• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মন ফাগুন’ করেই বাজিমাত! ঋষি-পিহুর পারিশ্রমিকের অঙ্কটা সত্যি চোখ কপালে তোলার মতো

Published on:

Mon Phagun serial Rishi Pihu AKA Sean Banerjee and Srijla Guha fees will shock you

Sean Banerjee And Srijla Guha’s Fees For Mon Phagun: স্টার জলসার (Star Jalsha) ‘মন ফাগুন’ (Mon Phagun) সিরিয়ালে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় (Sean Banerjee) এবং অভিনেত্রী সৃজলা গুহ (Srijla Guha)। ঋষি-পিহুর ধারাবাহিক একসময় টেলি দুনিয়ায় রাজত্ব করতো। তাঁদের প্রেম কাহিনী দেখার জন্য রীতিমতো মুখিয়ে থাকতেন দর্শকরা। প্রায় এক বছর ধরে চলেছিল এই সিরিয়াল।

যদিও ‘মন ফাগুন’ শেষ হয়েছে বেশ অনেকটা সময় হয়ে গেল। প্রায় বছর খানেক হতে চলল পথচলা শেষ হয়েছে ঋষি (Rishi)-পিহুর (Pihu)। এরপর থেকে দর্শকরা শন এবং সৃজলাকে ফের এক সিরিয়ালে দেখার জন্য মুখিয়ে রয়েছেন। যদিও তাঁদের সেই আশা এখনও পূরণ হয়নি। ‘মন ফাগুন’র পর আর কোনও ধারাবাহিকে দেখা যায়নি এই দুই তারকাকে। তবে আপনি কি জানেন, স্টার জলসার এই সিরিয়ালে অভিনয় করে কত পারিশ্রমিক (Fees) পেয়েছিলেন শন-সৃজলা? অঙ্কটা শুনলে চমকে যাবে যে কেউ।

Mon Phagun Rishi and Pihu, Sean Banerjee and Srijla Guha, Sean Banerjee and Srijla Guha fees for Mon Phagun

‘মন ফাগুন’ ছিল শনের তৃতীয় ধারাবাহিক। এর আগে আরও ২টি জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। অপরদিকে সৃজলা ছিলেন নবাগতা অভিনেত্রী। তাই স্বাভাবিকভাবেই সৃজলার চেয়ে বেশি পারিশ্রমিক পেতেন শন। ‘মন ফাগুন’ শেষ হওয়ার প্রায় বছর খানেক পর প্রকাশ্যে এসেছে পর্দার ঋষি-পিহুর পারিশ্রমিকের অঙ্কটা।

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের তারকারা হাজারে নয়, বরং লাখ টাকায় পারিশ্রমিক পান। টেলি ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকারা এখন যে পারিশ্রমিক পান তা অনেক টলিউড তারকাও পান না। যে কোনও সিরিয়ালের ক্ষেত্রেই সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন সিরিয়ালের নায়ক-নায়িকা। মাঝেমধ্যেই সেই অঙ্কটা লাখের গণ্ডিও পেরিয়ে যায়।

Mon Phagun Rishi and Pihu, Sean Banerjee and Srijla Guha, Sean Banerjee and Srijla Guha fees for Mon Phagun

‘মন ফাগুন’ সিরিয়ালের অন্যতম আকর্ষণ ছিল ঋষি-পিহুর কেমিস্ট্রি। তাই স্বাভাবিকভাবেই তাঁদের পারিশ্রমিকটাও ছিল আকাশছোঁয়া। ‘পিহুরাজ’ জুটির জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছিল তাঁদের পারিশ্রমিকটাও। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সিরিয়াল শুরুর সময় শন মাসিক ১ লাখ ৯০ হাজার টাকা পারিশ্রমিক পেতেন। অপরদিকে সৃজলা পেতেন ১ লাখ টাকা।

তবে সিরিয়াল শেষ হওয়ার আগে সেই অঙ্কটা একলাফে অনেকটা বেড়ে গিয়েছিল। যখন ‘মন ফাগুন’ ধারাবাহিক শেষ হয় সেই সময় শনের পারিশ্রমিক বেড়ে দাঁড়িয়েছিল ২ লাখ ৩০ হাজার টাকা। অপরদিকে সৃজলা পেতেন ১ লাখ ২৫ হাজার টাকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥