• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রুপা বেঁচে উঠতেই ১০ বছরের জেল হল মিশকার, তবুও সব ছেড়ে চলে যাবে সূর্য! ফাঁস তোলপাড় করা টুইস্ট

Published on:

Anurager Chhowa Mishka Jailed for 10 years Surja Leaves House

ষ্টার জলসার (Star Jalsha) সুপারহিট সিরিয়ালের মধ্যে অন্যতম একটি হল অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। শুরু থেকে আজও দর্শকদের একটাই আসা এক হবে সূর্য-দীপা। কিন্তু মিশকা এর শয়তানির জন্য তা আর হয়ে উঠল না। বারেবারে কাছে এসেও আলাদা হয়েছে দুজনের পথ। এমনকি আজ যখন মিশকা নিজের পাপের শাস্তি পেল তখনও দূরে সরে যাচ্ছে সূর্য।

যারা অনুরাগের ছোঁয়ার নিয়মিত দর্শক তাঁরা জানান, রুপাকে চিরতরে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল মিশকা। কিন্তু হাসপাতালে ডাক্তার অর্জুনের চিকিৎসায় সাড়া দিয়ে বেঁচে ফিরেছে সে। এরই মাঝে রুপাকে ইনজেকশন দেওয়ার সময় হাতেনাতে ধরা পরে মিশকা। তার ওপর রুপার জ্ঞান ফিরতেই সে জানিয়ে দেয় মিশকা তাকে মারতে চেয়েছিল।

Anurager Chhowa finally Mishka Gets Jailed for trying to kill rupa

রুপার মুখ থেকে এই কথা শোনা মাত্রই মিশকাকে শাস্তি শুনিয়েছে মহামান্য আদালত। ছোট্ট এক নিষ্পাপ শিশুকে মারার চক্রান্তের জন্য ১০ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। কিন্তু এই শাস্তি পেয়েও দমার মেয়ে নয় মিশকা। জেলে যাওয়ার আগে জানিয়ে যায়, সেনগুপ্ত পরিবারে তাঁর রক্ত রয়েছে। ১০ বছর পর আবারও সে ফিরবে আর দীপার জীবন তছনছ করে দেবে।

আরও পড়ুনঃ জগদ্ধাত্রী, দীপা নাকি মেঘ? দর্শকদের বিচারে সেরা নায়িকা কে? প্রকাশ্যে এল তালিকা

দর্শকদের অনেকেই হয়তো ভেবেছিলেন যে এবার সূর্য-দীপার মাঝের ভুল বোঝাবুঝি মিটবে। কিন্তু সে গুড়ে বালি! এতকিছুর আর অন্য কারোর জন্য ভাবতে চায় না সূর্য। সে বুঝতে পেরেছে সোনা-রুপাকে তাদের মা দীপার থেকে আলাদা করা সম্ভব নয়। তাই হাসপাতাল থেকে পদত্যাগ দিয়ে বেরিয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ শেষ থেকেই শুরু হবে মেঘ-নীলের প্রেমকাহিনী? মোড় ঘোরানো প্রোমো দেখে মিশ্র প্রতিক্রিয়া দর্শকদের

এরপর বাড়ি এসে স্যুটকেস গুছিয়ে শেষবারের মত একবার ছেলেকে কোলে নেয় সূর্য। তারপর বলে, আমি সবার জন্য ভাবতাম এতদিন। কিন্তু আর নয়, এবার নিজের জন্য একটু ভাবতে হবে। এই বলে ছেলেকে আয়ার কোলে দিয়ে হাসি মুখেই বাড়ি ছেলে চলে যায় সূর্য। তবে যাওয়ার আগে বাড়িতে কাটানো খুশির মুহূর্তগুলো তাঁর চোখের সামনে ভেসে ওঠে। সত্যিই কি সবাইকে ছেড়ে চলে যাবে সূর্য? নাকি দীপা ও বাকিরা মিলে ফিরিয়ে আনবে তাকে? এই প্রশ্নের উত্তর পেতে হলে দেখতে হবে অনুরাগের ছোঁয়া।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥