• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভেস্তে গেল মিশকার প্ল্যান, দীপাকে স্ত্রীর মর্যাদা দিল সূর্য, ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা পর্ব

Published on:

Anurager Chhowa serial surjo accept deepa as his wife

বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন তা হল স্টার জলসার (Star Jalsha) বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) সিরিয়ালের নায়ক-নায়িকা সূর্য-দীপার (Surjo-Deepa) মিল কবে হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই কেটে গিয়েছে প্রায় এক বছর। কিন্তু তারপরেও এখনও পর্যন্ত মিল হল না দর্শকদের এই প্রিয় জুটির।

গত পর্বেই দেখা গিয়েছে সেনগুপ্ত বাড়ি থেকে সোনাকে নিয়ে বেরিয়ে আসার পর এক বাড়িতে মালির কাজ নিয়েছে দীপা। আর ঘটনাচক্রে সেই বাড়িতেই অতিথি হয়ে এসেছিল সূর্য মিশকাসহ তাদের কলেজের বন্ধুবান্ধবরা। আসলে এই বাড়ির মালিকই হলেন সূর্যর কলেজের প্রফেসর। আর তারই শালা পরাগ লাগাতার অসভ্যতামি করছিল দীপার সাথে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,সোনা,Sona,রুপা,Rupa,আগামী পর্ব,Upcoming Episode,সত্যি ফাঁস,Truth Reveal

কিন্তু এদিন সহ্যের বাঁধ ভাঙতেই  দীপা তাকে শাস্তি দিতে হাতের কাছে যা পেয়েছে হাতা খুন্তি তাই দিয়েই ব্যাপক মারধর করেছিল। তাই উল্টে তাকে ফাঁসানোর জন্য পরাগ তার হাত ধরে টানতে টানতে সবার সামনে নিয়ে এসে মিথ্যে চোরের অপবাদ দেয়। পরাগ দীপার গায়ে হাত দেওয়ায় সূর্য নিজেকে আর সামলাতে পারেনি।

তাই সবার সামনেই সে পরাগকে বেদম মারধর করে। সেই সাথে সকলের সামনেই  চিৎকার করে দীপাকে নিজের স্ত্রীর  পরিচয় দেয় সূর্য। ওদিকে সূর্যের মুখে একথা শুনে অবাক হয়ে যায় তার সমস্ত বন্ধু-বান্ধবরা। আগামী পর্বে দেখা যাবে কাঁদতে দীপা বাইরে বেরিয়ে যাবে। আর সূর্যও দীপাকে খুঁজতে খুঁজতে চলে আসবে।

আরও পড়ুনঃ স্মার্ট বউ সাজতে গিয়ে খুলে গেল প্যান্ট! ‘সন্ধ্যাতারা’ আগাম পর্ব দেখে চোখ ঢাকছে দর্শকেরা

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,সোনা,Sona,রুপা,Rupa,আগামী পর্ব,Upcoming Episode,সত্যি ফাঁস,Truth Reveal

আরও পড়ুনঃ অভিনয় ছাড়াও রয়েছে আরও এক প্রতিভা, ‘অনুরাগের ছোঁয়া’র ছোট্ট সোনার প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

তখনই প্রচন্ড অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল দীপা। তবে ছুটে এসে সূর্য তাকে ধরে নেবে। এরপর দেখা যাবে মিশকাকে একা ফেলে রেখেই  সূর্য  দীপা আর সোনা-রুপাকে নিয়ে বাড়ি চলে আসবে। চোখের সামনে দিয়ে এইভাবে সূর্যকে হাতছাড়া হতে দেখে রাগে ছটফট করতে থাকে মিশকা। এখন দেখার অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আবার কোন দিকে মোড় নেয় সূর্য-দীপার সম্পর্ক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥