• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বদলে গেল স্পার্ম, সূর্য নয় তবলার সন্তানের মা হবে মিশকা! মোড়ঘোরানো পর্বে তোলপাড় নেটপাড়া

Updated on:

Anurager Chhowa serial new update Tabla will exchange his sperm with Surjo

Anurager Chhowa : অনুরাগের চোঁয়াতে সব সত্যি জানতে পেরে সবেমাত্র দীপার (Deepa) সাথে সংসারটা আবার নতুন করে গোছাতে শুরু করেছে সূর্য (Surjo)। তাই দীপা ফিরে আসতেই আবার তার মন জয় করার যথাসাধ্য চেষ্টা করে চলেছে সূর্য। সোনা-রুপা দুই মেয়েকে নিয়ে দীপা সেনগুপ্ত বাড়ি ফিরে আসার পর থেকেই আনন্দে আত্মহারা সো সদস্যরা। খুশিতে ঝলমল করছে গোটা সেনগুপ্ত পরিবার। কিন্তু এই সবকিছু যে এত সহজে মেনে নেবে না মিশকা (Mishka)

তাই সূর্য হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে এখন নতুন করে ঘুঁটি সাজাতে ব্যস্ত মিশকা। তবে সূর্যকে ফাঁসাতে এবার আরও  ভয়ানক হয়ে উঠতে চলেছে সে। ইতিমধ্যেই জানা গিয়েছে সূর্যকে সারা জীবনের মতো নিজের করে পাওয়ার জন্য ল্যাবটরিতে স্টোর করে রাখা সূর্যের ফ্রোজেন স্পার্ম দিয়ে প্রেগন্যান্ট (Pregnant) হবে মিশকা। যার ফলে বোঝাই যাচ্ছে সত্যিই প্রেগন্যান্ট  হওয়ার মতো বড় সিদ্ধান্ত নিচ্ছে মিশকা।

Anurager Chhowa Mishka will pregnant with Surjo's sperm

শুধু তাই নয় আগামী দিনে প্রমাণ সমেত সূর্যকে সেই সন্তানের বাবা বলে দাবি করবে মিশকা। এইভাবেই এবার মোক্ষম চালটাই চলতে চলেছে মিশকা। যার ফলে আরও একবার তছনছ হয়ে যেতে বসেছে সূর্য-দীপার সাজানো গোছানো সোনার সংসার। এরই মধ্যে জানা যাচ্ছে এই সিরিয়ালে আসতে চলেছে বড়সড় চমক।

আরও পড়ুনঃ মুখ বুজে সহ্য নয়, ময়ূরীকে ওপেন চ্যালেঞ্জ মেঘের! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র সুপার ধামাকা পর্ব

আগামী দিনে দেখা যাবে আগে থেকেই মিশকার  চাল ধরতে পারবে তবলা । তাই সে লুকিয়ে সূর্যের স্পার্ম বদলে নিজের স্পার্ম রেখে আসবে ওই  ল্যাবরেটরিতে। যার ফলে মিশকা যখন বলবে তাঁর গর্ভের সন্তানের বাবা সূর্য। তখন রুখে দাঁড়িয়ে তবলা জানাবে সূর্য নয় মিশকার গর্ভে রয়েছে তার সন্তান।

আরও পড়ুনঃ ভাঙা পা নিয়েই প্রেমিকার জন্মদিনে এলাহী আয়োজন রুবেলের! আবেগপ্রবণ শ্বেতা, রইল ভিডিও

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,Mishka,মিশকা,তবলা,Tabla,Baby,বাচ্চা,Pregnant,অন্তঃসত্বা,Upcoming Track,আসন্ন পর্ব

যদিও আদৌ এমনটা হবে কিনা তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। কারণ এখন সোশ্যাল মিডিয়া যুগে অনুরাগীরা অনেক সময় নিজেদের পছন্দ মতো গল্প সাজিয়ে  নানা ধরনের আপডেট দিতে থাকেন।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,Mishka,মিশকা,তবলা,Tabla,Baby,বাচ্চা,Pregnant,অন্তঃসত্বা,Upcoming Track,আসন্ন পর্ব

তাই এটা আদৌ সিরিয়ালে দেখানো হবে নাকি শুধুই দর্শকের কল্পনা তা এখনই বলা যাচ্ছে না! স্টার জলসার  জনপ্রিয়। তবে সোশ্যাল মিডিয়ায় অনুরাগের ছোয়ার এমন আপডেট দেখে বেজায় খুশি হয়েছেন দর্শক। তাই সকলেই মনেপ্রাণে চাইছেন এমনটাই যেন সত্যি হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥