• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বামী নামের কলঙ্ক! দীপাকে কাজের লোক বলে অতিথিদের সামনে অপমান সূর্যর, ধুয়ে দিল দর্শকরা

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Surjya insulted Deepa infront of guests

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) প্রত্যেকটি পর্ব এখন দারুণ জমজমাট হচ্ছে। সিরিয়ালের (Bengali Serial) গল্পে রোজ কিছু না কিছু টুইস্ট আসছে, আর তা দেখেই দর্শকদের উত্তেজনা চেপে রাখা দায় হয়ে পড়েছে। আজ ফের যেমন নতুন মোড় নিতে চলেছে সূর্য (Surjya)-দীপার (Deepa) সম্পর্ক। একসময় যাকে চোখে হারাতো সূর্য, আজ সেই দীপাকেই অতিথিদের সামনে অপমান করবে সে।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, ইতিমধ্যেই দুই মেয়ের হাত ধরে সেনগুপ্ত বাড়িতে ফিরে এসেছে দীপা। যদিও স্ত্রী ফিরে আসায় একেবারেই খুশি হয়নি সূর্য। নানান ভাবে দীপাকে অপমান করছে, কথা শোনাচ্ছে সে। কিন্তু এতদিন বাড়ির লোকের সামনে এগুলো করতো সূর্য। তবে এবার বাড়ির অতিথিদের সামনে দীপাকে অপমান করবে সে।

Anurager Chhowa serial Deepa comeback in Sengupta house upcoming episode reveal

সোনার শরীর খারাপ হওয়ায় লাবণ্য দীপাকে সেনগুপ্ত বাড়ি ফেরার জন্য অনুরোধ করে। মেয়ের মুখের দিকে তাকিয়ে রূপাকে নিয়ে শ্বশুর বাড়ি ফেরে সে। তাঁর ফেরার সঙ্গে সঙ্গেই আবার সেনগুপ্ত বাড়িতে যেন প্রাণ ফিরে এসেছে। ভক্তি ভরে পুজো দেওয়া শুরু করেছে দীপা। সবাই আবার বাড়ির বড় বৌয়ের হাতে রান্না খাওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠেছে।

দীপা ফিরে আসায় সেনগুপ্ত বাড়ির ছোট-বড় সকল সদস্য খুশি হলেও, সূর্য একেবারে জ্বলে পুড়ে যাচ্ছে। আর দীপার প্রতি তাঁর এই ব্যবহারই দর্শকদের একেবারে ভালোলাগছে না। বিশেষত, অতিথিদের সামনে সূর্য যেভাবে দীপাকে ‘কাজের লোক’ বলে অপমান করেছে তা মোটেই ভালোলাগেনি কারোর।

Anurager Chhowa, Anurager Chhowa Surjya and Deepa

‘অনুরাগের ছোঁয়া’র আসন্ন পর্বে দেখানো হবে, সূর্যকে নিমন্ত্রণ করার জন্য সেনগুপ্ত বাড়িতে বেশ কিছু অতিথি আসেন। তাঁরা দীপাকে দেখে সূর্যর স্ত্রী হিসেবে চিনে ফেলেন। কিন্তু সূর্য তাঁদের ঘুরিয়ে বলেন, দীপা তাঁর স্ত্রী নয়, বরং সে তাঁর মেয়ে সোনার দেখাশোনা করে।

সূর্যর মুখে একথা কথা হতভম্ব হয়ে যায় লাবণ্য সহ সেনগুপ্ত বাড়ির সকল সদস্যরা। স্বামীর মুখে একথা শুনে প্রচণ্ড অপমানিত বোধ করে দীপা। তবে শুধুমাত্র সোনার মুখের দিকে তাকিয়ে বাড়ি ছেড়ে যায় না সে। দীপা চুপ করে সবকিছু মেনে নিলেও দর্শকরা সূর্যর ব্যবহারে রেগে আগুন হয়ে গিয়েছেন। একজন যেমন লিখেছেন, সূর্য স্বামী হওয়ার যোগ্যই নয়। যদিও সংশ্লিষ্ট নেটিজেন একা নন, আরও অনেকেই তাঁর সঙ্গে সহমত পোষণ করেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥