• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা-বাবার সাথে থাকা হল না সোনা-রুপার! সূর্যর ভুল ভাঙতেই মৃত্যু শয্যায় দীপা, ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আগামী ট্র্যাক

Published on:

Anurager Chhowa serial Deepa will die after revealing the truth to Surjo

স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রসারিত ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) এখন বাংলা সিরিয়াল প্রেমীদের কাছে একপ্রকার অভ্যাসে পরিণত হয়েছে। তাই সারাদিনের কাজ সেরে ঘড়ির কাঁটায় রাত সাড়ে ন’টা বাজতেই এই সিরিয়ালটি না দেখা পর্যন্ত গোটা দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় দর্শকদের। তবে দিনের পর দিন একঘেয়ে জিনিস দেখে  এখন সিরিয়ালটি নিয়ে বেশ বিরক্ত দর্শকরা। যার প্রভাব পড়ছে টিআরপি তালিকাতেও।

বিশেষ করে সূর্য-দীপা (Surjo-Deepa)-র দুই মেয়ে সোনা-রুপার (Sona-Rupa) কষ্ট আর চোখে দেখতে পারছেন না দর্শক।  এইভাবে বাবা-মায়ের কাছে থেকেও তাদের সাথে সহজ স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না তুই ছোট্ট শিশু। যা চোখের সামনে দিনের পর দিন দেখেও কেউ কিছুই করতে পারছে না। এটাই দর্শকদের বিরক্তির অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে। বেস্ট ফ্রেন্ড মিশকার  কথায় বিশ্বাস করে কোন প্রমাণ ছাড়াই দিনের পর দিন সূর্য দীপাকেই অকারনে ভুল বুঝে চলেছে।

Anurager Chhowa serial Deepa will die after revealing the truth to Surjo

সেই সাথে যখন যেভাবে পারছে নির্লজ্জের মতন অপমান করছে দীপাকে । এইভাবে সে দর্শকদের চোখে নায়ক থেকে খলনায়ক হয়ে উঠেছে। দর্শকরা প্রশ্ন তুলেছেন এই বুদ্ধি নিয়ে সূর্যের ডাক্তার হওয়ার যোগ্যতা নিয়েও। তাই দর্শকদের মন জয় করতেই শেষ পর্যন্ত গল্পে নতুন মোড় আনতে চলেছেন লেখিকা। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন ইতিমধ্যেই সোনা রুপা যেমন অনেক সত্যের মুখোমুখি হয়েছে তেমনি সূর্য জেনে গিয়েছে সোনা-রুপা আসলে দীপার জমজ সন্তান।

আরও পড়ুনঃ রূপে লক্ষ্মী গুণে সরস্বতী! ‘কিরণমালা’ অভিনেত্রী রুকমার গান শুনে মুগ্ধ দর্শকেরা

কিন্তু ওরা যে সূর্যেরও নিজেরব সন্তান সেই সত্যি আজ তার সামনে আসেনি। তবে  প্রকাশ্যে আসা নতুন প্রমোতে সকলেই দেখেছেন বাড়ির কাউকে কিছু না জানিয়ে সোনা রূপকে নিয়ে গাড়ি করে কোথাও একটা বেরিয়ে যাবে সূর্য। দুই মেয়ে আর ডাক্তার বাবুকে খুঁজে না পেয়ে ততক্ষণে ভয়ে গা হাত পা ঠান্ডা হয়ে আসে দীপার। এবার জানা যাচ্ছে ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে দুই মেয়েকে খুঁজে না পেয়ে অসুস্থ হয়ে পড়বে দীপা।

আরও পড়ুনঃ ৬ মাসের প্রেম, ৩ দিনে বিচ্ছেদ! ‘কৌশিকী’ অভিনেত্রী রূপসার প্রেম কাহিনী সিনেমার চেয়ে কম নয়

Anurager Chhowa serial Deepa will die after revealing the truth to Surjo

মৃত্যুর মুখে দীপা!

তখনই সব ছেড়ে দীপার চিকিৎসা করতে ছুটে আসবে সূর্য। সে সময় মৃত্যু শয্যায় থাকা দীপা সূর্যের কাছে শেষবারের মতো অনুরোধ করবে সে যেন আর একবার তার ডিএনএ টেস্ট করায়, যাতে সত্যিটা তার সামনে আসে। এখন দেখার সব সত্যি ফাঁস না করেই কি দীপা এভাবেই মৃত্যুর কোলে ঢলে পড়ে নাকি দর্শকদের জন্য অপেক্ষা করছে আরও বড় কোনো চমক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥