে বাবুউউর মা কৃষ্ণা যে তাকে সহ্যই করতে পারে না। অন্যদিকে সৃজন মনথেকে ভালোবাসলেও মুখে সেটা বলতে পারে না। মাঝে বৌকে কিছুটা বুঝলেও আবার বিগড়েছে বাবুউউ!

সম্প্রতি মায়ের কথায় পুরুষ সিংহ হতে গিয়ে আবারও চরম বিপদে পড়তে চলেছে সৃজন। ইগোর বসে পর্ণাকে দমাতে গিয়ে একটা বড় ভুল করবে সে। আসলে অনুভবের সাথে ফটোশুট নিয়েই শুরু ঝামেলা। সৃজন বারণ করা সত্ত্বেও ছবি তুলেছে। এরপর সুযোগ বুঝে ঈশাও কারসাজি করে পর্ণাকে বদনাম চেষ্টা করতেই একপ্রকার সফল হয়েছে সে।

Neem Phooler Madhu Srijan Again Misunderstands Parna

পরবর্তীকালে নিজের ভুল সৃজন বুঝতে পারে যে ভুল বুঝেছে পর্ণাকে। অবশ্য এই ঘটনার পিছনে যে ঈশা রয়েছে সেটা ধরতে পারা যায়নি। এরই মাঝে শাড়ির কথার জন্য নতুন গোডাউন নিয়ে  প্রচুর পরিমাণে মাল অর্ডার দেওয়া হয়েছে। একইসাথে পুজো করার জন্য আয়োজন চলছে।

পর্ণার মনে দোটানা চলতেই সে সৃজনকে জানাই গোডাউনের এখনও ফায়ার ইন্সুরেন্স করানো হয়নি। তাই এখুনি যেন মালপত্র না ঢোকানো হয়। কিন্তু কে শোনে কার কথা! উল্টে সৃজন বলে, ‘আমি হয়তো অপেক্ষা করেই যেতাম। কিন্তু যেহেতু তুমি ইটা বললে তাই অপেক্ষা করব না’। নিজের পৌরষত্ত্ব ফলাতে যে কি বড় ঝুঁকি নিচ্ছে সেটা এখনও বুঝতেই পারছে না সে।

ইতিমধ্যেই চ্যানেলের পক্ষ থেকে একটি প্রোমো রিলিজ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে নতুন গোডাউনের ইন্সুরেন্স না থাকার কথা জেনে গিয়েছে ঈশা। আর সে প্ল্যান করছে গোডাউনে সমস্ত মালপত্র থাকাকালীন আগুন লাগিয়ে দেওয়ার। তবে কি সত্যিই সৃজনের জেদের বসে রাস্তায় বসবে দত্ত পরিবার? নাকি আবারও পর্ণা মহাবিপদের হাত থেকে বাঁচাবে? উত্তর মিলবে আগামী দিনেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥