• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জন্মদাত্রীর সঙ্গে সম্পর্ক নেই! এবার প্রেমিকের মধ্যেই মা’কে খুঁজে পেলেন পর্দার ‘মিশকা’ অহনা

Published on:

অনুরাগের ছোঁয়া মিশকা অভিনেত্রী অহনা দত্ত দীপঙ্কর রায় : Anurager Chhowa Mishka actress Ahona Dutta shared a post with boyfriend Dipankar Ray

বাংলা টেলিভিশনের জনপ্রিয়তম খলনায়িকাদের মধ্যে একজন হলেন অহনা দত্ত (Ahona Dutta)। স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa) অভিনয়ের সুবাদে তাঁর পরিচিতি অবশ্য ‘মিশকা’ নামেই বেশি। অল্প সময়ের মধ্যেই সিরিয়ালপ্রেমী দর্শকদের মনে স্থান করে নিয়েছেন অভিনেত্রী। কাজের পাশাপাশি মাঝেমধ্যেই ব্যক্তিগত জীবনের সৌজন্যে সংবাদের শিরোনামে উঠে আসেন তিনি।

‘অনুরাগের ছোঁয়া’র রূপটান শিল্প দীপঙ্কর রায়ের (Dipankar Ray) সঙ্গে বাস্তব জীবনে সম্পর্কে আছেন অহনা। ডিভোর্সী পুরুষের সঙ্গে মেয়ের এই সম্পর্ক মেনে নিতে পারেননি অভিনেত্রীর মা। যে কারণে আজ তলানিতে এসে ঠেকেছে মা-মেয়ের সম্পর্ক। জন্মদাত্রীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে এখন আলাদা থাকেন পর্দার মিশকা (Mishka)। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার মানুষের প্রশংসা করতে দেখা যায় তাঁকে।

Ahona Dutta and Dipankar Ray, Ahona Dutta boyfriend, Ahona Dutta Mishka

সম্প্রতি যেমন একটি ছবি শেয়ার করে দীপঙ্করের ‘নিঃস্বার্থ ভালোবাসা’র তারিফ করলেন অহনা। অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, গাড়িতে আছেন অহনা এবং দীপঙ্কর (Ahona Dipankar)। অভিনেত্রীর কোলে রাখা আছে একটি বালিশ। আর তাতেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন তাঁর ভালোবাসার মানুষ।

আরও পড়ুনঃ পরাগকে বিষ খাইয়েছে! কোর্টে গিয়ে শিমুলের বিরুদ্ধে সাক্ষী দিল মধুবালা, রাগে ফুঁসছে দর্শকরা

ছবিটি শেয়ার করে অহনা লিখেছেন, ‘ঠিক স্টেজে ওঠার আগে আমার হাতটা ছেড়ে দিয়ে স্টেজের এক পাশে দাঁড়িয়ে পড়ে। এই বালিশটা বেশিরভাগ ওর কোলের ওপর থাকে আর তার ওপরে থাকে আমার মাথা। কিন্তু আজ এতটাই ক্লান্ত যে ঠিক বিপরীতটা হল। আমি বিভিন্ন জায়গায় শো করছি ১ বছর হয়ে গেল এবং খুব কম দিনেই আমি ১০০তম শো অতিক্রম করলাম! কিন্তু আমার সাথে প্রত্যেকটা শোতে যেই মানুষটা যায় তিনি হলেন আমার একমাত্র ভালোবাসার মানুষ’

অহনা দত্ত দীপঙ্কর রায় : Ahona Dutta and Dipankar Ray

এখানেই না থেমে পর্দার মিশকা আরও লেখেন, ‘যখন ওকে বললাম যে আমি ঠিক পারব, আমাকে ছেড়ে দাও। তখন আমাকে বললো ‘তুই বড় হয়ে গেলে একা যাস, আমি ছেড়ে দেবো, আরে বাবা একটা দায়িত্ব আছে তো নাকি’। হয়তো মায়ের সাথে থাকলে মা-ও তাই করতো। কিন্তু তুমি তো আমাকে জন্ম দাওনি, তাহলে প্রথম দিন থেকে এত নিঃস্বার্থ হলে কীভাবে যে নিজের পুরো লাইফের শিডিউলটাই পাল্টে দিলে!’।

আরও পড়ুনঃ ঠোঁটে কি পিঁপড়ে কামড়েছে? রিল ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের শিকার মা সিরিয়ালের ‘ঝিলিক’ তিথি

সবশেষে অহনা লেখেন, ‘তোমার কাজ আর আমার ছুটি থাকা সত্ত্বেও আমার শোতে প্রত্যেকদিন গিয়ে একদিনও প্রশ্ন করলে না যে তোর কাজের জন্য প্রত্যেকদিন আমি কেন রাত জাগবো, আবার ৭টার কল অ্যাটেন্ড করবো। অনেক ভাগ্য করে পেয়েছি তোমাকে। হয়তো এটাকেই অ্যালফা মেল বলে’। অহনার এই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে, প্রেমিক দীপঙ্করের সঙ্গে বেশ সুখে আছেন তিনি। মায়ের সঙ্গে না থাকলেও মায়ের মতো করেই হয়তো অভিনেত্রীকে আগলে রেখেছেন তাঁর ভালোবাসার মানুষ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥