• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঠোঁটে কি পিঁপড়ে কামড়েছে? রিল ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের শিকার মা সিরিয়ালের ‘ঝিলিক’ তিথি

Published on:

মা সিরিয়ালের ঝিলিক অভিনেত্রী তিথি বসু ট্রোলড : Maa serial Jhilik actress Tithi Basu got trolled for her new video

স্টার জলসার (Star Jalsha) ‘মা’ (Maa) সিরিয়ালে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী তিথি বসু (Tithi Basu)। ছোট্ট ঝিলিকের চরিত্রে তাঁর অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। সেই সঙ্গেই আদায় করে নিয়েছিলেন প্রশংসা। এখন অবশ্য অভিনয় দুনিয়ায় সেভাবে দেখা মেলে না তাঁর। বরং সোশ্যাল মিডিয়াতেই (Social Media) বেশি অ্যাক্টিভ থাকেন তিনি।

সমাজমাধ্যমের দ্বারাই অনুরাগীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন তিথি। মাঝেমধ্যেই সেখানে নানান রকম ছবি, ভিডিও পোস্ট করতে দেখা যায় তাঁকে। কখনও কখনও আবার সেগুলির জন্য কটাক্ষও শুনতে হয় অভিনেত্রীকে। সম্প্রতি যেমন তিথির একটি ভিডিও দেখে তুমুল ট্রোলিং (Trolling) শুরু করেছেন নেটিজেনদের একাংশ।

All you need to know about Jhilik actress Tithi Basu's life struggle

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন তিথি। সেখানে মেকআপহীন ঘরোয়া লুক থেকে দারুণ সেজে উঠতে দেখা যায় অভিনেত্রীকে। গোলাপি পোশাক, গোলাপি লিপস্টিকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল তাঁকে। তবে তিথির এই ভিডিও দেখেই কটাক্ষ (Trolled) করতে শুরু করেছেন নেটিজেনদের একাংশ।

আরও পড়ুনঃ পরাগকে বিষ খাইয়েছে! কোর্টে গিয়ে শিমুলের বিরুদ্ধে সাক্ষী দিল মধুবালা, রাগে ফুঁসছে দর্শকরা

কেউ লিখেছেন, ‘তোমায় পুরোই ভূতনি লাগছে। একেবারে অসহ্য’। কারোর আবার বক্তব্য, ‘তুমি কারোর ক্রাশ না মামনি, একেবারে ক্র্যাশ’। তৃতীয়জন আবার কমেন্ট করেন, ‘মা আগে হাঁ করে তোমার সিরিয়াল দেখার জন্য বসে থাকতো। এখন তোমার ভিডিও দেখালেই মারতে আসে’। চতুর্থ ব্যক্তি তিথির ঠোঁটের দিকে ইঙ্গিত করে লেখেন, তোমার ঠোঁটে কি পিঁপড়ে কামড়েছে? এভাবে ফুলে গেল কেন তাহলে?’

Tithi Basu brutally trolled on social media

সব মিলিয়ে, তিথির নতুন ভিডিও দেখে নেটিজেনদের একাংশ তুমুল কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন। যদিও এই প্রথম নয়, অতীতেও বহুবার সমাজমাধ্যমে ট্রোল হয়েছেন অভিনেত্রী। নিজের পোস্টের সৌজন্যে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়া ইউজারদের চর্চার কেন্দ্রে চলে আসেন তিনি।

আরও পড়ুনঃ ছেলেকে হারিয়ে পাগলপারা লাবণ্য, কিভাবে সূর্যকে খুঁজবে দীপা? চরম টুইস্ট আসছে অনুরাগের ছোঁয়ায়

 

View this post on Instagram

 

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s)


প্রসঙ্গত, ‘মা’ সিরিয়ালের হাত ধরে তুমুল জনপ্রিয়তা পেলেও এরপর আর সেভাবে ছোটপর্দায় দেখা যায়নি তিথিকে। লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে দূরে আপাতত নিজের পড়াশোনা, কেরিয়ার নিয়ে ব্যস্ত তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥