• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘একটা সিরিয়াল করেই হিট, একটুও ধৈর্য নেই’, বর্তমান টেলি নায়িকাদের নিয়ে বিস্ফোরক রচনা

Rachana Banerjee opensup about Serial Actresses : টলিউড (Tollywood) অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) এখন সারা বাংলার ‘দিদি নম্বর ১’ (Didi No 1)। জি বাংলার এই জনপ্রিয় রিয়্যালিটি শো সঞ্চালনা করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। গত দশ বছরেরও বেশি সময় ধরে চলছে এই শো। সাধারণ মহিলা থেকে শুরু করে সেলিব্রিটি- রচনার ‘দিদি নম্বর ১’এ খেলতে আসে অনেকে। সেই সঙ্গেই চলে বিভিন্ন ধরণের বিষয় নিয়ে আলোচনা।

জি বাংলার (Zee Bangla) এই রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করা প্রতিযোগীরা খোলা মনে নিজেদের ভালোলাগা-খারাপ লাগা গুলো প্রকাশ করেন। এমনকি সঞ্চালিকা রচনাকে বিভিন্ন প্রশ্ন করতেও দেখা যায়। সেসব নিয়ে আবার চলে ঠাট্টা-রসিকতা। অনেক সময় আবার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা চলে ‘দিদি নম্বর ১’এ।সম্প্রতি যেমন তরুণ প্রজন্মের অভিনেত্রীদের প্রসঙ্গ উঠেছিল এই শোয়ে।

   

Rachana Banerjee, Rachana Banerjee on young actresses

আগের অভিনেত্রীদের মতো ধৈর্য নেই এখনকার নায়িকাদের!

‘দিদি নম্বর ১’র সানডে স্পেশ্যাল পর্বে বেশিরভাগ সময়ে প্রতিযোগী হিসেবে তারকাদের দেখা যায়। গত রবিবারের পর্বে যেমন খেলতে এসেছিল সৌমিলী বিশ্বাস, সুচিস্মিতা চৌধুরী, সোমা বন্দ্যোপাধ্যায় এবং দেবযানী চট্টোপাধ্যায়ের মতো তারকারা। তখনই আড্ডার ফাঁকে তরুণ প্রজন্মের তারকাদের প্রসঙ্গ ওঠে। তখনই সোমা বলেন, এখন বহু সিরিয়ালে তরুণ অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করছেন তিনি। আর সেই অভিজ্ঞতা থেকে অভিনেত্রী বলেন, এখনকার অভিনেত্রীদের মধ্যে ধৈর্যের ভীষণ অভাব।

আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসে সন্ত্রাসবাদীদের কবলে সোনা-রুপা, কীভাবে বাঁচবে দীপা? টিভির আগেই ফাঁস দুর্ধর্ষ পর্ব

এখনকার নায়িকাদের নিয়ে বিস্ফোরক রচনা!

সোমার কথায়, ‘এখনকার অভিনেতা-অভিনেত্রীরা ভীষণ অধৈর্য। দু’দিন কাজ করতে না করতেই তাঁদের সব কিছু চাই। আমাদের সময় কিন্তু এমনটা ছিল না। এখনকার তারকারা সহজেই অনেককিছু পেয়ে যায়, সেই জন্য হয়তো এত অধৈর্য’। সোমার কথার সঙ্গে সহমত পোষণ করেন সৌমিলী, দেবযানী এবং সঞ্চালিকা রচনা।

আরও পড়ুনঃ বধূ নির্যাতন দেখিয়ে ট্রোলড, ভুল শুধরাচ্ছে শিমুলের শাশুড়ি! টিভির আগেই ফাঁস মোড়ঘোরানো পর্ব

Rachana Banerjee, Rachana Banerjee on young actresses

তরুণ প্রজন্মের নায়িকাদের নিয়ে কী বললেন ‘দিদি নম্বর ১’ সঞ্চালিকা?

সোমার কথা শেষ হওয়া মাত্রই রচনা বলেন, ‘এখনকার অভিনেত্রীরা হলেন ওয়ান সিরিয়াল ওয়ান্ডার। একটা সিরিয়াল করেই তাঁরা খ্যাতির চূড়ায় উঠে যায়। তাঁদের বেশি সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় না’। ‘দিদি নম্বর ১’ সঞ্চালিকার এই বক্তব্য ইতিমধ্যেই নানান জল্পনা-কল্পনার সৃষ্টি করেছেন। তিনি নিজের বক্তব্যের মাধ্যমে কাকে নিশানা করেছেন? উঠেছে সেই প্রশ্নও। যদিও এদিন রচনা কিন্তু কারোর নাম নেননি।